প্রত্যেকের জীবনেই একটা গল্প থাকে, তেমনি করে আমার জীবনের গল্পের
জীবনের গল্প,,,,,,
,,,,,,,,,,,,,আমার জীবনের গল্পটা পড়ার জন্য অনুরোধ রইল,,,,,,,
🍁🍁বিসমিল্লাহির রহমানির রাহিম 🍁🍁
🌿🌿আসসালামু আলাইকুম
ওয়ারহমাতুল্লাহি ওবারকাতুহ 🌿🌿
👉🍁🍁সকল প্রসংশা সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের প্রতি যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন ও সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ।
👉দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি । যিনি এসেছিলেন সমস্ত মানবজাতির মুক্তি ও কল্যানের দূত হিসেবে ।
🌺🌺 শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা - মা কে। যাদের উছিলায় সুন্দর এই পৃথিবীতে এসেছি । বড় হয়েছি তাদের মায়া মমতায় এবং অকৃত্রিম ভালোবাসায়।
যাদের ঋন কখনো শোধ করা সম্ভব নয়।
🌹🌹কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যিনি না চাইলে বাংলাদেশের ৬৪ জেলার সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া এবং বিশ্বের ৫০ টি দেশ থেকে আমরা সকল ভাই ও বোনেরা একটি ছাতার নিচে আসার সুযোগ পেতাম না।
যিনি এ শতাব্দীর শ্রেষ্ঠ পথপ্রদর্শক, শিক্ষক,মোটিভেশনাল স্পিকার, লক্ষ লক্ষ তরুণ তরুণীর হ্নদয়ের স্পন্দন, পথহারা বেকারদের পথের দিশারী, আমাদের স্বপ্নের রুপকার।
❤️❤️শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি প্রিয় # নিজের - বলার - মতো - একটা - গল্প প্লাটফর্মের সকল কোর ভলান্টিয়ার মডারেটর - কান্ট্রি এ্যাম্বাসেডর, জেলা এ্যাম্বাসেডর , উপজেলা এ্যাম্বাসেডর ও কমিউনিউটি ভলান্টিয়ার, সহ সকল আজীবন সদস্য ভাই ও বোনদের প্রতি।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
👉👉জন্ম ও পারিবারিক বৃত্তান্ত ঃ মাদারীপুর জেলায় আমার জন্ম, আলহামদুলিল্লাহ দাদা -দাদী, মা- বাবা, দুই বোন এবং এক ভাইকে নিয়ে আমাদের ৭ জনের পরিবার।
আমার বাবা ছিলেন একজন সরকারী চাকুরী জীবী,। আমরা দুই বোন বড় এবং ভাই ছিল ছোট।
🌺🌺শৈশব কাল ঃ সবার মত আমার শৈশব কালটা ও খুব সুন্দর ছিল। আমার ছোট বেলা খুবই আনন্দে কাটে, ১৫ টি পরিবার নিয়ে আমাদের বাড়ি, মোট কথা অনেক বড় বাড়ি ছিল। বড় বাড়ি তে ভাই বোন, সহপাঠী, খেলার সাথীর কোন অভাব ছিল না।
বড় ভাইয়া এবং আপুদের অনেক আদর পেয়েছি। আমি ছোট ছিলাম, অনেক চনচল ছিলাম। দেখতে ও নাকি অনেক সুন্দরী ছিলাম, তাই সবাই খুব ভালবাসতো।
ছোট বেলায় আমার অনেক নাম ছিল, আদর করে দাদা ডাকতো দুধালি বু, কেউ কেউ ডাকতো, চয়নিকা, জাপানি, সুন্দরী,,,,,
আসলে অনেক সৃতি মনে পরে গেল। যা লিখে বোঝানো যায় না।
গ্রামে বাড়ি হওয়ায় সকল ধরনের খেলাধুলা করতাম এবং বড় ভাইয়ারা যখন ফুটবল খেলতো আমাকে দাঁড় করিয়ে দিতো গোল কিপারে শুধু বল ধরার জন্য।
বিভিন্ন দিবস পালন করা হতো আমাদের এলাকায়, বিভিন্ন জায়গায় আমাদের বাড়িতে অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হতো। খেলায় প্রাইজ খুব কম পেয়েছি, কিন্তু যেমন খুশি তেমন সাজে, ফাস্ট প্রাইজ টা ছিল আমার। রাধা কৃষ্ণ, গায়ের বধু ইত্যাদি ইত্যাদি।
আজ অনেক মিস করি সেই দিন গুলো।
🌿🌿আমার পড়াশোনা ঃ আমাদের প্রাইমারী স্কুল ছিল আমাদের বাড়ির নিকটে। পড়াশোনায় ছিলাম মোটামুটি, কখনো রোল নং ১ হয়নি, তবে ২,৩ এর মধ্যেই ছিলাম। ছেলেদের সাথে ছিল প্রতিযোগিতা।
প্রাইমারী পাশ করে এবার হাইস্কুলে, সেখানে ও অনেক আনন্দ করে কাটিয়েছি। স্যারেরা অনেক ভালো যানতো। ঝড়,বৃষ্টি মাথায় রেখেই স্কুলে যেতাম।
যখন SSC পরীক্ষা দেই, তারপর থেকেই শুরু হয় আমার পরাজয়ের পালা। ফেল করলাম, স্যারেরাও অবাক হয়ে গেল, কি কারণে ফেল?
