নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে, ঘরোয়া ভাবে সম্পুর্ণ হলো আমাদের অফলাইন ফিজিকাল মিটআপ।


অনেক সুন্দর এবং প্রাণবন্তরভাবে সম্পুর্ন্ হলো আমাদের এই মিটআপ।




ডিস্ট্রিক্ট এম্বাসাডর, আল- মাহমুদ ভাই,
১ম ব্যাচের আলতাপ ভাই, আলতাপ ভাই আমাদের লাইব্রেরীর সমৃদ্ধির জন্য আজ ১০০০ টাকা দিয়েছেন,
শুভ কামনা
ভাইয়ের জন্য, নতুন বছরের যাত্রা শুভ হোক। এছাড়াও উপস্থিত ছিলেন, এস আর সুমন ভাই, ভাই অনেক সুন্দর গান করে থাকেন, দুই কলি গানও গেয়ে শুনিয়েছেন ভাই আমাদের, অসাধারণ কন্ঠ ভাইয়ের, এছাড়াও উপস্থিত ছিলেন, তামান্না আপু ক্যাম্পাস অগানাইজেশন টিমের সদস্য, কমিনিউটি ভলান্টিয়ার, রোজিনা আক্তার মিতু আপু,এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন আমাদের এই অফ-লাইন ফিজিকাল মিটআপে,
সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সবার যাত্রা শুভ হোক।