শুরুতে মহান আল্লাহর কাছে শুকুরিয়া জানাই যে এই মহামারীর মধ্যেও আমাদের সুস্থ রেখেছেন, আর যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি যেন দ্রুত সুস্থতা দান করে এবং যারা মৃত্যু বরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি।
আলহামদুলিল্লাহ প্রিয় প্লাটফর্মের আমি একজন সদস্য হতে পেরে গর্ব বোধ করি।
প্রিয় স্যারের এবং স্যারের পরিবারের সকলের সুস্থতা কামনা করি।
১০ম ব্যাচ উৎযাপন উপলক্ষে স্যার বলেছেন যে সারা দেশে ১০,০০০ বৃক্ষ রোপণ করতে, সেই ধারাবাহিকতা গাজীপুর জেলায় ৬০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে গাজীপুরের দায়িত্বে থাকা প্রিয় বড় ভাই Md Jayed Hasan Emran ১০০টি চারাগাছ,Md Mahmud ( কুয়েত) ভাই ১০০টি চারাগাছ এবং Rayhanur Rahman (জার্মানি) ভাই ১০০টি এবং বাকি ৩০০টি চারাগাছ গাজীপুরের সকল সদস্য মিলে লাগানো সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই ধারাবাহিকতায় আজকে গাজীপুরে জেলায় বৃক্ষ রোপণের প্রথম ধাপ শুরু করা হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে বাকি গাছগুলো লাগানো হবে।
❤ভালো কাছে অংশ গ্রহণ করতে ভালো লাগে ❤
ধন্যবাদ সবাইকে
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।