পরের বার পাস করে সরকারি নাজিমুদ্দিন কলেজে ভর্তি হলাম। ফাস্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে এসে আর পরীক্ষা টা দিতে পারি নি। কারণ আমার আব্বার অল্প বেতনের চাকরি ছিল, কিন্তু কখনো কোন কিছু র অভাব বুঝতে দেয়নি আমাদের। খাওয়া পড়া যখন যা চাইছি সব পাইছি। কখনো জিজ্ঞেস করি নাই কোথা থেকে দেয়, আস্তে আস্তে জানতে পারলাম আব্বা অনেক টাকা ঋন আছে, কাউকে বলেনি। আস্তে আস্তে অভাব টা শুরু হয়। ভাই ছোট পড়াশোনা করে, বড় বোনের বিয়ে হয়। সামনে এগিয়ে নেয়ার মতো কোন সাপোর্ট ছিলো না। পড়াশোনা টা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পার্লার কোর্স করার অনেক সখ ছিল, শুরু করলাম পার্লারের কাজ কিন্তু মাঝ পথেই বিয়ে হয়ে যায়। আমার সপ্ন ছিল কাজ শিখে কিছু একটা করবো,কিন্তু সপ্ন টা সেখানেই থেমে যায়।
👉👉সংসার জীবন ঃ নতুন সংসারে প্রবেশ করে সবার সাথে মিশে বুঝতে পারলাম, এই পরিবারে আর্থিক অসচ্ছল কস্টের মধ্যে দিয়ে সাংসারিক জীবন চলছে। এমন অবস্থায় মাথায় আসলো জীবন যুদ্ধে যেহেতু নেমেই গেছি,তাহলে আমাকে জীবনের সাথে লড়াই করে বাঁচতে হবে। সিদ্ধান্ত নিলাম আমাকে শুধু ঘরে বসে থাকলে চলবে না, আমাকেও পরিশ্রমের মধ্যে দিয়ে কিছু টা হলেও স্বামীর সহযোগী হতে হবে। তবে একটা কথা না বললেই নয়, আমার জীবনের চাওয়া ছিল জীবন সঙ্গী হিসেবে যেন একজন বিনয়ী ও ভালো মানুষ পাই। আল্লাহ তায়ালা আমার চাওয়া টাকে পাওয়ায় পরিনত করেছেন আলহামদুলিল্লাহ।
ভালো একজন মানুষ জীবন সঙ্গী হলে অল্প খেয়ে পরে ও সুখী হওয়া যায়। এর মধ্যে দিয়েই দুই কন্যা সন্তানের মা হয়ে গেলাম। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দুঃখ কস্টের মধ্যে দিয়েই সংসার চলছে। তারপর আদমজী ইপিজেড চাকরি নিলাম, চাকরি চলছে মোটামুটি ভাবে। আমার মেয়েদের শ্বাশুড়ি ও ননদের কাছে রেখে চাকরি করতাম। কিছু দিন পর হঠাৎ শ্বাশুড়ি মারা যায় ও ননদের বিয়ে হয়ে যায়, এখনতো মেয়েদের রাখার মত কেউ নেই, চাকরি টা ছেড়ে দিতে বাধ্য হলাম।
তখন থেকেই চিন্তা করি ঘরে থেকেই কিছু একটা করবো, টাকা জমাতে থাকি ৫০০০ হাজার টাকা জমাতে আমার দুই বছর লেগে যায়। আমি কখনো কারো কাছে হাত পাততে রাজি না, প্রয়োজনে কস্ট করি। যখন চাকরি করতাম তখন একটা সেলাই মেশিন কিনি। আগে থেকেই কিছু কাজ জানতাম, সেটা দিয়েই করোনার মধ্যে একটা দুটো অর্ডার নিয়ে কাজ করতাম। তাঁরপর ৫০০০ টাকা নিয়ে ইসলামপুর থেকে কিছু কাপড় এনে শুরু করলাম। একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম, ঐ ভালোটা যেন আমার জন্য ছিল কষ্ট নিয়ে এসেছিল,৷ ২০২২ সালে রমজান মাসের ২২ তারিখে আমার বহু কষ্টে গড়া মূলধন প্রায় ৫০০০০ /- টাকার থ্রিপিছ চুরি হয়ে যায়, আমি আমি সম্পুর্ন ভেঙে পরলাম।
