শাহিদ আক্তার বৃষ্টির উদ্যোক্তা জীবনের গল্প।
প্রিয় প্ল্যাটফর্ম নিয়ে অনুভূতি প্রকাশ
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
🕋বিসমিল্লাহির রহমানির রাহিম🕋
🤲সকল প্রশংসা করুনাময় মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন ও সুস্থ্যতার সাথে ওনার ইবাদত করার সুযোগ দিয়েছেন।
সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)এর প্রতি।যার উম্মত হবার পরম সৌভাগ্য হয়েছে আমাদের ।
⭐অনুভূতি প্রকাশ করার আগে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্বরন করছি আমার বাবা ও মাকে।যাদের নিঃস্বার্থ মায়া মমতা ও ত্যাগের ঋন কখনও শোধ করা সম্ভব না।
⭐সাথেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার অকৃত্রিম প্রচেষ্টার এই বিশাল পরিবার আমরা পেয়েছি।যিনি এ সময়ের শ্রেষ্ঠ শিক্ষক,পথপ্রর্দশক,লক্ষ তরুন তরুণীর হ্নদয়ের স্পন্দন ও সপ্নের সুন্দর সূচনা করার অনুপ্রেরণা দানকারি।
❣️ভালোবাসা রইল #নিজেরবলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল ও সদস্য ব্যাক্তিবর্গের প্রতি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।আশা করি সবাই ধৈর্য্য সহকারে পাশে থাকবেন।
🧕উদ্যোক্তা জীবনের সূচনা:২০০১ সাল থেকে শুরু আমার উদ্যোক্তা জীবন। নিজের ভালোবাসার উদ্যোগটা কেই বেছে নিয়েছিলাম আমি। শুরু করেছিলাম পালার ও বুটিক্সের এবং টেইলার্সের ব্যবসা। মাশাল্লাহ খুব সুন্দর ভাবে যশ খ্যাতি খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে আমার। আমার মনে ইচ্ছে ছিল আমি একটা প্রতিষ্ঠানের মালিক হব। সেই ইচ্ছে তো আমার পূরণ হয়েছে। আমার মাধ্যমে হয়েছিল অনেক অনেক গুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। কিন্তু বিজনেস কি সেই বিষয়টা বা তার পরিপেক্ষিকতো মূল গভীরতা আমি কখনোই বুঝতে পারেনি। হয়েছিলাম একটা প্রতিষ্ঠানের CEO কিন্তু একজন পারফেক্ট ব্যবসায়ী হয়ে উঠতে পারেনি।
💞নিজের বলার মত গল্প ফাউন্ডেশন : হয়তো ভাগ্যের ভবিতব্যে লেখা ছিল পাবো একটা ভালো প্ল্যাটফর্মের সন্ধান। যেখান থেকে শিখতে পারব অনেক অনেক কিছু। তাইতো ঘুরতে ঘুরতে নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের সন্ধান পাই। রেজিস্ট্রেশন করে যুক্ত হই ভালোবাসার প্ল্যাটফর্মে। শিখতে শুরু করি একজন পারফেক্ট বিজনেস উইমেন কিভাবে হওয়া যায়। হওয়া যায় কিভাবে ভালো মানুষ। কিভাবে বিনয়ী হয়ে সকলের মন জয় করে সকলের ভালোবাসার পাত্র হওয়া যায়।
🧑🎓প্রিয় স্যার ইকবাল বাহার জাহিদ : প্রিয় স্যারের অমরত্ব কিছু বানী আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল।১ স্বপ্ন দেখুন, শুরু করুন, লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে। ২, আপনি কে আপনার পরিচয় কি, মামা চাচা খালু বাবা স্বামী ছেলে অমুক তমুক সেটা কি আপনার পরিচয়, আপনি কে, আপনি কি নিয়ে কাজ করছেন, আপনার অবস্থান কি সেটাই আপনার পরিচয়।
