কুয়েত টিমের মাসিক মিটাপ
NRB KUWAIT
শৃংখলায় একধাপ এগিয়ে…
#কুয়েত_টিমের মাসিক মিটআপ । কুয়েত সিটি “সুক
মিসিলা” গ্রাউন্ড ফ্লোরে অনুষ্টিত হয়ে গেল কুয়েত টিমের
মাসিক মিটআপ। এতে অংশগ্রহণ করেন কুয়েত টিমের
সকল দায়িত্বশীল,ভলান্টিয়ার ও সদস্যবৃন্দ ।
দায়িত্বশীল সকলে বক্তব্যে ও আলোচনায় কুয়েত টিমের
সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। প্রিয় মেন্টরের
শিক্ষা ও ফাউন্ডেশন কে কুয়েতের সর্বত্র পৌছাতে সকলে
নতুন উদ্যমে কাজ শুরু করার কর্মপরিকল্পনা করেন ।
পরিশেষে সকলে প্রিয় মেন্টরের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা
প্রকাশ করেন। প্রিয় ফাউন্ডেশনের শিক্ষায় কুয়েত টিম
বিশ্বের সেরা টিম হিসেবে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।