>>>>>>সকল প্রসংশা পরম করুণাময়ের<<<<<✅
৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা অফলাইন মিটআপ সম্পন্ন হয়েছে।
আমাদের অফলাইন মিটআপ এ উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার প্রায় সকল দায়িত্বশীল ও সকল আজীবন সদস্য এবং ময়মনসিংহ থেকে আগত আমাদের প্রিয় কয়েকজন ভাই, দুইজন সাংবাদিক ভাই, স্বপ্নসিঁড়ি একাডেমীর পরিচালক ও শিক্ষক মহোদয়গন।
নেত্রকোনা জেলা ও আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
গতকালকের অফলাইন মিটআপ পবিত্র কুরআন তেলওয়াত দিয়ে শুরু হয়.
✅অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: নুরুল ইসলাম ভাই, উপজেলা এম্বাসেডর
✅কোরআন তেলওয়াত করেছিলেন: শাহ ইউসুফ আহমেদ ভাই।
✅ শপথ বাক্য পড়েন আমি : Lakshman Sarker
✅জাতীয় সংগীত পরিবেশন করেন: স্বপ্নসিঁড়ি একাডেমীর শিক্ষক মহোদয়।
✅উদ্বোধনী বক্তব্য রেখেছিলেন: শাহ ইউসুফ আহমেদ, কোর ভলেন্টিয়ার
✅শুভেচ্ছা বক্তব্য রাখেন, নেএকোনা জেলা এম্বাসেডর: S M AL Amin ভাই
✅স্পন্সর ও উদ্যোক্তাদের পরিচিত এবং নেএকোনার জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন : সানাউল সানী ভাই
✅১৫ জানুয়ারী মহাসেম্মলন ও টিকিট বিক্রয় নিয়ে আলোচনা করেছেন: আবু রায়হান আতাউল্লাহ ভাই।
✅ময়মনসিংহ জেলা থেকে উপস্থিত ছিলেন সম্মানিত কোর ভলেন্টিয়ার: মোহাম্মদ আলী ভাই,, জেলা এম্বাসেডর: MD Abdullah-nashid ভাই। একটিভ সদস্য: সাদ্দাম হোসেন ভাই
✅নেত্রকোনার একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন: মাকসুদা আপু
✅বিভিন্ন উপজেলা থেকে এম্বাসেডরগন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আজীবন সদস্যরা।
#নেএকোনা জেলা এগিয়ে যাচ্ছে...সকলের দোয়ায় আরও এগিয়ে যাবে...
#সম্পর্ক_হোক_সহযোগিতার_নেএকোনা_জেলা
ভালোবাসা রইলো সকলের প্রতি সবার সহযোগিতায় এত সুন্দর একটি আয়োজন করতে পারছি আমরা নেত্রকোনা জেলাবাসী।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।