See More Post

আমার স্বপ্ন আমি হবো একজন উদ্যোগতা তা এখন হওয়ার পথে

আমার স্বপ্ন আমি হবো একজন উদ্যোগতা তা এখন হওয়ার পথে।
আসসালামু আলাইকুম এই মহামারির ক্লান্তি লগ্নে আসলে আমরা কেউ ভালো নেই তারপর ও আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের জন্যে আমার দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করতেছি।
আমি তোফায়েল ভুইয়া তোহা ৯ম ব্যাচের একজন গর্বিত ছাত্র হিসাবে সমাজে বুক ফুলিয়ে পরিচয় দিতে পারি যা আগে পারতাম না, এবার আসি আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নি জীবনের গল্পটা :-
আমি একজন গ্রামের বেড়ে উঠা একটা ছেলে আমার বাবা একজন ব্যাবসায়ী, বাবার গ্রামের বাজারে মুদি দোকান আছে। ছোট থেকে আমার স্বপ্ন ছিলো আমি একজন ব্যাবসায়ী হবো বা উদ্যোগতা হবো। যখন আমি
৫ম শ্রেণী থেকে ৬স্ঠ শ্রেণীতে উঠি তখন বাবার দোকান গিয়ে মাঝে মাঝে বসতাম আর আমার দোকানদারী করতে খুব ভালো লাগতো এই ভাবে আমার ক্লাস ৬-১০ম শ্রেনী শেষ করি। আমার এস এস সি পরীক্ষার শেষে আমি তখন ওই দোকান টা সময় দিলাম আমার কাছে খুব ভালো লাগলো এই ভাবে ৩ মাস পর রেজাল্ট বাহির হলো আমি শহরের একটি কলেজে ভর্তি হলাম তারপর এ আমি কলেজ হোস্টেলে চলে যাই ঐখানে প্রায় ২বছর ইন্টারমিডিয়েট কমপ্লিট করি তারপর আমি আর দেরি করে আমার মামা কাছে চলে যাই ঢাকা মামার কাপড় এর ব্যাবসায় মামার সাথে মামার দোকানে বসি, তারপর আমার এইচ এস সি শেষ আমি ভার্সিটিতি এডমিশন এর জন্য কোচিং শুরু করি তখন ২০১৬ তার পর আমার রেজাল্ট প্রাকাশ হয়। ১ বছর পর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় এরই মধ্যে তখন আমার ভাই আমার জন্যে একটা চাকরির ব্যবস্থা প্রাইভেট কোম্পানিতে ১২০০০ টাকার বেতন, কিন্তু আমার একটাই স্বপ্ন ছিলো আমি ব্যবসা করবো তাই আমি আর চাকরি টা করি নাই আমি কেরানীগঞ্জ এ মাামার পাইকারী দোকানে সময় দিতে লাগলাম আমার মামার সাথে বেতন এর মতো কথা হলো এই ভাবে আমি চাকরি ও করলাম আমার পড়ালেখা ও ঠিক রাখলাম আমার স্বপ্ন পূরন করার লক্ষে আমি লেগে থাকি আসলো তখন আমার অনেক কস্ট হয় তারপর ও আমি হাল ছাড়ি নাই লেগে আছি এরই হাঠাৎ একদিন আমাকে একজনে নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম এই কথা বললো আমি প্রায় ১ বছর গ্রুপে জয়েন্ট চিলাম কিন্তু আমি সদস্য চিলাম না তখন আমি আমার আইডল প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার এর সেশন গুলো ফলো করি আমার ভালো লাগে গ্রুফের কার্যক্রমে স্যারের কথা আমায় অনুপ্রেরণা যোগায় তারপর আমি সদস্য হই এই প্লাটফর্মের আস্তে আস্তে ৯০ দিনের শেসন গুলো ভালো করে শেষ করি এবং আমরা নিজের প্রতি ইচ্ছে শক্তি জন্মায় যে আমি পারবো আর বিশেষকরে আমাদের লক্ষ্মীপুর জেলা ও কাতারের গর্ব গ্রুপের খুবই হেল্পফুল কমিউনিটি ভলেন্টিয়ার এবং স্যারের রিসার্চ টিমের সক্রিয় সদস্য "সি এম হাসান ভাই" এর ভিডিও এবং প্রতিদিনের স্টাট্যাস গুলো ফলো করি আর আমি উদ্যোতা হতে শুরু করি এবং আমি ভালোমানুষ হতে শুরু করি নিজেকে নিজে অনেক পরিবর্তন করতে সক্ষম হয়ছি। খুব শিগ্রহী আমি নিজে ব্যাবসায় প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি সবাই দোয়া করবেন আমি যেন সফল হই।
আমি যেন এই গ্রুপ থেকে শিক্ষা নিয়ে একজন স্যারের অবগত শিক্ষার্থী হিসেবে উদ্যোগতা হতে পারি।
আমার ভিতরে একটা স্বপ্ন কাজ করে সফল হবো তবে কবে? তাই লেগে আছি স্বপ্ন পূরনের জন্য আর স্যারের কথা টা মেনে চললাম যে চাকরি করবো না চাকরি দিবো।
সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমার লক্ষ্মীপুর জেলার সকল ভাই বোন ও শুভাকাঙ্খীদের এবং সেইসাথে কৃতজ্ঞ গ্রুপের সকল মেম্বার এর প্রতি।

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 206
Date:- 26/04/2020
তোফায়েল ভুইয়া তোহা
ব্যাচঃ৯ম
রেজিষ্ট্রেশনঃ১২৯৮০
লক্ষীপুর জেলা
মোবাইলঃ01956249841

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।