দুই সন্তানের মত বিজনেসটাকে আমি আরেকটি সন্তান মনে করতাম। সে দিন মনে হয়েছিল, আমার ৩ সন্তানের মধ্যে একজন মারা গেছে, হতাশাগ্রস্হ হয়ে গেলাম।
অনেক দিন যাওয়ার পরে আবার নিজের ভিতর ঘুমিয়ে থাকা সপ্ন গুলো আমাকে নাড়া দেয়। আবার নতুন করে মাএ ৫০০০ হাজার টাকা দিয়ে কাপড় এনে শুরু করলাম, কিন্তু আশানুরুপ সেল হচ্ছে না।
ভাবলাম অনলাইন বিজনেস করবো। অবসর সময় ইউটিউবে ঘুরে দাঁড়ানোর গল্প দেখতে গিয়ে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর ভিডিও গুলো আমার চোখে পরে। প্রিয় স্যারের প্রত্যেকটা বাণী আমাকে অনেক বেশি সাহস যোগায় স্বপ্ন দেখায় মনে হচ্ছিল প্রত্যেকটা ভিডিও যেন আমার জন্যই। প্রিয় স্যারের বানী গুলো আমাকে রেজিষ্ট্রেশন করতে উদ্ধুদ্ধ করে। রেজিষ্ট্রেশন সম্পুর্ন করে মাদারীপুর জেলা মেসেঞ্জার টিমে যুক্ত হই। প্রতি দিনের সেশন চর্চা ক্লাসে যাদের আন্তরিকতা, ভালবাসা ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করে, তাদের মধ্যে কয়েক জনের নাম না বললেই নয়, Ruhul Amin ভাই মডারেটর, @Mehedi Hasan Shuvo ভাই জেলা এম্বাসেডর মাদারীপুর MD Jahangir Alom ভাই কান্ট্রি এম্বাসেডর সৌদি আরব Marzia Sultana আপু জোন এম্বাসেডর গুলশান Shayan Saykat ভাই উপজেলা এম্বাসেডর মাদারীপুর Sumi Akter আপু উপজেলা এম্বাসেডর মাদারীপুর এছাড়াও আরো অনেকের কথা আমার ভালো লাগে , তারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন।
আমি বর্তমানে ঢাকা থাকি, ওয়ারী জোনে আমাকে যুক্ত করা হয়। ওয়ারী জোনে সেশন চর্চা ক্লাস এতটাই ভালো বেসে ফেলেছি যে, আমি সেশন চর্চা ক্লাসের একজন নিয়মিত ছাএী। আমি নিজেকে ধন্য মনে করছি এমন একটা জোনে যুক্ত হতে পেরে। এখানে রয়েছে চমৎকার কিছু দায়িত্বশীল গণ------
কোর- ভলেন্টিয়ার ও মডারেটর Ismat Hasan ভাইয়া,
ঢাকা জেলা এম্বাসাডর ও মডারেটর
Md Shovon ভাইয়া
ঢাকা জেলা এম্বাসাডর ও মডারেটর Md. Roman Sarkar ভাইয়া
ঢাকা জেলা এম্বাসাডর Md Mahbubur Rahman Bhuiyan ভাইয়া
ঢাকা জেলা এম্বাসাডর Sohel Rana ভাইয়া
সিনিয়র জোন এম্বাসেডর Hazrat Ali ভাইয়া
