See More Post

একজন ভালো মানুষ

বিচিত্র এই পৃথিবীটা স্বার্থপর। আর পৃথিবীর মানুষ গুলো দিন দিন হয়ে উঠছে বিচিত্র এবং স্বার্থপর


পৃথিবীর মানুষগুলো একে অন্যের চেয়ে আলাদা। সামাজ, পরিবেশ, জীন বা জেনেটিক কারন ও পারিবারিক কারনে মানুষের স্বাভাবিক স্বভাব গড়ে উঠে।


পরিবার থেকে শেখানো হয় পড়াশোনা কর ডাক্তার, ইন্জিনিয়ার হও প্রতিষ্ঠিত হও টাকা কামাও বড়লোক হও


স্কুল, কলেজে,ইউনিভার্সিটিতে শেখানো হয় বই মুখস্ত কর ভালো রেজাল্ট কর।


বর্তমান সমাজ থেকে কি শিখছে তা তো আপনারা জানেনই…......


মানুষের প্রতি, মানুষের জন্য সন্মান, আন্তরিকতা, ভালোবাসা কোথাও কি শিখানো হয়  ?


কোন মাধ্যম ই কি আমাদের একজন ভালো মানুষ হতে শিক্ষা দেয় ? 


কেউই বলেনা কি করে একজন ভালো মানুষ হতে হয়। কেন একজন ভালো মানুষ হতে হবে। 


সবাই ভালো মানুষ হলে এই দেশ এই পৃথিবীটা এক সময় ফুলের মতো সুন্দর হবে। 


ইকবাল বাহার স্যার যখন বলেন আমারা সবাই ভালো মানুষ। 

তখন আমি নিজেকে প্রশ্ন করি আমি কি একজন ভালো মানুষ  ? 


ঔ শব্দটা আমার অনেক ভালোলাগে। মনের ভিতরে কেমন একটা অনুভুতি হয়।একজন ভালো মানুষ হতে ইচ্ছে করে। 


কেন যানি মনে হয় ইকবাল বাহার স্যার উদ্যোক্তা তৈরির পাশাপাশি ভালো মানুষ তৈরির কারখানা তৈরী হয়েছেন। 


নিজের বলার মত একটা গল্পের ভালো মানুষ তৈরীর যেই আলো আমাদের স্যার লাখো মানুষের মনে ছড়িয়ে দিয়েছেন, সেই আলোটা আমরা চাইলে সমগ্র বাংলাদেশে জালিয়ে দিতে পারি।


প্রতিটা মানুষের মনের ভেতরের ভালো মানুষটাকে জাগিয়ে তুলতে পারি। পথ দেখাতে পারি একজন ভালো মানুষ হতে।


স্যার কে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর প্লাটফর্ম তৈরী করার জন্য। মানুষের কল্যানে কাজ করার সুযোগ পেয়ে একজন মানুষ হিসেবে আমি কৃতজ্ঞ।


আমরা সবাই এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। যাবার আগে কিছু মানুষকে ভালো মানুষ হতে সহায়তা করি। আলোর পথ দেখাই একজন মুসলমান হিসেবে ও এটা আমার আপনার সকালের দায়িত্ব এবং কর্তব্য।


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৩

Date:- ২৮/১০/২০১৯ ইং

মোঃ সাইফুল আলম 

ষষ্ঠ ব্যাচ

চাঁদপুর সদর 

রেজিষ্ট্রেশন নাম্বার  ২০৯৫

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।