NRB সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত অফলাইন মেগা মিট আপ ও উদ্যোক্তা সম্মেলন।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম
ও রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহতালার প্রতি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব,ইকবাল বাহার জাহিদ স্যারকে, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিলে তিলে করে তুলেছেন আমাদের সবার প্রিয় প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
নিজের পড়ার মতো একটা গল্প ফাউন্ডেশনের,
NRB সিঙ্গাপুর কর্তৃক আজকের আয়োজিত অফলাইন মেগা মিট আপ ও উদ্যোক্তা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত মিটাবে লাইভে যুক্ত ছিলেন আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার, স্যারের সাপোর্ট ও অনুপ্রেরণার মাধ্যমে এগিয়ে যাচ্ছে আমাদের এন আর বি সিঙ্গাপুর টিম।
আমি ধন্যবাদ জানাই,, ই-কমার্স প্রতিষ্ঠান 24Asia এবং picky যারা আমাদের সার্বিক ও স্পন্সরের মাধ্যমে সহযোগিতা করেছেন।এভাবে দূর্বার গতিতে এগিয়ে যাবে আমাদের NRB সিঙ্গাপুর টিম। ইনশাআল্লাহ।