চমৎকার আয়োজনে অনুষ্টিত হল রাজধানীর ডেমরা থানার অফলাইন মিটআপ
আসসালামু আলাইকুম
আমি ডেমরা থানা এম্বাসেডর হিসেবে দায়িত্ব পাই কয়েকমাস হয়। এর আগে ছিলাম কমিউনিটি ভলেন্টিয়ার। আমি দায়িত্ব পাওয়ার পর নির্দেশনা আসে থানা মিটআপ করার আর এই থানা মিটআপের ১ম মিটআপটি হবে ডেমরা থানাতে।
১ম দিকে বুঝে উঠতে পারছিলাম না কি করব কারন এর আগে কোন থানা মিটআপ আয়োজন করিনি কিন্তু
Iqbal Bahar Zahid স্যারের সেশনের শিক্ষা থেকে সাহস করেই সিনিরয় দায়িত্বশীলদের দিকনির্দেশনা মোতাবেক ডেমরা থানার সদস্যদের ইনভাইট করতে লাগলাম এবং উনাদের পরামর্শ নিয়ে সকল কার্যক্রম সম্পন্ন করলাম।
স্যার সেশন থেকে যেটা শিখেছিলাম সাহস করে শুরু করে দিলে একটা না একটা রাস্তা খুলে যাবে।
সেটাই শেষ পর্যন্ত হল সকলের সহযোগিতায় সফল একটা মিটআপ আয়োজন করতে পেরেছি।
আলহামদুলিল্লাহ
এই আয়োজনে আন্তরিক ভাবে সহযোগিতা করেছেন Ismat Hasan ভাই সম্মানিত কোর ভলেন্টিয়ার।
Md. Roman Sarkar ভাই সম্মানিত মডারেটর ও জেলা এম্বাসেডর।
Md Shovon ভাই সম্মানিত মডারেটর ও জেলা এম্বাসেডর।
Md Mahbubur Rahman Bhuiyan ভাই সম্মানিত জেলা এম্বাসেডর।
Md Sohel Rana ভাই সম্মানিত জেলা এম্বাসেডর।
Hazrat Ali ভাই সম্মানিত সিনিয়র জোন এম্বাসেডর এবং ওয়ারী জোনের সেশন চর্চা পরিচালক ও
Tanzila Zannat Suchana আপু সম্মানিত ওয়ারী জোন এম্বাসেডর।
আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
আমার সহযোদ্ধা দুই ভাই
Mohammad Kalam Sikdar ভাই ও Soliman Mia Komol ভাইয়ের প্রতি।
অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে যাতে আরো সুন্দর আয়োজন করতে পারি সেই দোয়া করবেন।
সকলের ভালোবাসা প্রার্থী