ঢাকা ওয়ারী জোন কর্তৃক আয়োজিত ফিজিক্যাল থানা মিটআপ
ঢাকা ওয়ারী জোন কর্তৃক আয়োজিত ফিজিক্যাল থানা মিটআপ,,,
এবারের আয়োজনেঃ কদমতলী থানা
নেটওয়ার্ক শক্তিশালী করুন এবং আন্ত সম্পর্ক উন্নয়নে ফিজিক্যাল মিটআপ এর বিকল্প নেই। কদমতলী থানা সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে থানা প্রতিনিধিগণ জোন অ্যাম্বাসেডরদের সহযোগিতায় চমৎকার একটি মিটআপ সফলভাবে বাস্তবায়ন করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়ারী জোনের সিনিয়র দায়িত্বশীল গন।
ওয়ারী জোনের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ,,,
আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার এর প্রতি। অসাধারণ একটি ভালো মানুষের ফাউন্ডেশন আমাদেরকে উপহার দিয়েছেন। মহান আল্লাহ তা'আলা আপনাকে উত্তম বদলা দান করুন, আমিন।