সুন্দর ভাবে অনুষ্টিত হয়েগেল উওরা মডেল জোনের অফলাইন মিট আপ।
আসসালামু আলাইকুম।
সেরাদের সেরা জোন উত্তরা মডেল জোন এর আজকে অফলাইন মিটাপ আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে সুসম্পন্ন হয়েছে।
আজকের মিটাপের এজেন্ডা ছিল সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, স্যারের উপস্থিতিতে উত্তরা জোনের নিয়মিত সেশন চর্চা মিটাপের ৬৬৬তম দিন উদযাপন নিয়ে আলোচনা, ছয়জন উদ্যোক্তার উদ্যোক্তা জীবনের গল্প এবং পণ্য প্রদর্শনী।
আজকের মিটাপে উত্তরা জোনের ছয়টি থানা থেকে ছয়জন উদ্যোক্তা তাদের উদ্যোক্তা জীবনের গল্প এবং পণ্য প্রদর্শনী করেন। ছয়জনের মধ্যে একজনকে সেরা নির্বাচিত করা হয় এবং পুরষ্কার দেওয়া যেটা স্পন্সর করেন গানের পাখি ঢাকা জেলা এম্বাসেডর Zahir Joy ভাই।
যারা উপস্থিত হয়ে প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন কোর ভলেন্টিয়ার Md Jayed Hasan Emran ভাই, ঢাকা জেলা এম্বাসেডর Zahir Joy ভাই, Amina Khatun আপু, মডারেটর Ashraful Alam ভাই, জোন এম্বাসেডর Ratul Talukdar ভাই, থানা এম্বাসেডর RM Moklesur Rahman ভাই Nasrin Moni আপু Sahida Hossain আপু Papia Sultana আপু Anisur Rahaman Didar ভাই
আরও উপস্থিত ছিলেন উত্তরা জোনের সুপার একটিভ আজীবন সদস্যরা।