See More Post

আমার প্রথম স্বপ্ন ভাংগার কারণে উদ্দ্যোক্তা হওয়ার স্বপ্ন টার শুরু


আসসালামু আলাইকুম আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালার দরবারে, যিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন। অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক, মেন্টর, ইকবাল বাহার জাহিদ স্যারকে, যিনি এত বড় একটা প্লাটফর্ম তৈরী করেছেন যার কারণে আজ এত বিশাল এক পরিবারে যুক্ত হতে পেরেছি।আমি গর্বিত এই পরিবার এ যুক্ত হতে পেরে আলহামদুলিল্লাহ। প্রিয় স্যার এবং স্যার এর পরিবার এর জন্য আমার মন থেকে সবসময় দোয়া আছে,থাকবে।আমার জীবনে ইকবাল বাহার জাহিদ স্যার আর্শীবাদ, আমি বলে বুঝাতে পারবো না,স্যার আমার জীবন,আমার স্বপ্ন,আমাকে মানুষ হিসেবে বদলে দিয়েছে। ২০ বছর এর জীবনে আমাকেই কেউ এতটা প্রভাবিত করতে পারে নি যতটা প্রিয় স্যার এর কথা আমাকে প্রভাবিত করেছেন।আমি সত্যিই অনেক কৃতজ্ঞ প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার আপনার প্রতি। আমার ব্যর্থতা গুলো শুধুই আমার কিন্তু আমার সফলতার সবটুকুই আমার আম্মু Fatema Akter কে উৎসর্গ করতে চাই।আমার গুরু,আমার অহংকার আমার মা।আমার মা এর সাপোর্ট ছাড়া আমার অস্তিত্ব থাকতো না।নিজের বলার মত গ্রুপ এ আমার মা আমাকে যুক্ত করেছে। নিজের বলার মত গ্রুপ এর দায়িত্বশীল সকল ভাইবোন এর প্রতি আমার শ্রদ্ধা, আন্তরিকতা, ভালোবাসা।পঞ্চগড় মেসেঞ্জার টিম এর সকল ভাই, বোন এর প্রতি বিশেষ ধন্যবাদ। পঞ্চগড় টিম এর সহযোগিতা ছাড়া আমাকে কেউ চিনতো না।বিশেষ কৃতজ্ঞতা। উদ্দ্যোক্তা হওয়ার গল্পঃ আমার উদ্দ্যোক্তা হওয়ার র্জানি টা বেশি দিনের না,খুব অল্প দিনের, মাত্র তিন মাস। উদ্দ্যোক্তা হওয়ার স্বপ্ন কখনোই দেখি নি। আমার স্বপ্ন ছিলো অন্য ঢাকা বিশ্ববিদ্যালয়।আমার সেই স্বপ্নটা যখন পূরণ হয়নি আমার জীবন পুরো বদলে গিয়েছিলো,আমার এইস এস সি তে প্লাস ছিলো, ভর্তি পরিক্ষার জন্য দিনরাত পরেছিলাম,সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলাম,কিন্তু ফলাফল ০।আমার নিজের ব্যর্থতার দায়ভার আমারই কিন্তু আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি নি, এত অপরাধী মনে হতো নিজেকে,১২/১৩বছর পড়াশুনা করালো,কত টাকা পয়সা খরচ করেছে প্রতিদান দিতে পারিনি,আমার নিজেকে লস প্রজেক্ট মনে হতে লাগলো,ডিপ্রেশনে যে একটা মানুষ কে জিন্দা লাশ বানায় দেয় সেটা আমি ভুগছি,আমার নিজেকে অপদার্থ মনে হচ্ছিলো,আমার ফ্রেন্ডরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে,আমি পাই নি,সবার থেকে যোগাযোগ বন্ধ করে দেই,রিলেটিভদের সাথেও যোগাযোগ বন্ধ করে নিজেকে একদম এক ঘরে করে দেই,কাউকে ভালো লাগতো না,শেষে নিজেকেও সহ্য হচ্ছিলো না,আর বাঁচতে ইচ্ছা করতেছিলো না,মরতেও পারতেছিলাম না,বাবা মা এত কস্ট করে মানুষ করেছে।