মানুষের সবচেয়ে বড় শত্রু সে নিজেই



অগণিত সালাম ও দুরুদ বর্ষিত হোক প্রিয় নাবী (সঃ) এর উপর।

উত্তর - মানুষের সবচেয়ে বড় শত্রু সে নিজেই!!!


ক্ষেত্র বিশেষে মানুষ বা কোন হিংস্র জন্তু জানোয়ার বা জীন সয়তান বা অন্য কোন জাতি বা দেশ, অথবা আমি নিজেই।।।
তবে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু কে? কে আমার ব্যক্তি জীবনে উন্নতি কামিয়াবি সাফল্য যাই বলি, কে সবচেয়ে বড় বাধা সৃষ্টিকারি,কে সবচেয়ে বড় শত্রু???
আমরা কি জানি নিজের অজান্তেই আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ক্ষতি করে যাচ্ছি এই দুনিয়ার ও পরকালের জন্যেও।


কিন্তু আমি ঠিক মত স্কুলে যাই না, গেলেও ক্লাস ফাকি দিয়ে এদিক সেদিক আড্ডা দেই। দুস্ট ছেলেদের সাথে খারাপ সবাবে অভ্যস্ত হয়ে পরেছি। বাসা থেকে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা নিয়ে বাজে রাস্তায় খরচ করি। আমি আমার ভবিষ্যৎ নিজের হাতে নস্ট করেছি। কে আমার শত্রু? আমি নিজেই!

কিন্তু আমি করি কি, ঠিক মত ডিউটি তে যাই না। যাই দেড়ি করে চলে আসি তারাতারি। সপ্তাহে দুএক দিন এমনই ছুটি নিচ্ছি, আমাকে যা দায়িত্ব দেয়া হয়েছে তা সময় মত বুঝিয়ে দেই না। আবার সুজোগ পেলে এধারকা উধার করি। এমতাবস্থায় বস আমাকে কয়েকবার সাবধান করার পরও আমি যেই সেই। কয়েকদিন পর আমাকে বস ডেকে বল্লো আপনি ফায়ারড। আমার শত্রু কে? আমি নিজেই।

আমার শত্রু কে? আমি নিজেই!!!

আমাদের সবাইকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয়েছে আবার চলেও যাব একদিন মৃত্যুকে আলিংগন করে ইচ্ছায় বা অনিচ্ছায়।।।
এখন প্রশ্ন হচ্ছে আমাদের সৃস্টিকর্তা কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন? কেনই বা একটা বয়স সীমা দিয়ে দিয়েছেন? কেন আবার যুগে যুগে সতর্ককারি পাঠিয়েছেন নির্দেশনা দিয়ে।
কেনই বা সঠিক পথ দেখিয়েছেন সেই সকল সতর্ককারিরা? সব কিছুই আমাদের সামনে পরিস্কার করে তুলে ধরেছেন উনারা, সত্য মিথ্যা, হালাল হারাম, ঠিক বেঠিক ভালো মন্দ। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়া অবধি সব কিছু শিক্ষা দিয়েছেন প্রেক্টিকেলি। শিক্ষা দিয়েছেন কল্যাণের রাস্তা, শিক্ষা দিয়েছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন, রাজনৈতিক জীবন ব্যবসায়ীক লেনদেন সব কিছু।
আবার ভয়ও দেখিয়েছেন সমানভাবে, দেখানো পথে না চললে আখেরাতের শাস্তির ব্যপারে।
এখন আমরা কি করলাম? এই সব কিছুর তোয়াক্কা না করে মন খুশি মত যা ইচ্ছা যেমনে ইচ্ছা জীবনকে উপভোগ করলাম। একপর্যায়ে মৃত্য এসে উপস্তিত। এখন আমি ভাবি কি করলাম সারা জীবন।
কে আমার শত্রু? আমি ই আমার সবচে বড় শত্রু।।।

মূল কথা হচ্ছে সাবাইকে সর্বস্তরে নিজের কাজটাকে প্রধান্য দেয়া উচিত, সময় কে মুল্য দেয়া উচিত, নিজের দায়িত্ব কে যথাসম্ভব পালন করা উচিত। তাহলেই জীবন কে পুরোপুরি উপভোগ করতে পারবো যা অন্য দশজন সাকসেস লোকেরা করছে। এবং দিন শেষে আফসোস থাকবে না। মনকে সান্ত্বনা দেয়ার মত জবাব থাকবে।
যদি একবার নিজের শত্রুকে চিনতে পারি তবে অনেক ভুল শত্রুকে চেনা যাবে যদিও তারা আমাদের শত্রু নয়।।।
ভুল বলে থাকলে ক্ষমা প্রার্থী।
শেষ করবো প্রিয় স্যার কে হাজার কোটি স্যলুট ও ভালবাসা দিয়ে যিনি এই গ্রুপের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কে আলোর পথ দেখিয়েছেন এবং ভালবাসার বন্ধনে বেধে দিয়েছেন। অগনিত ভাই বোনেরা পেয়েছেন অনুপ্রেরণা জীবনে বলার মত একটা গল্প তৈরি করতে।
সবার সুস্থতার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি,
এই মহামারীর কবল থেকে আমাদের মালিক যেন আমাদের অতি তারাতাড়ি উদ্ধার করে নেন। যারা খাবারের অভাবে আছেন তাদের যেন খাবারের ব্যবস্থা করে দেন যারা অসুস্থ আছেন তাদের যেন সুস্থতা দেন। আমিন সুম্মা আমিন।
স্ট্যাটাস অব দ্যা ডে"- 196-16/04/2020