ওয়ারী জোন এম্বাসেডর Tanzila Zannat Suchana আপু যাদের দিকনির্দেশনা আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। যাএাবাড়ি থানা এম্বাসেডর Tania Islam Dalia আপু সব সময় ফোনে আমার সাথে যোগাযোগ করেন। ওয়ারী জোনের অন্যান্য থানা এম্বাসেডর গন অনেক আন্তরিক।
আসলে ছোট থেকে আমার স্বপ্ন ছিল কিছু একটা করবো, সেশন চর্চা ক্লাসে সবার সাথে মিশে স্বপ্ন টা আরেকটু বড় হতে শুরু করলো। প্রিয় স্যারের সকল বানীগুলোর মধ্যে আমার কাছে অন্যতম বানী,
👉👉স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন ও লেগে থাকুন, সফলতা আসবেই।
👉👉 সময় নিন, সময় নিন, সময় বদলাবে সময় সব ঠিক করে দিবে।
স্বাভাবিক ভাবেই নারীরা অন্যের পরিচয়ে পরিচিত হয় যেমন কারো স্ত্রী, মেয়ে, বোন, মা, তাহলে একজন নারীর নিজের পরিচয় কি? আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না,স্যারের বানী থেকে স্বপ্ন সেট করেছি আমি একজন সফল উদ্যোক্তা হয়ে নিজের পরিচয় তৈরি করবো এবং অনেক নারী ও পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করবো ইনশাআল্লাহ।
আমার ভবিষ্যৎ পরিকল্পনা ঃ
🌹আগামী ১ বছরের মধ্যে অনলাইন এবং অফলাইনে প্রচুর নেটওয়ার্কিং বৃদ্ধি করা।
🌹আগামী ২ বছরের মধ্যে তৈরি পোশাকের ১টি শোরুম নিশ্চিত করা।
🌹আগামী ৩ বছরের মধ্যে অন্তত ৩০ জন লোকের কর্মসংস্থান নিশ্চিত করা।
সামাজিক ও মানবিক কাজে এগিয়ে এসে সামর্থ্য অনুযায়ী আমার নিজ জেলায় ১ টি বৃদ্ধাশ্রম নির্মাণ করবো।
এগুলো আমার স্বপ্ন সকলের দোয়া কামনা করছি।
💎এই স্বপ্নগুলো দেখার সাহস যুগিয়েছেন আমার প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
নিজের একটা গল্প তৈরি হওয়ার আগ পর্যন্ত, নিজের সর্বোচ্চটা উজার করে দিয়ে প্রিয় প্লাটফর্মের ছায়াতলে থাকবো ইনশাআল্লাহ।
এই প্লাটফর্মে যুক্ত হওয়ার পর থেকে আশানুরূপ সেল না হলেও অনেক প্রিয় ভাই বোন পেয়েছি। যাদের ভালবাসা আমাকে দুঃখের মাঝে ও হাসি ফোটায়।
সকলের দোয়া কামনা করছি।
💎প্রত্যেকের জীবনেই একটা গল্প থাকে, তেমনি করে আমার জীবনের গল্পের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম, ইহাতে ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
🍁যাদের মুল্যবান সময় টা দিয়ে আমার এই জীবনের গল্পটা পড়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
📌 স্ট্যাটাস অফ দ্যা ডে ৯৬৫
তারিখ ০৪-০৯-২০২৩ ইং
আমার পরিচয়
👇👇👇👇👇
চায়না শপ্না
ব্যাচ -২১
রেজিষ্ট্রেশন নং -১১৫৫০৪
নিজ জেলা :মাদারীপুর
বর্তমান অবস্থান :ওয়ারী জোন
আমার পেইজ এর নাম
চায়না লেডিস্ প্রোডাক্টস্