💘৯০০ তম দিনে, অনুভূতি প্রকাশ🌷 অনুভূতি প্রকাশ🌷অনুভূতি প্রকাশ💘
বিসমিল্লাহির রহমানির রহিম
🕋আসসালামু আলাইকুম🕋
✍️ শুকরিয়া জানাই, সেই মহান রব্বুল আলামিন কে যিনি অত্যান্ত দয়ালু ও ক্ষমাশীল। যার রহমতে আমি ও আমার পরিবার এখন ও সুস্থ ও সবল ভাবে জীবন যাপন করে যাচ্ছি।
🍒ধন্যবাদ জানাই, আমাদের নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের মেন্টর, শিক্ষক,উদ্দোক্তা গড়ার কারিগড়,লক্ষ লক্ষ তরুন তরুনীর স্বপ্নের নায়ক,জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে। যার অক্লান্ত পরিশ্রম ও ভালবাসার বিনিময়ে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন।
🍒ধন্যবাদ জানাই সেই সকল কোর ভলেন্টিয়ার,মডারেটর, কান্ট্রি এম্বাসাডর, ডিসট্রিক্ট এম্বাসাডর, থানা এম্বাসাডর, ক্যাম্পাস এম্বাসাডর, কমিউনিটি ভলেন্টিয়ার ও আজীবন সদস্যদের কে যারা সেই শুরু থেকে আজ অবদি সম্পন্ন বিনা পয়সায় এই ফাউন্ডেশনের জন্য কাজ করে যাচ্ছেন।
🍒আসলে কি দিয়ে শুরু করবো আমি, ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা, এমন কিছু মুহুর্ত আছে, যা কখন ও ভুলা যায় না। যেমন; প্রথম প্রেম, প্রথম মাকে মা বলে ডাকা,১ম উপার্জন। তেমনি, একটি আনন্দ পূর্ণ মুহুর্ত ছিল আমার ভালবাসার ফাউন্ডেশন, নিজের বলার মত গল্প ফাউন্ডেশন হতে প্রথম বারের মত SOD হওয়ার মুহুর্ত। আমি কখন ও ভাবতেই পারিনি এই ফাউন্ডেশনের ভাই বোনেরা আমাকে এত ভালবাসে। ফাউন্ডেশনের ভাই বোনদের এত ভালোবাসাই, আমি আজ সত্যি মুগ্ধ,ও আনন্দিত।
🍒ফাউন্ডেশনে যুক্ত হওয়ার কিছু কথাঃ কোন একদিন রাত ০২ টা বাজে আমি face booking করতে ছিলাম। মোবাইল টিপতে, টিপতে হঠাৎ এক সময় আমার নজর পড়ে যায়,আমাদের নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের ইয়ানা ইসলাম বৃষ্টি আপুর একটি পোষ্ট, ওখানে লেখা ছিল আপনি কি সম্পন্ন বিনা মূল্যে উদ্দোক্তা হতে চান, তাহলে আজই রেজিষ্ট্রেশন করে ফেলুন। ব্যাপার আমার কাছে অনেক টা কৌতুহলি লেগে ছিল।আমি Just০১ টা কমেন্ট করেছিলাম,আমি তো রেজিষ্ট্রেশন করতে চাই কিন্তু কেমনে করবো বুঝতে পারছি না। সাথে সাথে ইয়ানা ইসলাম বৃষ্টি আপু, জামসেদ আলম বাপ্পি ভাই সহ ১৫ জন বলে, আমি আপনাকে রেজিষ্ট্রেশন করে দিচ্ছি, যেটা আমাকে ওবাক করেছিলো।
🍒এর পরে নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের স্যারের এক, একটি ভিডিও সেশন আমি দেখতে লাগলাম। আর এটা আমাকে মুগ্ধ করতে লাগলো।এর ঠিক ০৫ মিনিট পরে একটি পোষ্ট করি আমি আমার জেলার ভাই বোনদের সাথে পরিচিত হতে চাই,সাথে সাথে বাহারাইন হতে রাজীব ইসলাম ভাই, ফরিদ পুর হতে আমীর ফয়সাল মুশাফীর ভাই,আমাকে রিসিভ করে। আমি আসলেই সেদিন অবাক হয়ে গিয়েছিলাম।তখন জেলাগুলোতে সেশন চর্চা ক্লাস ছিল না। সাপ্তাহিক মিট আপ ছিল।
🍒মিট আপে আমি প্রথম দিন যুক্ত হতেই আসাদ রহমান ভাই, আমাকে জুম মিট আপের মাধ্যমে ফ্লোর দেন,ওনাদের উপস্থাপনা, পেজেন্টেশন আমাকে মুগ্ধ করে তোলে। আমি এক এক করে স্যারের সেশন গুলো পড়ি আর এই গুরুপের প্রেমে পড়ে যাই।সেই দিন থেকে শুরু করে, আজ পর্যন্ত লেগে আছি।
