See More Post

বাবা মায়ের ভালোবাসা কি কখনও অনুভব করতেই পারিনি

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই কারনে ভালো আছি বলছি কারন আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া গুজারী করতে হয়।ইকবাল বাহার জাহিদ  স্যার কে জানাই হাজার কোটি সালাম ও অনেক অনেক ভালোবাসা। দোয়া করি স্যার কে আল্লাহ নেক হায়াত দান করুন আমিন। আজ মনে মনে ভেবেছিলাম বাবা মাকে নিয়ে একটা পোষ্ট করবো। কি অদ্ভূত একটা মিল স্যার দেখলাম সকালে সবার বাবা মাকে নিয়ে ভালোবাসার কথা বলেছেন।  আজ এই পোষ্ট টা করতে গিয়ে আমার দুচোখের অশ্রু গুলো কে আটকে রাখতে পারছিনা কিছুতেই। আমি এমনি এক কপাল পোড়া বাবা মায়ের ভালোবাসা কি কখনও অনুভব করতেই পারিনি। কারন জন্মের পর বাবার আদর কি বুঝিনি তার আগেই বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন বাকি পড়ে রইলো মায়ের কথা। মা আজ বেঁচে থেকেও না থাকার মত। কারন বাবা চলে যাবার পর মা মানষিক ভারসম্য হারিয়ে ফেলেন। আচ্ছা মাথার উপর যখন ছাদ থাকেনা তখন কি কেউ সত্যিই ভালো থাকতে পারে?  যখন কেউ বাবা বলে ডাকেন তখন অনেক কষ্ট হয় আমার আমি তো কোন দিন বাবাকে বাবা বলে ডাকতেই পারিনি। বিয়ের পর মেয়েদের আরেক টা বাবা হয় কিন্তু সেই ভাগ্য টাও হলোনা আমার। কারন আমার হাজবেন্ট পৃথিবীতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেলেছে। যাক আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ দুটি বাবা উপহার দিয়েছেন আমাদের দুজনকেই। আসলে সত্যিই আল্লাহ অনেক মহান। সবাই আমার মায়ের জন্যে দোয়া করবেন। আমার পরিবারের সবার জন্যে দোয়া করবেন। সবার অনেক সময় নষ্ট করলাম সবাই কে ধন্যবাদ আমার এই পোষ্ট টা কষ্ট করে পড়ার জন্যে।



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৮০

Date:- ০৫/১২/২০১৯ ইং

নাম: নাজমা আক্তার (মিলা)

ব্যাচ নং অষ্টম।

রেজিঃ নং ৪২০০

শ্রীমঙ্গল মৌলভীবাজার।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।