স্মার্ট নীলফামারী জেলা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং ফিজিক্যাল মিটআপ।
আজকে স্মার্ট নীলফামারী জেলা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং ফিজিক্যাল মিটআপে উপস্থিত ছিলাম আমি রায়হান কবির নীলফামারী জেলা এম্বাসেডর।
উপস্থিত ছিলেন নুর ইসলাম ভাই নীলফামারী সদর এম্বাসেডর
এছাড়া জীবন সদস্যগণ
খোরশেদ আলম ভাই
নাইমুল ইসলাম ভাই
মাকসুদা রহমান ভাই
প্রতিমা রানী আপু
সাদিকুল ইসলাম ভাই
মোস্তাকুর রহমান ভাই
মহসিন ভাই
রুহুল আমিন ভাই
এছাড়া যার কথা না বললে নয় আজকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং আমাদের ফুল প্রোগ্রাম অ্যারেঞ্জ খাওয়া-দাওয়া সব কিছুই আজকে স্প**ন্স**র করেছেন চৌকাঠ ইন্ডাস্ট্রিস লিমিটেড এর স্বত্বাধিকারী প্রিয় ভাই তোবারক হোসেন ভাই। যাদের ভালো মানের দরজা,খাট কাঠের তৈরি জিনিসপত্র প্রয়োজন।একদম ভালো মানের কাঠ দ্বারা তৈরি করে দিচ্ছেন চৌকাঠ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া যারা বৃষ্টির কারণে যারা ফিজিক্যাল মিট ও ঈদ পুনর্মিলনীতে আসতে পারেন নাই তাদেরকেও স্মার্ট নীলফামারী জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।