অত্যন্ত চমৎকার ভাবে মিরপুর মডেল জোনের মাসিক মিটআপ শেষ হল।
আলহামদুলিল্লাহ
অত্যন্ত চমৎকারভাবে মিরপুর মডেল জোনের মাসিক মিটআপ শেষ হলো। আজীবন সদস্য ও অতিথিদের উপস্থিতিতে ও আমাদের মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে পণ্য প্রদর্শনী এবং কোর ও মডারেটর বরণ অনুষ্ঠান।
সত্যিই অসাধারণ একটি আয়োজন ছিল, কৃতজ্ঞতা প্রিয় মিরপুর মডেল জোনের সকলের দায়িত্ব শীল সহ সকলের প্রতি।
সন্মানিত মডারেটর Mazbah Uddin ভাই, মডারেটর Jasmine Akther Jui আপু, মডারেটর Hamida Rahman আপু ও কোর ভলেন্টিয়ার ও মডারেটর Hasina Rahman Lopa আপু কে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য।।
আমাদের পন্য প্রদর্শনীতে সেল হয়েছে কম বেশি অনেকরই । সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি ।
কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।