আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের সুনামগঞ্জের টিমের প্রথম মিটআপ সুন্দরভাবে সম্পুর্ন হয়েছে। অনেকদিন যাবত চেষ্টার পরে আমাদের সুনামগঞ্জের টিমের উদ্যোগে ও সিলেটের ডিস্ট্রিক্ট এমভেসেডরের সহযোগীতায় পরিশেষে তা করতে পেরে আমরা অনেক আনন্দিত। এত সুন্দর প্লাটফার্ম তৈরি করে দেওয়ার জন্য আমাদের প্রিয় মেন্টর @ Iqbal bahar zahidস্যারের কাছে সুনামগঞ্জ টিম চিরকৃতজ্ঞ। অনেক কষ্ট করে সিলেট থেকে আমাদের মিটআপকে সফল করে তুলেন সিলেট জেলার ডিস্টিক এম্বোসডর @Md Babul miah ভাই এবং এম,সি কলেজ এম্বোসডর প্রিয় @MD Riaz Uddin ভাই। প্রিয় ভাইদের জন্য রইলো অবিরাম ভালবাসা। আশা করি উনারা সব সময় আমাদের পাশে থাকবেন।আর সবাই দোয়া করবেন আমরা যেন নিজের বলার মত একটা গল্পের সুনাম সারা সুনামগঞ্জে ছড়িয়ে দিতে পারি।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।