### আসসালামু আলাইকুম ###
বেগমগঞ্জ উপজেলা
নোয়াখালী
প্রিয় ভাইদের উপস্থিতে সফল মিট আপ অনুষ্ঠিত হয়েছে ,
এই টা ছিল নোয়াখালী জেলার উপজেলা ভিত্তিক তৃতীয় মিট আপ, এর পূর্বে সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা মিট আপ সম্পূর্ণ হয়
কেক কেটে বরণ করা হয় বেগমগঞ্জ উপজেলা এম্বাসেডর মেহেদী হাসান রাফি ভাই কে
আলহামদুলিল্লাহ আমি নিজে উপস্থিত হতে পেরে ভালো লাগছে
বেগমগঞ্জ উপজেলার কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় করা হয়,
ফাউন্ডেশনের টানা1000 দিন বিশেষ ভাবে পালনের সিদ্ধান্ত গ্ৰহন করা হয়
অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা সময় দিয়ে মিট আপকে সাফল্য মন্ডিত করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি
যারা অংশগ্রহণ করতে পারেন নাই ইনশাআল্লাহ আগামী মিট আপে আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি,
**********************************
ধন্যবাদ
মোঃ বাবর উদ্দিন
ডিস্ট্রিক্ট এম্বাসেডর নোয়াখালী
রেজিস্ট্রেশন নাম্বার : 3726
সপ্তম ব্যাচ
ব্লাড গ্রুপ:B+
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।