সত্যিকার অর্থেই মেয়েদের কোন বাড়ি হয় না,,বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি। আর আমার তো কোন বাড়ি নাই বল্লেই চলে।
🌼🌸জীবনের গল্প🌸🌼
,,,,,,,,,,,,,আমার জীবনের গল্পটা পড়ার জন্য অনুরোধ করছি,,
🌺বিসমিল্লাহির রহমানির রাহিম🌺
🌺আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওবারকাতুহু 🌺
💟💟সকল প্রসংশা সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের প্রতি যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন। "আলহামদুলিল্লাহ"। সুস্থতা আল্লাহ তাআলার দেয়া সবথেকে বড় নিয়ামত।
💟লাখো কোটি দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর।সর্বোপরি শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে শেষ নবীর উম্মাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন।
🌼🌸 শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা - মা কে। যাদের উছিলায় সুন্দর এই পৃথিবীতে এসেছি ।বড় হয়েছি বাবার আদরে এবং পরিবারের ভালোবাসায়। যাদের ঋন কখনো শোধ করা সম্ভব নয়।
🌼🌸কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যিনি না চাইলে বাংলাদেশের ৬৪ জেলার এবং বিশ্বের ৫০ টি দেশ থেকে আমরা সকল ভাই ও বোনেরা একটি ছাতার নিচে একত্রিত হওয়ার সুযোগ পেতাম না।
যিনি এ শতাব্দীর শ্রেষ্ঠ পথপ্রদর্শক, শিক্ষক, মেন্টর, মোটিভেশনাল স্পিকার, লক্ষ লক্ষ তরুণ তরুণীর হ্নদয়ের স্পন্দন, পথহারা বেকারদের পথের দিশারী, এবং আমাদের স্বপ্নের রুপকার।
💗💗শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি প্রিয় # নিজের - বলার - মতো - একটা - গল্প প্লাটফর্মের সকল কোর ভলান্টিয়ার মডারেটর - কান্ট্রি এ্যাম্বাসেডর, জেলা এ্যাম্বাসেডর , উপজেলা এ্যাম্বাসেডর ও কমিউনিউটি ভলান্টিয়ার, সহ সকল আজীবন সদস্য ভাই ও বোনদের প্রতি।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলের চলার পথ আল্লাহতালা মসৃণ করে দিক ও সুন্দর করে দিক। আমিন।
🌿🌼জীবনের মূল গল্প 🌿🌼
🌼আমার জন্ম। :
আমি চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার একটি সবুজ ঘেরা গ্রামে আমার জন্ম। আমার বাবা একজন সৎ ব্যবসায়ি এবং ভালো মানুষ।পরোপকারি মানুষ ছিলেন আমার বাবা।মা একজন গৃহিণী। আমরা তিন ভাই, দুই বোন। আমি পরিবারের সবার বড়।
🌼আমার শৈশব। :
আমার শৈশব জীবন অনেক সুন্দর ছিল, বাড়ির পাশেই আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম।ভালো ছাত্রী ছিলাম মোটামুটি যার কারণে শিক্ষক এবং মা - বাবা সবাই আদর করতো। সেই সময়টা ছিলো খুবই আনন্দ মুখর। ফ্যামিলির
বড় ছেলের মেয়ে আমি নানার বাড়ির একমাত্র মেয়ের সন্তান এত আনন্দ কোথায় রাখে সবাই।একমাত্র নাতনী সবার এতো এতো ভালোবাসা আজো ভুলে যেতে পারেনি।ফুফু, চাচা ,দাদু,নানা, নানু,পাড়া প্রতিবেশী এতো ভালোবাসা আজও টানে আমায়।গ্রাম থেকে দূরেই আছি বাবার ব্যবসায়ীক সূত্র ধরে ছোট বেলা থেকেই তবুও এতো বছরেও এতটুকু টান কমেনি আমার আজও ।সবার বড় নাতনী হিসেবে সবাই আদর স্নেহ করত।
