তুমি এগিয়ে চলো আগামীর পথে এখনো অনেক পথ বাঁকি অনেক স্বপ্ন এখনো বাঁকি।


যা থাকে তার সবটুকু উদ্যোগের লালিত স্বপ্ন কে পূরনের জন্য।







যদিও ক্লান্তি আমায় ভয় পায় তবুও আমি যেন এক একাকিত্বের পৃথিবীতে চলে যাচ্ছি কিন্তু কেন?

সব হিসেবের তথ্য টুকে রেখে আগামীকালের প্ল্যান করে রাখতে হচ্ছে। ঘড়ীটার কাটা যখন রাত ১২ টা ছুই ছুই। চারিদিকে নিস্তব্ধ নিশুতি আমি তখনো ক্লান্ত শরীরটা নিয়ে নিজেকে নিয়ে ভাববার সময়টুকু পাচ্ছি না। আমার স্বপ্ন তখনো মারওয়া নিয়ে আর নিজেকে প্রশ্ন করা মারওয়া সঠিক পথেই এগোচ্ছে তো?চুপিসারে যখন ঘরে ফিরি তখনও ঘুম ঘুম চোখে গিন্নিটা না খেয়ে বসে আছে আমার অপেক্ষায়। কত বলি অপেক্ষা না করার জন্য কিন্তু শোনে না কখনো!বুঝি এটা অপ্রকাশ্য ভালোবাসা আর সবই মেনে নিয়েছে আমার স্বপ্নটা যেন সফলতার মুখ দেখে।

কেউ প্রতিবন্ধী,কেউবা বয়সের ভারে অন্য কারর অযোগ্য কিন্ত অভিজ্ঞতায় আমার কাছে অনেক বড় যোগ্য।আমি বন্ধ করে দিলে তার যে ঔষধ কেনাটা বন্ধ হয়ে যাবে,কারন তার সন্তানরা তাকে ঔষধ কিনে দেয় না!আমার ভরসায় মানুষটাকে থাকতে হয়।
মার্কেটে কাজ করা বেকার যুবকটার স্বপ্ন মাস শেষে মারওয়াকে ঘিরেই! তাই আমি পারিনি সাময়িক বন্ধ রাখতে।


অনেক কথা আছে এই কয়েক মাসের পথ চলায় যা আজ আর প্রকাশ করতে পারছি না চক্ষু লজ্জায়!যা খুব কষ্টের, খুব যন্ত্রণার,খুব আবেগের। কিন্তু এটাই হয়ত একদিন আমার জন্য গর্বের, অহংকার দিয়ে বলার মতো,ইতিহাসের সাক্ষী হয়ে স্বাক্ষ দিবে আর সেই দিনের জন্য আজকের বলতে না পারা কথাটা না হয় রেখেই দিলাম।

কিন্তু না!স্বপ্ন আর সাহস আমাকে জাগিয়ে তুলেছে,অনিশ্চিত আগামীর দিনটি আবার শুরু করতে পেরেছি। এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ।
আর সফলতার জন্য প্রথম সফলতা।



জেঁগে উঠো রুপক তুমি জেঁগে উঠো।
থেমে যাওয়াটা তোমার জন্য না।
তুমি উদ্যোক্তা তোমার স্বপ্ন আছে আকাশ ছোঁয়ার। তুমি এগিয়ে চলো আগামীর পথে এখনো অনেক পথ বাঁকি।অনেক স্বপ্ন এখনো বাঁকি।
তুমি জেঁগে উঠ রুপক। থেমে যাওয়াটা তোমার জন্য না।

কখনো হুট করে বড় ইনভেস্টে যাবেন না, ছোট ছোট করে শুরু করে সময়ের প্রয়োজনে বড় করবেন।

দেখবেন আপনি অনেকটাই শক্তি আর সাহস পাবেন, পাবেন স্বপ্ন বুনার মতো প্রেরনা।



জীবনটা জোয়ার ভাটার মতো এক সমীকরণ কখনো কখনো মনে হয় সবকিছু এখানেই শেষ,কালকের জন্য আর কিছুই নেই কিন্তু জীবনটা আসলে তা নয়।বরং কালকেরটা আরও সুন্দর আরও সহজ,শুধু সাহস করে জীবনকে নিয়ে স্বপ্ন দেখতে হয়।
আগামীকালের স্বপ্নটা আজকেই দেখতে হবে,তবেই আগামীকালের কাজটা সফল হবে।স্বপ্ন ছাড়া কখনো সফলতা আসে না। সফলতার জন্য স্বপ্ন দেখতেই হবে।
স্বপ্ন বেঁচে থাকার জন্য,সফলতার জন্য সাহস যোগাবে।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৮০
Date:- ১০/০৩/২০২১
মোঃ-ইব্রাহিম খলিল(রুপক)

কমিউনিটি ভলান্টিয়ার
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।



মারওয়া ন্যাচারাল এগ্রো ফুড প্রাঃ লিঃ
