চট্টগ্রাম জেলার খুলশী জোনের অফলাইন মিটআপ সফল ভাবে সম্পন্ন হলো।
আসসালামু আলাইকুম,
মিটআপ মানেই নতুনত্ব,নতুন কিছু শেখা,নতুন কিছু জানা,নতুন অনেকের সাথে সম্পর্ক তৈরি হওয়া।
খুব ভালো লাগার বিষয় হচ্ছে এক জোন থেকে আরেক জোনে সকলে মিলে একত্রিত হওয়া।
কৃতজ্ঞতা প্রিয় Iqbal Bahar Zahid স্যারের প্রতি আমাদের কে এত সুন্দর একটি পরিবার উপহার হিসেবে দেওয়ার জন্য।
এই প্রথম অংশ নিতে পেরে অফলাইন মিটআপ খুব কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি।
সফলভাবে সম্পন্ন হলো আমাদের চট্টগ্রাম জেলা খুলশী জোনের অফলাইন মিটআপ।আলহামদুলিল্লাহ ৫০+ ভাই বোনদের উপস্থিতিতে চমৎকার একটা আয়োজন হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জেলার এম্বাসেডর, ভলেন্টিয়ার এবং নতুন ও পুরাতন সদস্যবৃন্দ।