চট্টগ্রাম জেলার দায়িত্বশীল মিটআপ অনুষ্ঠিত হয়।

উক্ত মিটআপে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোর ভলান্টিয়ার Zahid Islam প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমন্নয়ক কোর ভলান্টিয়ার Md Mohi Uddin ভাই।
সকল জোন এবং উপজেলা এম্বয়াসেডরগন তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। চট্টগ্রাম জেলাকে এগিয়ে নিতে আমাদের সম্মানিত কোর ভলান্টিয়ারগন দিকনির্দেশনা মুলুক বক্তব্য রাখেন এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
মিটআপে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এত কষ্ট করে উপস্থিত হয়ে আজকের মিটআপ প্রানবন্ত করে তুলার জন্য।
প্রোগ্রাম পরিচালনায় ছিলাম আমি Reaz Kamal Heron ডিস্ট্রিক্ট এম্বাসাডর চট্টগ্রাম জেলা।