জীবনে সফলতা আনতে কমিটমেন্ট একটি বড় হাতিয়ার,
আমি _একজন_ ছোট্ট _উদ্যোক্তা।




একটা সময় অামি খুব হতাশ হয়ে যেতাম বারংবার। মনে ভিতরে প্রায়ই বাসা বাঁধতো হাজারো নেগেটিভিটির ছায়া।
নেগেটিভ শুধু নেগেটিভের জন্ম দেয়! অামি যত নেগেটিভ ভাববো ততবেশি নেগেটিভ জিনিস অামার সামনে এসে দাঁড়াবে বারবার"!
এই শিক্ষাটা যখন অামি স্যারের কাছ থেকে পেলাম তখন থেকেই অামার পজিটিভিটির চর্চা শুরু।
এই পজিটিভ থিকিং একদিনে তৈরি হয়নি অামার, দীর্ঘদিন চেষ্টা-সাধনা করার পরই তৈরি হয়েছে। কেননা পজিটিভ থিংকিং একটা চর্চার বিষয়।
অার এখন অামি স্যারের এই উক্তিটি মনে প্রাণে বিশ্বাস করি এবং লালন করি যে,," জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নেই"।


তাদের জীবনে সফলতা আসবেই আজ কিম্বা কালছোটবেলায় ফুটবল খেলতে গেলে বৃষ্টি না হলে মজা হতো না তেমনি বৃষ্টি শেষে নীলাকাশ না দেখেআমি ও হাল ছারছীনা।



একজন সৎ-এবং নিষ্ঠাবান মানুষ হিসেবে দুনিয়াতে বেঁচে থাকবো। আমি অতি শীগ্রই এই কষ্টের প্রবাস জীবন ত্যাগ করে দেশে চলে যাবো এবং একটা ছোট্ট মিনি গার্মেন্টস চালু করব।সেইসাথে অপি এগ্রো ফার্ম,আরো বড়ো আকারে,
শুরু করবো ইনশাআল্লাহ,,, কিছু মানুষের কর্মসংস্থান ব্যাবস্তা করবো সেই লক্ষ্যে কাজ করবো, কষ্ট কাকে বলে তা আমি জানি তাই কষ্টে থাকা অসহায় মানুষদের পাশে থাকতে আমার সামর্থ্য অনুযায়ী সর্বদা চেষ্টা করে যাবো। এবং স্যারের শিক্ষাকে বুকে ধারণ করে সর্বদা কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৫৭
Date:- ০৮/০২/২০২১
সাবিনা অপি
কান্ট্রি অ্যাম্বাসেডর-- লেবানন
ব্যাচ- নং-১১
রেজিস্ট্রেশন নং -২৮৭৭৪
উপজেলা -কাঠালিয়া
জেলা - ঝালকাঠি
বিভাগঃ বরিশাল

