মাদারীপুর জেলার পাঁচখোলা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরন
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন।
এবং এই দিনকে কেন্দ্র করে মাদারীপুর জেলার পাঁচখোলা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার তুলে দিলাম। প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণায় কোর ভলেন্টিয়ার প্রিয় সাইদুর রহমান সাঈদ ভাই, কোর ভলান্টিয়ার প্রিয় কাজী নাজমুল আলম হামিম ভাই ও জেলা এম্বাসেডর মেহেদী হাসান শুভ'র দিকনির্দেশনায় দেশ ও দেশের বাইরে থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রম ও উপস্থিতির মধ্য দিয়ে আজকের কর্মসূচি বাস্তবায়নে হয়েছে।
উক্ত আয়োজনে যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন সাইদুর রহমান সাঈদ ভাই, কাজী নাজমুল আলম হামীম ভাই, আরিফুজ্জামান ভাই, জাহাঙ্গীর আলম ভাই, নাসরিন জাহান আপু, রুহুল আমিন ভাই, সুমি আক্তার আপু, ফারিহা রুনা আপুসহ আমি মো. সৈকত হোসেন (সায়ান)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সফল মন্ডিত করার লক্ষে কাজ করেছেন উপজেলা এম্বাসেডর সুমি আক্তার আপু, খাদিজা খান পলি আন্টি, ফারিহা রুনা আপু, শামীমা ইতি আপু, আবুতালেব চৌকিদারসহ আমি মো. সৈকত হোসেন (সায়ান)।