See More Post

আরেকটি কথা সেটি হচ্ছে আমি এই আই পি এস টি অনলাইনে অন্য জায়গা থেকে ক্রয় করতে

#আসসালামু_আলাইকুম,


প্রথমেই মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি,

যিনি আজকে পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছে।


তারপর অবশ্যই প্রিয় প্ল্যাটফর্মের মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি অন্তরের অন্তস্থল থেকে দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।


কারণ এর প্ল্যাটফর্ম তৈরি না হলে হয়তো আপনাদের সাথে আমার পরিচয় কখনোই হতো না।


প্রতি সপ্তাহের মত আজকেও আমাদের গ্রুপের হাঁট।


গতকালকে বাসায় যখন ফোনে মার সাথে কথা বলছি ঠিক তখনই বর্তমানে যে গরম পড়েছে সে বিষয় নিয়ে কথা হচ্ছিলো মার সাথে।


বিদ্যুৎ বিভ্রাট আমাদের দেশে অতি স্বাভাবিক একটি বিষয় কিন্তু বর্তমানের যে ভ্যাপসা গরম পড়েছে, তারতো বিভ্রাট নেই অনুব্রত চলছে।


এই গরমে সকলেই দিশেহারা বাসায় আই পি এস টি বেশ কিছুদিন যাবৎ বিকল হয়ে পড়ে আছে। 

মার সাথে কথা বলার এক পর্যায়ে মা বলছিলেন নতুন একটি আইপিএস এর জন্য আমাদের পরিচিত একজনকে বলা হয়েছে উনি যাতে একটি আই পি এস এর ব্যবস্থা করে দেন।


এবং সে ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন।

তখন আমি বললাম মা আগামীকালকে তো আমাদের গ্রুপের হাঁট বার ওই হাঁট থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো মানের একটি আই পি এস এর ব্যবস্থা করতেছি।


মা আমার কথা শুনে অবাক!

এটা আবার কেমন কথা হাঁটে আবার আই পি এস পাওয়া যায় নাকি? 

আমি বললাম মা আমাদের এই হাঁটে আপনাদের নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়।


আপনার কি প্রয়োজন শুধু বলবেন ইনশাল্লাহ ভালো মানের পণ্য সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন।


মা বলবেন কি জানি বাবা তোরাই ভালো জানিস।

ওখানে ভালো জিনিস পাবি কিনা? 

কারণ আজকাল তো অনলাইনে যেমনটি বলে তেমনটি পাওয়া যায়না। 


হয়তো তোর চাহিদা এক জিনিস ওরা তোকে দিবে আরেক জিনিস।


আমি বললাম আমাদের এই হাঁটে এমনটি হওয়ার কোনো সুযোগ নেই।


কারণ এটা হচ্ছে ভালো মানুষের মিলনমেলা এখানে যে যেমনটি চাইবে তাকে তেমনটিই দেওয়া হবে। 

আর তেমনটি না দিতে পারলে তারা দিবে না।


মায়ের আরো অনেক কথা হলো এবং মাকে বললাম ইনশাআল্লাহ আগামীকালকে হাঁট থেকে আপনাদের প্রয়োজনীয় আই পি এসটি আমি ক্রয় করতে সক্ষম হব ইনশাআল্লাহ।


মার সাথে এই কথা বলেই ফোন রেখে দিলাম। 

এবং প্রিয় গ্রুপে পোস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম।

আশা করি আজকে আমি আমার চাহিদা অনুযায়ী পণ্যটি পেয়ে যাব।


আমার একটি সাইন অয়েব আইপিএস লাগবে।

যারা আই পি এস ব্যবসার সাথে জড়িত ইনবক্স করবেন বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিবো,

কি ধরনের আইপিএস আমার লাগবে।

প্রিয় গ্রুপের সকল প্রতিভাবান উদ্যোক্তাদের জন্য অন্তরের অন্তস্থল থেকে সফলতা এবং শুভকামনা।


আরেকটি কথা সেটি হচ্ছে আমি এই আই পি এস টি অনলাইনে অন্য জায়গা থেকে ক্রয় করতে পারতাম। কিন্তু আমরাই বিক্রেতা আমরাই ক্রেতা স্যারের সেই কথা অন্তরে ধারণ করে অপেক্ষায় রইলাম আশা করছি আপনারা আমাকে এখান থেকে ক্রয় করার সুযোগ করে দিবেন,


আমি চাই এই পণ্যটি আমি আমার গ্রুপের প্রিয় ভাইদের কাছ থেকে নিতে।


পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মত বিদায়ান্তে,,



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯৫

০৪-০৮-২০২০



Farid Hossain,

Country Ambassador

Batch - Seven 

Registration  - 237

Blood group - O+  

Kerani Gonj - Dhaka-1310,

Riyadh-Saudi Arabia 

00966-567-217-362

Farid_hossain786@yahoo.com

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।