প্রিয় স্যারের এই কথাগুলো আমাকে অনুপ্রেরণা যোগাতে সহায়তা করেছিল। তাইতো পুরো উদ্যমে আমি আমার শাইনিং প্রোডাক্ট হোম মেড হেয়ার অয়েল নিয়ে পুরো দমে কাজ করা শুরু করে দিয়েছি এবং ইতিমধ্যে এই তেলের মাধ্যমে নিজের পরিচয় সকলের মাঝে তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ এখন ৬৪ জেলার মধ্যে ১৫টি জেলায় আমার প্রোডাক্টটি চলছে।
🥰প্রিয় প্ল্যাটফর্মে কিছু ভালোবাসার মানুষের সাথে পরিচয়: আলহামদুলিল্লাহ প্রিয় প্ল্যাটফর্ম পেয়েছি একজন বড় বোন সম্মানিত জেলা এম্বাসেডর ও মডারেটর Nasima Rupa আপু। তিনি একজন অসাধারণ লেডি লিডার।যিনি প্রতিটা মিটআপে চমৎকার কিছু দিকনির্দেশনা দিয়ে থাকেন আমাদের সকল ভাই-বোনদের উদ্দেশ্য।এছাড়াও আপু যখনই কোথাও যাবে বা কোন পার্লারের কাজের প্রয়োজন পড়ে ছুটে চলে আসে আমার কাছে।এটা ভালোবাসা নয় তো আর কি। তার বাড়ির কাছে এতগুলো পার্লার থাকা সত্ত্বেও ভালোবাসা টা নিয়েই তো আমার কাছে ছুটে আসে। আপু সাথে অনেকটা পথ চলা। ঘুরাফিরা আড্ডা দেওয়া। যখন তার সাথে কোথাও যাই মনে হয় একজন বড় বোন বা একজন বান্ধবী পেয়েছি আমি আমার জীবনে।
এছাড়াও পেয়েছি আরো কিছু প্রিয় ভাই-বোন Shahin Alam ভাই সম্মানিত জেলা এম্বাসেডর। Ataur Rahman Raju ভাই সবুজবাগ থানা এম্বাসেডর। রাফি আহমেদ ভাইয়া খিলগাঁও থানা এম্বাসেডর Md. Ariful Hasan Shrabon ভাইয়া জেলা এম্বাসেডর। আরো প্রিয় ভাই Md. Ruhul Amin ভাই। সকল ভাই-বোনদের সাথে অনেকটা সময় কাটানো অনেকটা খুনসুটি আড্ডা মনে হয়েছিল নিজের আপন ভাই বোনদের সাথে কাটিয়েছি অনেকটা সময়। নতুন করে আর সম্মানিত দায়িত্বশীল ভাই-বোনদের সাথে আরও মধুর সম্পর্ক হয়ে ওঠে। সবুজবাগ থানা এম্বাসেডর Sabbir Ahmed ভাইয়া যার শুটকি ও লাল চিনির বিরাট বড় ভক্ত ছিলাম বলতে গেলাম। সম্মানিত জোন এম্বাসেডর Jowel Rana ভাইয়া খুব ভালো একজন মানুষ তার উদ্যোগ JR mart থেকে নিয়েছি ফ্রোজেন স্নেকস ও তাঁত পন্য। সম্মানিত জোন এম্বাসেডর Farjana Farj আপুর থেকে নিয়েছি হাতের কাজ করা বিছানার চাঁদর। এছাড়াও আজীবন গর্বিত সদস্যগণ ভাইয়া আপুদের থেকে আমি প্রতিনিয়ত তারা যে জিনিস নিয়ে উদ্যোগ নিয়েছে সেগুলো কিনে ব্যবহার করার চেষ্টা করেছি। যেমন Momtaj Begum আপু Farida আপু Jasmin Jui আপু থেকে নিয়েছি পিঠা। প্রিয় Fouji Ara Begum আপুর থেকে নিয়েছি সুস্বাদু কিছু কেক। Shahanur Suma আপুর থেকে বানিয়েছি নিজের জন্য পোশাক এছাড়াও উনার দোকান থেকে কিনেছি জুয়েলারি ও কসমেটিক আইটেম।তাদের উদ্যোগের জিনিসগুলো আমার নিত্যদিনের কাজের ব্যবহারের জন্য কেনার কারণটা হলো -- প্রিয় স্যার বলেছেন আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা। আলহামদুলিল্লাহ শুধু সকলের থেকে পন্য ক্রয়ই করিনি পেয়েছি কিছু চমৎকার চমৎকার রিপিট কাস্টমার। সেই সকল রিপিট কাস্টোমার ধারা পেয়েছি আরো অসংখ্য কাস্টমার। এটা ছিল ভালোবাসার প্ল্যাটফর্ম থেকে আমার সব থেকে বড় পাওয়া।
কিছুদিন আগে আমাদের মতিঝিল জোনে খুব সুন্দর আর চমৎকার একটা অফলাইন মিটআপের আয়োজন করা হয়। উক্ত মিট আপে মতিঝিলে জোনের সকল ভাইয়া আপুরা একত্রে উপস্থিত হন।তখন Daisy Akter আপু তার বাসায় নিয়ে আমাদের সকলকে তড়িজড়ি করে আমাদের আপ্যায়ন করে। এই স্বল্প সময়ে তার আপ্যায়নে আমরা সকলে মুগ্ধ হয়ে যাই। Munmun Ara Halim Satu আপু আমাকে নানান ভাবে করেছেন সহযোগিতা। আমার তেলের প্রচার করেছেন তা ছেলে স্কুলের অভিভাবকদের সাথে। আলহামদুলিল্লাহ তার মাধ্যমে পেয়েছি অনেকগুলো কাস্টমার
ছোট্ট Shishir Ahmed Sayem যে কিনা মতিঝিল জোনের সকল ভাই-বোনদের আদরের ছেলে ও প্রাণপ্রিয় ছোট ভাই। বিনয়ী ও মিশুক প্রকৃতির ছেলেটির অল্প বয়সেই কথা বলা ও মেধার বিকাশ দেখে অনেক অনুপ্রাণিত হই। ওর থেকে শিখার অনেক কিছু রয়েছে। তাই ছেলেটির প্রতি আমার দোয়া রইল ও ভালোবাসা। যেন সকলের সাথে এভাবেই চলতে ও এগিয়ে যেতে পারে।
💜ইতিকথা কিছু মনের কথা: চাঁদপুরের মেয়ে আমি। ইলিশের বাড়ি চাঁদপুর। জন্মসূত্রে বেড়ে ওঠা আমার চাঁদপুরেই। সম্ভ্রান্ত পরিবারে বিয়ের পর ঢাকাতে আসা এবং উদ্যোক্তা জীবন শুরু করা।আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে সবকিছু ভালই চলছিল আমার উদ্যোক্তা জীবনের। হঠাৎ করোনা মহামারীতে বিশ্বের সকল ব্যবসায়ীদের মতো আমিও ব্যবসায় হোঁচট খাই,😢 বলতে গেলে অনেকটাই ভেঙ্গে পড়ি।ভেবেছিলাম হয়তোবা আর উঠে দাঁড়াতে পারবো না। ভেঙে পড়েছিল আমার মনোবল। তখনি সন্ধান পাই প্রিয় প্ল্যাটফর্মের। প্রিয় স্যারের সেশনগুলো পড়ি এবং ইউটিভি লাইভে তার মোটিভেশনাল স্পিচগুলো শুনতে শুরু করি।স্যারের প্রতিটি কথা আমাকে আবারও অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে, ফিরে পাই আত্মবিশ্বাস। ইনশাল্লাহ স্যারের শিক্ষাগুলোকে বুকে সব সময় ধারণ করে যাবে। ইনশাল্লাহ হয়তো একদিন নিজের বলার মত একটা গল্প তৈরি করে নিজের পরিচয় গড়ে তোলে স্যারের ইউটিভি লাইভের মাধ্যমে সকলের মাঝে আমি শাহী আক্তার বৃষ্টি আমার পরিচয় তুলে ধরবো😇। নিজের বলার মত গল্প ফাউন্ডেশন থেকে শিখেছি অনেক কিছু পেয়েছি অনেক ভালোবাসা। এই প্রাণের প্লাটফর্মে নিজের সর্বস্ব দিয়ে আরো শিখতে চাই নিজেকে এবং আমার চারপাশের মানুষদের ভালোবেসে এগিয়ে যেতে চাই বহুদূর।
সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ লিখাটি পড়ার জন্য।
ধন্যবাদান্তে,
শাহিদ আক্তার বৃষ্টি
১৭/৮৯৮৫৮
মতিঝিল জোন
নিজ জেলা: চাঁদপুর
স্ট্যাটাস অব দ্যা ডে -৯৬৭
তাং- ১৯-১০-২৩ ইং