প্রতিটা সেকেন্ড আমার কাছে অনেক কস্টের ছিলো, ৩দিন ঘুমের ওষুধ খেয়েছিলাম, আত্মহত্যার উদ্দেশ্য না,আমি নিজেকে সহ্য করতে পারতেছিলাম না,তাই ঘুমিয়ে থাকতে চেয়েছিলাম।আমার প্রথম স্বপ্ন ভাংগার কারণে উদ্দ্যোক্তা হওয়ার স্বপ্ন টার শুরু।প্রচুর ডিপ্রেশনে থাকতাম,utv live এর ভিডিও গুলো দেখতাম,গ্রপ এ আছি ১৫ ব্যাচ থেকে কিন্তু পরিক্ষার জন্য আমার আইডি ডিএক্টিভ থাকায় এক্টিভ থাকা হয়নি আগে। নভেম্বর মাসে আমার আম্মু একদিন হঠাৎ করে মেসেঞ্জারে সেশন চর্চার লিংক দেয়, সেখান থেকেই আমার শুরু,নিজের বলার মত গ্রুপ নিয়মিত সেশন চর্চায় অংশগ্রহণ, এক্টিভ থাকা,নিজের প্রতিটা সমস্যার সমাধান আমি স্যার এর সেশন এ খুঁজে পাই।সেশন পরে আমার মনে হতো স্যার হয়তো আমার উদ্দেশ্যে লিখতেছে,আমাকে বুঝার মত কেউ আছে,আমি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে থাকি,আমি অনেক নেগেটিভ ছিলাম,কনফিডেন্স কম ছিলো, কথা বলার জড়তা ছিলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একমাত্র স্যার এর কারণে আমি আমার দুর্বলতাগুলোকে অনেকটাই কাটিয়ে উঠেছি।জীবনে বেঁচে থাকলে অনেক কিছুই করা সম্ভব, 🌸 নিজের বলার মত গ্রুপ থেকে আমার প্রথম অর্জন নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে ভালোবাসা,সৎ মানুষ হওয়া আরও অনেক কিছু। 🌸 ২য় অর্জন নিজের পরিচয় তৈরি করার প্রবল ইচ্ছা, উদ্দ্যোক্তা হওয়ার স্বপ্নের শুরু প্রিয় ফাউন্ডেশন এর হাত ধরে। আমি শখ করে হ্যান্ড পেইন্ট করতাম,কেক বানাই,সেই শখ গুলো দিয়ে আমার উদ্দ্যোক্তা জীবনের শুরু করি।অনলাইন এ পিক দেওয়ার সাথে আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে,মানুষের চাহিদা দেখে আমার উদ্দ্যোক্তা হওয়ার স্বপ্নটা আরও প্রবল হতে থাকে।আলহামদুলিল্লাহ আমার প্রতিদিনই সেল হয়।খুব অল্প দিন আমার উদ্দ্যোগ এর।আশা করছি নিজে পরিশ্রম দিয়ে লেগে থাকতে পারলে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমি অনার্স ১ম বর্ষের ছাত্রী, পড়াশুনা+ উদ্দ্যোক্তা হওয়ার জার্নি একসাথে চালিয়ে যাবো, আমার স্বপ্ন নিজের পাশাপাশি আরও নারী দের কে নিয়ে যারা নিজেরদের কে বোঝা মনে করে।আমি সফল হবো কিনা জানিনা তবে চেস্টা করেই যাবো ইনশাআল্লাহ। প্রিয় স্যার, ফাউন্ডেশনের সকল মেম্বার এর সাপোর্ট, ভালোবাসার খুব প্রয়োজন আমার। সবাই পাশে থেকে উৎসাহ দিবেন। ভুলত্রুটির ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে।আমার যেকোনো ভুল মেনে নিতে আমি প্রস্তুত। সবাই আমার জন্য দোয়া রাখবেন। 📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৩২ Date:- ২৭/০১/২০২২ইং 👤উম্মে হানি জান্নাত ☑ব্যাচ নং:-১৫ ☑রেজিস্ট্রেশন নং :- ৬৭৬১৭ ✅আমার পেইজ:- https://www.facebook.com/ummayhaniofficial/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।