আলহামদুলিল্লাহ।
#চট্রগ্রাম_পাহাড়তলী_জোনের_মিট_আপ_সম্পন্ন😍
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
১৩ই নভেম্বর আমাদের পাহাড়তলী জোনের প্রথম অফলাইন মিটআপ অনুষ্ঠিত হয়।
প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
তারপর জোনের সদস্যগণ নিজেদের পরিচিতি তুলে ধরেন সদস্যগণের পরিচিতির পর দায়িত্বরত কোর ভলেন্টিয়ার, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডরগণ তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
হাজারো শুকরিয়া আল্লাহর দরবারে আমাদের পাহাড়তলী জোনের প্রথম অফলাইন মিটআপটি খুবই সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য।
যে সকল দায়িত্বশীরা আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন
কোর ভলেন্টিয়ারঃ
Shakib Bin Rashid
Zahid Islam
ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডরঃ
Shahadat
M A Jahid
Mohammad Lokman Hakim
Tareqe Mahmud
মডারেটরঃ
Saima Akhter
বিশেষ ভাবে ধন্যবাদ পাহাড়তলী জোন অ্যাম্বাসেডর সাজ্জাদ হোসাইন ভাই এবং Kashimatun Nabiha আপু কে আমাদের এতো সুন্দর মিট আপ উপহার দেওয়ার জন্য♥️
উপস্থিত ছিলেন আমাদের পাহাড়তলী জোনের এক্টিভ মেম্বার।
মোঃ আনোয়ার হোসেন কিরন
Ali Ahmed
Tuhin Khorshed
Mohsin Opu
Fahim Faisal
Idris Sharif
Tajnuba Nitisha
উপস্থিত সকল দায়িত্বশীল আমাদের পাহাড়তলী জোন এবং অন্যান্য জোনের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই প্রোগ্রামে এসে প্রোগ্রাম সফলতা এনে দেওয়ার জন্য♥
ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রাণপ্রিয় চট্রগ্রাম জেলা এগিয়ে যাবে💕
সাজ্জাদ হোসাইন
ব্যাচ ৮ম
রেজিঃ ৯০৪২
ব্লাড গ্রুপ-ও পজেটিভ
জোন এম্বাসেডর চট্রগ্রাম
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।