চমৎকার ও সুন্দর ভাবে অনুষ্টিত হয়ে গেল তেজগাঁও জোনের উদ্যোক্তা মান উন্নয়ন ও সম্পর্ক উন্নয়নের অফলাইন মিটআপ
"তেজগাঁও জোন মিটআপ"
▶️আসসালামু আলাইকুম,
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র NBMEGF এর তেজগাঁও জোন আয়োজিত, চমৎকার উদ্যোক্তা মানউন্নয়ন ও সম্পর্ক উন্নয়নের অফলাইন মিটআপ।
🍁 তারিখঃ ২২ সেপ্টেম্বর ২০২৩ইং, শুক্রবার।
🕒 সময়ঃ বিকাল ৪ ঘটিকায়
☕ স্থানঃ হাতিরঝিল ।
▶️মিটআপে NBMEGF এর তেজগাঁও জোন টিমের সর্বস্তরের সকল দায়িত্বশীল ও সদস্য ভাই বোনেরা ফাউন্ডেশনকে ভালোবেসে আপনারা সবাই সঠিক সময়ে উপস্থিত হয়ে প্রানবন্ত অফলাইন
মিটআপ উপহার দিয়েছেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল টিম থেকে তেজগাঁও জোনের সমন্বয়ক ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার Abdul Karim Munna ভাই এবং ঢাকা জেলা এম্বাসেডর মো: ফাহাদ ভাই।
➡️অফলাইন মিটআপে উপস্থিত সবাই কে আন্তরিক ধন্যবাদ এবং সবার জন্য শুভ কামনা রইল ⚘️
কৃতজ্ঞতায় প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার।