বিজনেস সম্পর্কিত কোন আয়ডিয়া ছিলনা আমার,হতাশাগ্রস্ত জীবনকে কাটছিল আমার......
🌹🌹" বিসমিল্লাহির রাহমানির রাহিম"🌹🌹
🌹🌹🌹আমার জীবনের গল্প।🌹🌹🌹
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা নয় বিশ্বাস আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। 🌹
🌹🌹🌹 সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন।
**** দুরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা) এর উপর।
** সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কারনে এই পৃথিবীর আলো দেখা, ভালবাসার মমতায় ঝড়ানো মা-বাবার প্রতি।
** সর্বশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি লাখো লাখো মানুষের আইঢল, লাখো তরুণ-তরুণীর উদ্যােক্তা গড়ার কারিগর, এ যুগের স্বপ্নদ্রষ্টা জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। যিনি এত সুন্দর একটা পরিকল্পনা না করলে আমরা হইতোবা পেতাম না নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এবং উদ্যােক্তা তৈরির কেন্দ্র।🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹আমার শৈশবঃ
একটি মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম, ১৯৮৩ সালে জানুয়ারী মাসে কিশোরগঞ্জ জেলা কটিয়াদি উপজেলা মসুয়া ইউনিয়নে আমি জন্মগ্রহণ করি।
আমরা দুই ভাই দুই বোন, যার মধ্যে আমি সবার ছোট। বাবা মায়ের আদরের ছোট সন্তান। আমি শৈশবে অনেক দুষ্ট ছিলাম ,সারাদিন খেলাধুলা করতাম, লেখাপড়া করতে চাইতাম না তার জন্য মা অনেক শাসন করতেন আমাকে। মা বাবার মধ্যে মা একটু বেশি রাগী ছিলেন কিন্তু অনেক আদর করতেন আমাকে। মায়ের শাসনেই বড় হই।🌹🌹
🌹🌹🌹🌹🌹শিক্ষা জীবনঃ
চর আলগী পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার শিক্ষা জীবন শুরু। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত আমি এই স্কুলে পড়াশোনা করি, তার পর ৬ষ্ঠ শ্রেণী থেকে আমি চর আলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। এখানে আমি নবম শ্রেণিতে পড়ি তার পর
নানা প্রতিবন্ধকতার কারণে শিক্ষা জীবন থেকে ঝরে পরি, তাই আর লেখা পড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। 🌹🌹
🌹🌹বিজনেস ও সংগ্রামী জীবন;--
বিজনেস সম্পর্কিত আমার কোন আইডিয়া ছিল না, হতাশা গ্রস্থ জীবন কাটছিল, বাবার সাথে নিজের জমিতে কৃষি কাজ করতাম। কিন্ত এই উপার্জন দিয়ে তেমন কিছুই হতনা। তার পর হঠাৎ করে বাবা অনেক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার প্রায় ৫ লক্ষ টাকার প্রযোজন হয় তখন আমি মানুষিক ভাবে ভেঙে পড়ি বাড়িতে কোন টাকা ছিল না।
তখন আমাদের ফ্যামিলির সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেই জমি বিক্রি করে বাবার চিকিৎসা করাবো, চিকিৎসা করে বাবাকে বাড়িতে আনা হল।
তখন আমি চিন্তা করলাম এভাবে চলবেনা, কিছু একটা করতে হবে। জমি বিক্রি করে কয়দিন চলব।
তারপর আমার খালাতো ভাই বললো এখন কি করবেন, আমি বললাম আবার জমি বিক্রি করে বিদেশ যাবো ভাই বলেন তুমি আমার সাথে টুক টাক ব্যবসা করো আমি বললাম ভাই আপনি জানেন ব্যবসা করতে টাকার প্রয়োজন আমার কাছে টাকা নাই, ভাই বললেন তুমি সাইকেল ব্যবস্থা করো তখন আমার বড় বোনের কাছ থেকে ২০০০ হাজার টাকা নিয়ে একটা সাইকেল কিনলাম আর দুই দিন পর আমার খালাতো ভাই আসে, এসে বলে, কাল সকালে আমার সাথে বাজারে যাইবা, ঠিক তখনো আমি জানতাম না যে কি ব্যবসার জন্য যাবো, গিয়ে দেখি পানের বাজারে গিয়েছি, তখন আমি বললাম ভাই আমি বাজারে বসে পান বিক্রি করতে পারবো না, বসে বেচতে হবেনা বাজার থেকে কিনে আড়ৎ এ দিবা। এখান থেকে আমার ব্যবসা জীবন শুরু। আল্লাহর রহমতে ব্যবসা ভালো চলতাছে আস্তে আস্তে, তার সাথে সুপারি নিয়ে ব্যবসা শুরু করি, ভালো চলতেছিল।
খুবই ভালো লাগছিল ব্যবসা করে কিন্ত এই অল্প ইনকাম দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পরে। তার পর আবার বিদেশে যাওয়ার পরিকল্পনা করি, ধার-দেনা জমি বন্ধক দিয়ে গরু বিক্রি করে নিজের জমানো কিছু টাকা দিয়ে চলে আসলাম সৌদি আরব।
🌹🌹প্রবাস জীবন🌹🌹
আলহামদুলিল্লাহ প্রবাসে এসে চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করি। আলহামদুলিল্লাহ সবকিছুই ভাল চলছে। এখন দেশেও একটি ব্যবসা চালু করেছি, মহিলাদের জন্য বিউটি পার্লার এবং মহিলাদের সকল ধরনের পোশাক, কসমেটিক্স, জুয়েলারি আইটেম।
প্রবাসে আশার পর আমার মা এই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে চলে যান আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন সুম্মা আমিন। এক বছর পড় আমার বাবা দুনিয়ার মাইয়া ছেড়ে পরপাড়ে চলে যান আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন, সুম্মা আমিন। মা বাবার মৃত্যুর পর আমি কতটা কষ্ট পেয়েছি তা আমি বলে বুঝাতে পারবো না। কারণ, আমি প্রবাসে ছিলাম।
♻️♻️প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হওয়া♻️♻️
🌹🌹প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের যে কথাগুলো থেকে আমি অনুপ্রাণিত হই.....
১, কোন কাজকে অবহেলা করা যাবে না,ছোট ভাবা যাবে না।
২, যে খেলবে সে পড়বে আবার উঠে দাড়াবে, বলবে আমি খেলব।
৩ ছোট ছোট সম্পর্ক গুলো একদিন বড় রূপ নিব।
৪, বৃষ্টি সবার জন্য পড়ে কিন্ত ভিজে কেউ কেউ।
৫, চাকুরী করবনা চাকুরী দিবো।
৬, নিজের বলার মত একটা গল্প তৈরি করতে হবে। এছাড়া সবাই ভালো মানুষ, তাছাড়া প্রিয় প্ল্যাটফর্ম এর শপথ বাক্য নতুন করে অনুপ্রেরণা দেয়। স্যারের কথাগুলো খুব ভাল লাগে।
তার পর প্রিয় প্ল্যাটফর্মের এক প্রিয় ভাই (Abu Hanif CV Saudi Arabia) উনার সাথে যোগাযোগ করি উনি আমাকে এই "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে" রেজিস্ট্রেশন করে দিয়েছেন এবং কিশোরগঞ্জ ও সৌদি-আরব টিমের সাথে যুক্ত করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় ভাইকে। এবং আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কিশোরগঞ্জ ও সৌদি আরব টিমের সম্মানিত সদস্য বৃন্দ সবাইকে।🌹🌹
🌺🌺 প্রিয় ফাউন্ডেশন থেকে প্রাপ্তি....
প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা পেয়ে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে।
যেমন, আমি কারো সামনে দাড়িয়ে কথা বলতে পারতাম না, এখন কথা বলার জড়তা অনেকটাই কেটে গেছে। প্রিয় স্যারের ভিডিও দেখে অনুপ্রানীত হয়ে ব্যাবসা শুরু করে আজ আমি সফলতার পথে হাটছি। প্রিয় স্যারের শিক্ষায় আমি বিনয়ী এবং নম্র হয়েছি।
🌹🌹 ফাউন্ডেশন থেকে শিক্ষা ;;-- জীবনে যত বড় ঝড় আসুক, হাল ছাড়া যাবে না।
নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে এবং কাজের প্রতি ভালবাসা বিশ্বাস রাখতে হবে, আমি পারব ইনশাআল্লাহ 🌹
🌹🌹এতক্ষণ আমার জীবনের গল্পটি মনোযোগ দিয়ে পড়ার জন্য সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ তায়ালা রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ্ ও সবল রাখেন। আমিন।🌹🌹
** আমার পরিচয়--
আমি জুয়েল মিয়া
ব্যাচ: ২৩
রেজিষ্ট্রেশনঃ ১১১৩১৭
নিজ জেলাঃ কিশোরগঞ্জ।
উপজেলাঃ কটিয়াদি।
বর্তমান অবস্থানঃ সৌদি-আরব জেদ্দা।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের একজন আজীবন গর্বিত সদস্য।
স্ট্যাটাস অব দ্যা ডে -৯৬৮
তারিখ ২৩-১০-২০২৩