মাদারিপুর জেলার অফলাইন মিটআপ
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
"ভালবাসায় ভরপুর আমাদের মাদারীপুর, ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবে বহুদূর" এই স্লোগান কে সামনে রেখে মাদারীপুর জেলা টিমের পথচলা।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা উপস্থিত সকলের প্রতি। মাদারীপুর জেলা কর্তৃক আয়োজিত অফলাইন মাসিক মিটআপে সকল উপজেলার প্রতিনিধি, সদস্যদের সমন্বয়ে চমৎকার একটি মিটআপ সম্পূর্ণভাবে সফলমন্ডিত হয়েছে আলহামদুলিল্লাহ।
আমাদের আজকের অফলাইন মিটআপে প্রধান অতিথি হিসেবে ছিলেন কোর-ভলান্টিয়ার প্রিয় Sayedur Rohman ভাই, জেলা এম্বাসেডর মেহেদী হাসান শুভ , সদর উপজেলা এম্বাসেডর Rabeya Jahan Shikha সদর উপজেলা এম্বাসেডর Sumi Akter , শিবচর উপজেলা এম্বাসেডর Ruhul Amin , রাজৈর উপজেলা এম্বাসেডর Samir Mondol , টপ টুয়েন্টি ক্লাব মেম্বার, সদর উপজেলা এম্বাসেডর Rima Akter , ক্যাম্পাস এম্বাসেডর Ditol Gain, ক্যাম্পাস এম্বাসেডর অধরা ইসলাম স্বর্না সহ Ḿẫřiẫ Ḃiňȡu নুসরাত জাহান Khadija Khan Poly জহির রায়হান মোহাম্মদ আমির হোসেন বাবু শামিমা ইতি সহ সকল আজীবন সদস্যদের অংশগ্রহণে বাস্তবায়ন হয়েছে। এসময় প্রিয় সাইদুর রহমান সাঈদ ভাই আমাদের কার্যক্রম সামনে এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। প্রবাস থেকে আমাদের প্রিয় আরিফুজ্জামান ভাইয়ের পক্ষ থেকে সকলের জন্য শীতকে কেন্দ্র করে পিঠার আয়োজন করেছেন এবং সুমি আক্তার আপু নিজে তৈরি করে নিয়ে আসছেন আমাদের সকলকে মেহমান দারী করানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে জমজম কূপের পানি, মদিনার খেজুর ও চকোলেট উপহার এনেছেন প্রিয় সাইদুর রহমান সাঈদ ভাই। আবারও সকলের প্রতি অবিরাম ভালবাসা জ্ঞাপন করছি। মজার বিষয় মিটআপ শেষের দিকে পণ্য প্রদর্শনীতে আলহামদুলিল্লাহ ভাল সেল হয়েছে। পণ্য প্রদর্শনীতে ছিল প্রিয় Poly Khan Poly আপু ও @নুসরাত জাহান আপু।