আলহামদুলিল্লাহ।
আজ ৩য় বারের মত রক্ত দান করলাম।
কিছুক্ষন আগেও কোন এক কারনে মনটা খারাপ ছিল, রক্ত দেওয়ার পর অনেক ভাল লাগছে।
আসলে আমাদের স্যার বলেছিলেন “মন খারাপ থাকলে ভাল কিছু করুন বা কাউকে উপকার করুন দেখবেন মন ভাল হয়ে যাবে”।
কথাটা একদম সত্যি।
স্যালুট স্যার।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন বার বার রক্ত দান করতে পারি।
সুমন ভূইয়া
২য় ব্যাচ, রেজি নং:১০৯৫
ডিসট্রিক এম্বাসেডর
নরসিংদী।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।