ফরিদপুর জেলা টিমের মাসিক অফলাইন মিট আপ
আস্সালামুয়ালাইকুম । আশা নয় বিশ্বাস, নিশ্চয় সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ ফরিদপুর জেলায় ডিসেম্বর মাসের মাসিক মিটিং সম্পন্ন। সকলের উপস্থিতিতে দারুন একটা মিটিং হইল। মাসিক মিটিংয়ের মাধ্যমে চমৎকার নেটওয়ার্ক বৃদ্ধি হচ্ছে। মিটিংয়ে উপস্থিত ফরিদপুর জেলা টিমের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং প্রানবন্ত ভালোবাসা জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই Lubaba Tul Jannat (জেলা এম্বাসেডর এবং মডারেটর) আপা কে। এত সুন্দর আয়োজন এবং আপনার সেরা ভলানটিয়ারিংয়ের মাধ্যমে ফরিদপুর জেলা টিম এগিয়ে যাচ্ছে ।