আমার ছেলেবেলা আমার জীবনের শ্রেষ্ঠ সময়।যা এখনো আমাকে ভাবিয়ে তুলে।আরেকটি কথা না বললেই নয় আমার নানু হচ্ছে আমার জীবনের আইডল কারন জীবনে অনেক মানুষের সাথে মিশার সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ কিন্তু আমার নানুর মত একটি মানুষ আজও আমি খুজে পাইনি।যার কোন একাডেমিক জ্ঞান ছিলোনা ইসলামিক জ্ঞান ছিলোনা কিন্তু নানুর জীবনে সব রকম জ্ঞান ভরপুর ছিল আলহামদুলিল্লাহ। এত ভালো মানুষ কিভাবে হতে পারে আমার জানা নাই কিভাবে মানুষ এত ভালো হয়। আমিও চেষ্টা করে যাচ্ছি আজও আমার নানুর মত একজন ভালো মানুষ হতে। এই কথাগুলো লিখতে গিয়ে আমার চোখে জল ঝরে যাচ্ছে অবিরত কারন এই মানুষ গুলো র অনেকেই আজ জীবনের স্মৃতি হয়ে গেছে আমার জীবনে।
🌼পড়াশোনা :
ছোট্ট বেলা থেকেই পড়াশোনায় ভালো
ছিলাম মোটামুটি এর পাশাপাশি কবিতা লিখতাম, আবৃত্তি করতাম, ভালো লাগা থেকে সব করা।কিন্তু এইস.এস.সি র পর আমার বিয়ে হয়ে যায়।শশুর বাড়ি গিয়ে ইচ্ছে থাকলেও আর পড়াশোনার সুযোগ করতে পারিনি।
🔥🔥জীবন থেকে নেওয়া :
বিয়ের পর চলছিল কোন রকম পথ চলা আমার।শারিরীক আর মানসিক টর্চারে কোনরকম কয়েক বছর পার করলাম বিবাহিত জীবন।হঠাৎ করেই জীবনে নেমে এলো অনাকাঙ্ক্ষিত অধ্যায় বড় একটি এক্সিডেন্ট আর হাসপাতালে কেটে গেল কয়েক মাস।সম্পুর্ন সুস্থ হতে সময় লাগলো আরও কয়েক মাস।বাধ্য হয়ে ইতি টানলাম সংসার জীবনের আর বাবার বাড়ি চলে আসলাম ।বাবাও যেতে দিতে রাজি নয় ওই বাড়ি আর।
পিছন ফিরে তাকাইনি আর কোনদিন।
বাবার বাড়িতে আসার পর চাকরি করতে চাইতাম কিন্তু আমার বাবা কে রাজি করাতে পারতামনা কোনভাবেই।বলতো তোমার কত টাকা লাগবে আমাকে বলো।আমিও চাপা স্বভাবের মানুষ চাইতে পারতাম নাহ হাত পেতে আমার খারাপ লাগতো কিছু চাইতে গেলে।
তখন কিন্তু এত পড়াশুনা লাগতো না চাকরি করার জন্য তাই সুযোগ ছিল চাকরি করার কিন্তু পারিনি।অনেক সুযোগ এসেছিল জীবনে কিন্তু কিছুই করতে পারিনি শুধু পারিবারিক সাপোর্ট এর অভাবে।
কয়েকবছর পর বাবাকে বলে একটি কিন্ডারগার্ডেন এর চাকরি করা শুরু করি। বাবা কিন্তু তখন ও খুশি ছিলেননা তবুও শুরু করলাম আমি।যদিও মুখে কিছু বলতো না কিন্তু খুশি ছিলোনা।
একটা সময় কিন্ডারগার্ডেন টি ও বন্ধ হয়ে যায় আর আমি হয়ে যায় বেকার ডিপ্রেশন যুক্ত।আমার কিন্তু অভাব ছিল তা নয় শুধু নিজের একটা পরিচয় বানাতে চাইতাম।একাকিত্ব জীবনে একটা দিশা খুজতাম যেন পথহারা হয়ে না যায় যেন নিজেকে টেনশন মুক্ত রাখতে পারি।
আমি দমে থাকার বান্দা নাহ সবসময় চেষ্টা করতাম কিছু নাহ কিছু করার।
পরে একটা N.G.O তে জব নেই করার অনেক পরিশ্রম হতো সকাল ৭ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ডিউটি ছিল।দুর্গম পাহাড়ী এলাকা যোগাযোগ ব্যবস্থা ও ছিল নাজেহাল অবস্থা দুপুরের খাবার ও হয়ে ওঠতোনা ঠিকমত তবুও হাল ছাড়িনি। বাসায় কখনো বলতাম না এত কষ্টের কথা না খেয়ে থাকার কথা।কয়েক বছর করার পর ওই চাকরি টা ও ছেড়ে দিতে হলো কারণ ওটা একটা প্রজেক্ট এর চাকরি ছিল ওই প্রজেক্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আবার শুরু টেনশন এর জীবন।মনের ইচ্ছে প্রবল কিছু একটা করার কোনকিছু খুজে না পেয়ে শখের বশে অবসরে হাতের কাজ গুলো শিখে নিলাম।ব্লক বাটিক,সেলাই এর কোর্সগুলো করে নিলাম।কম্পিউটার কোর্স ও করেছিলাম একটা সরকারি চাকরি র জন্য কিন্তু কপালে ছিলনা তাই আর ওটা হয়নি।
