হার না মানা মেঘলা আমি🙋♀️
হার না মানা মেঘলা আমি

আসসালামু আলাইকুম প্রিয় পরিবার। আমি আপনাদের আদোরের মেঘলা সুলতানা। আজ বলবো আমার জীবন এর কিছু চড়াই-উতরাই এর গল্প। আশা করি সবাই পড়বেন।


অনেক চেষ্টা করেছিলাম সংসারটা ধরে রাখার। কিন্তু তাঁর অসৎ কার্যক্রম এর সাথী না হতে পারায় ৮ মাস এর দুধের শিশুকে কোলে দিয়ে তাড়িয়ে দেয় আমায়। সব সয়ে যখন দেখলাম যে আমাকে সে আর তাঁর জীবন এ রাখবেই না তখন শেষ পর্যন্ত আমি পুরো পৃথিবীর কাছে তাঁর পাপকে প্রমাণ করে দিলাম। আমি প্রতিবাদ করলাম অন্যায় এর।






কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। কিভাবে যেনো বেরিয়ে গেছিলাম। তখন একদিন স্যারকে কল করে আমাকে ইনভাইট দিতে বললাম, স্যার দিলেন। শেষে আমি ১৩ তম ব্যাচ এ রেজিষ্ট্রেশন করেছি। সেই মেঘলা আজ এই প্লাটফর্ম কে পেয়ে জীবন এর মোড় ঘুরিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমি পেয়েছি বিশাল এক পরিবার, পেয়েছি টিম টাইগার্স আপনজন পরিবার। পেয়েছি অসংখ্য মানুষ এর ভালোবাসা। পেয়েছি অসংখ্য সম্ভাবনাময় দ্বার।






**📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬২৩**
Date:- ১৮-১৯/০৯/২০২১
কমিউনিটি ভলেন্টিয়ার
জেলাঃ বাগেরহাট
ব্যাচ নংঃ ১৩,
রেজিষ্ট্রেশন নংঃ ৫৮৬০২
মোবাইলঃ 01736466014
বিজনেস পেইজ