বিভিন্ন রান্নার কাজ ও শিখলাম হাতে কলমে।
তবুও কিছু করা হয়ে ওঠেনি আমার আর জীবনে কারণ কারো সাপোর্ট পাইনি পারিবারিক, সামাজিক,আর্থিক।বেকারত্ব আর ডিপ্রেশন ঘিরে ছিড়ে ছিড়ে খেত আমাকে কেউ নেই দেখানোর বোঝানোর বলার মত কোথায় যাবো চলতে লাগলো জীবনের নিয়মে। বেশ কয়েক বছর কেটে গেলো এভাবেই।
হঠাৎ করেই আমার বাবা অসুস্থ হয়ে যায়।ধরা পড়লো ফুসফুসে ক্যান্সার। বিভিন্ন ট্রিটমেন্ট করানো হলো।বাবার কন্ডিশন থার্ড স্টেইজ এ ছিল।কেমোথেরাপি দিল অনেকটা সুস্থ হয়ে গেছিল যেটা ডাক্তার ও অবাক হয়েছিল। কিন্ত কোন লাভ হলো না ।ডিসেম্বর ১৫ তারিখ আমার বাবার রোগ ধরা পড়লো এপ্রিল এর ৩০ তারিখ আমার বাবা না ফেরা দেশের বাসিন্দা হয়ে গেলো😭😭😭
আমার শুরু হলো অন্য জীবন পুরোনো ডিপ্রেশন নতুন চিন্তা যোগ হয়ে আমি আর আমি রইলামনা।চরম হতাশায় ডুবে যেতে লাগলাম।কয়েক বার সুইসাইড ও করতে চেয়েছিলাম কিন্তু উপর ওয়ালাও চাইনা আমি তার কাছে ফিরে যায়।তাই আজও বেচেঁ আছি আলহামদুলিল্লাহ।
আজ বাবার মৃত্যুর পাচঁ বছর চলছে।
🌼ঘুরে দাঁড়ানো :
অনলাইনে কিছু করার চেষ্টা করেছি অনেকবার কিন্তু কুরিয়ার আমার থেকে অনেক দূরে ছিল তাই আর আগাতে পারিনি।
একটা সময় জানলাম হোম ডেলিভারি করার নিয়ম আছে সুবিধা আছে অনেক ।সব বিস্তারিত তথ্য নিয়ে শুরু হলো আমার নতুন পথ চলা। নিজের আইডিয়াতে কাজ শুরু করে দিলাম যদিও আমার অনেক ভুল ছিল এখন বুঝতে পারি সেশনে আসার পর।
আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম নিজের বলার মত গল্প ফাউন্ডেশন। যদিও স্যার কে আমি অনেক আগে থেকেই ফলো করতাম কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি।
পরে Mohi Uddin নামে এক ভাইয়া আমাকে রেজিস্ট্রেশন করে দিল।
Moin Uddin ভাইয়া আমাকে চট্রগ্রাম মেসেঞ্জার গ্রুপ এড করিয়ে দিল।
আলহামদুলিল্লাহ চলতে থাকলো আমার সেশন ক্লাস।অনেক ভালো লাগার জায়গা এখন এটা আমার কাছে।
💓💓আমাদের প্রিয় ফাউন্ডেশন এর সেশন ক্লাস গুলো করে অনেক ভাইয়া/আপুদের সুন্দর গোছালো কথা এবং চমৎকার বিশ্লেষণ আমাকে মুগ্ধ করেছে বার বার। প্রবাসী কিছু ভাইয়া দের কথা শুনে আমার আগ্রহ আরো দ্বিগুণ হয়ে যায় ,সবকিছুর প্রতি আরো কনফিডেন্স বেড়ে যায়।
🌼🌸প্রিয় স্যারের কথা শুনে সাহস পাচ্ছি আর একটু একটু এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
🌼🌸প্রিয় স্যারের বাণী গুলোর মধ্যে আমার পছন্দের কিছু বানী :-
👉🏻🌼কোন একটা কাজে সফল হবার মূল মন্ত্র হচ্ছে - 'প্রতিদিন' ঐ কাজটা করা।
👉🏻 🌼জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার।
👉🏻 🌼স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সাফল্য আসবেই।
👉🏻🌼সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময়ই সব ঠিক করে দিবে...।
👉🏻🌼বৃষ্টি সবার জন্যই পড়ে তবে ভিজে কেউ কেউ।
👉🏻🌼মানুষের জন্য কাজ করলে, জীবিকার জন্য কাজের অভাব হয় না।
🍀 ☀
🍀🍀
🍀🍀🍀
🏡সত্যিকার অর্থেই মেয়েদের কোন বাড়ি হয় না,,বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি। আর আমার তো কোন বাড়ি নাই বল্লেই চলে।
তাই আমি স্বপ্ন দেখি আমার নিজের একটা বাড়ি হবে।আমি স্বপ্ন দেখি, আমি একজন সফল উদ্যোক্তা হবো। আমার সব স্বপ্নগুলো পূরণ করবো একটু একটু করে ইনশাআল্লাহ।
🌼আমার অবসরঃ
আমার বাগানের প্রতি অনেক নেশা কাজ করে সেই স্কুল জীবন থেকেই সময় পেলেই সেটা কাজে লাগিয়ে বাগান করি।বিশেষ করে ফুলের গাছ।যেখানে যেই গাছ দেখি সেটাই নিয়ে আসি।যদিও এখন অবসর সময় কম থাকে তবুও যেটা পাই সেটি দিয়ে মনের মাধুরি মিশিয়ে আচার বানাই আর বালাচাও বানাই সেল করার জন্য।
🌸জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন - জেদ আর আত্মবিশ্বাস।
🌼আমার স্বপ্ন :
🌸আগামী পাচঁ বছরের মধ্যে একটা
অফলাইন শপ নিশ্চিত করা।
🌸সেইসাথে কিছু মানুষের কর্মসংস্থান করা।
🌸সামাজিক ও মানবিক কাজে এগিয়ে এসে সামর্থ্য অনুযায়ী গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
🌸আমার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি সকলের কাছে দোয়ার আর্জি রইলো ।
🌼🌸স্বপ্ন ভেঙ্গে সব শেষ হয়ে গিয়েছিল। নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছি প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হয়ে স্যারের কথা শুনে,স্যারের ভিডিও সেশন দেখে এবং প্রতিদিনের নিয়মিত সেশন চর্চা ক্লাস করে।
💓প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়া আপুদের সাথে পরিচিত হতে পেরেছি,,আলহামদুলিল্লাহ। যাদের সাথে একটা দিন কথা না বললে দিনটাই অসম্পূর্ণ লাগে।ওনাদের কথা শুনে দুঃখ,কষ্ট নিমিসেই শেষ হয়ে যায়।সকলের কাছে দোয়া প্রার্থী ।
🌼🌸আমি আবারো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি,যারা অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে পেয়েছি ভালোবাসার প্ল্যাটফর্ম। লাখো ভাইবোনদের ভালো মানুষের পরিবার। এবং স্যারের কথায় অনুপ্রেরণা পেয়ে নতুন করে স্বপ্ন দেখছি, সাহস করেছি, এবং লেগে আছি। লেগে থাকবো ততদিন পর্যন্ত যতদিন না নিজের বলার মত একটা গল্প তৈরি হবে এবং জীবনের সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ।
💗আমাদের প্রত্যেকের জীবনে এক একটা গল্প থাকে।আমার জীবনের গল্পের কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি। এতে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। 🙏🙏
💖যাদের মূল্যবান সময় দিয়ে আমার জীবনের সংক্ষিপ্ত গল্প পড়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
স্যাটাস অফ দ্যা ডে -৯৭১
তারিখ ০৮-১২-২০২৩
🌼আমার পরিচয়
🌻আমি মুন্নি মুন।
🌻ব্যাচ :২৩
🌻রেজিস্ট্রেশন :১২১৬৪২
🌻নিজ জেলা চট্রগ্রাম
🌻উপজেলা লোহাগাড়া।
🌻কাজ করছি :-থ্রি পিস
নামাযের হিজাব, গামছা
বিছানার চাদর (এক্সপোর্ট /প্যানেল)।
হোমমেড আচার
বালাচাও এবং
চুটকি পিঠা/সেমাই নিয়ে।
🌸পেইজঃMunni's Collection