🍒কিছু দিন যেতে না যেতেই ফাউন্ডেশনের সিনিয়র ভাই বোনেরা, আমাকে রিকোয়েস্ট করে আপনাকে SOD হতে হবে।
🍒এদিকে কোন একদিন রাতে দুবাই টিমের মডারেটর মোস্তাক আহমেদ মৃধা ভাই, আমাকে আমার পোষ্ট দেখে নক করে বলেন, আপনি কি দুবাই টিমে যুক্ত আছেন, আমি বললাম না। তিনি বললেন আমি যুক্ত করে দিচ্ছি। আমি যেহেতু দুবাই থাকি, আমি দুবাই টিমে যুক্ত হয়ে গেলাম।শুরু থেকেই আমি ছিলাম সুপার এক্টিভ। আমার মধ্যে সব সময় জানার এবং শেখার ব্যাপক আগ্রহ ছিল। আমি সব সময় গুরুপে সময় দিতে লাগলাম। স্যারের একটি কথা আমাকে ব্যাপক ভাবে নাড়া দিল একদিন।
"চাকুরী করবো না
চাকুরী দিবো।
🍒আমি কেন SOD হলামঃ আমি আমাদের সিনিয়র ভাই বোনদের কে জিজ্ঞেস করলাম SOD কি। কিভাবে SOD হওয়া যায়। তাহার আমাকে ৩ টি উপায় বুজিয়ে দিলেন।
১. আপনার জীবনের কিছু সুন্দর ঘটনা লিখে শেয়ার করতে পারেন, যেখানে শিখনীয় বিষয় থাকবে।
২. টপ-২০ তে যুক্ত হয়ে কমিউনিটি ভলেন্টিয়ার হতে পারেন। অথবা
৩. কুইজের উত্তর দিয়ে কমিউনিটি ভলেন্টিয়ার হতে পারেন।
🍒যে কথা কখন ও হয়নি বলাঃ আমি আমার জীবনের যে কথাগুলো কখন কারো সাথে বলি নাই। আমার দুংখ,কষ্ট আমার স্বজন হারা বেদনা, আমার প্রবাস জীবন নিয়ে লিখে, আমি SOD হয়েছি।
কমিউনিটি ভলান্টিয়ার কাজ সমূহ ?
🍒নিজের ব্রান্ড ভ্যালু তৈরি করতে হবে :- আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে এবং তার জন্যে বেশি করে গ্রুপে পোষ্ট ও ভিডিও পোস্ট করতে হবে এবং স্ট্যাটাস লিখতে হবে, এতে আপনার পরিচিত বাড়বে এবং সেই সাথে ব্রান্ড ভ্যালু বাড়বে।
🍒আমাদের গ্রুপ এবং পেইজের মেম্বার বৃদ্ধি করতে হবে।
এইজন্যে যে স্যার চাচ্ছেন বাংলাদেশে একটা ভালো মানুষের ব্র্যান্ড তৈরি করতে এবং তা হয়ে গেছে এখন আমরা বিশ্বাস করি, স্যার কিন্তু সংখ্যা বাড়ানো চাচ্ছে না, স্যার চাচ্ছেন আপনার ইনভাইট এর মাধ্যমে আমাদের গ্রুপ থেকে বিনামূল্যে প্রশিক্ষন নিয়ে কেউ একজন তার জীবনের মোড় পরিবর্তন করুক, কেউ একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক, কেউ একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করুক, এখান থেকে শিক্ষা নিয়ে তাঁরা যেন একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে পারে, এই জন্যই আপনারা আপনাদের কাছের মানুষদেরকে এই গ্রুপে যুক্ত করার মাধ্যমে অন্যের উপকার করা, যারা সবসময় একটিভ থাকবে এবং কিছু জানার আগ্রহ থাকবে।
🍒গ্রুপে আসবে আবার চলে যাবে এরকম মেম্বার আমাদের গ্রুপে যুক্ত করার কোন দরকার নেই, কারন তাদের
শিখার আগ্রহ নাই।
🍒যা কিছু আমি পেয়েছিঃ আমি যা কিছু পেয়েছি তার জন্য আমি স্যার কো ধন্যবাদ জানাইতেছি।
এখান হতে আমি পেয়েছি একটা পরিবার,লাখ লাখ ভাই বোনের ভালবাসা।সারা বাংলাদেশ ও ৫৭টি বাহিরের দেশের প্রবাসীদের সাথে যোগাযোগ করার নেটওয়ার্ক। সাহস,উদ্দীপনা, কি ভাবে ভাল মানুষ হওয়া যায় তার পথ , সফল উদ্দোক্তা রাস্তা।
🍒 কৃতঙ্গতা প্রকাশঃ এই ভালবাসার মানুষ গুলোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাকে দেশ ও প্রবাস হতে আপনাদের নিজের সময় হতে সময় নষ্ট করে, আমাকে এত ভালবাসা দিয়ে গত ৩০-০৭-২০২১ তারিখ রোজ শুক্রবার, সকলে আমাকে অসংখ্য ভালবাসা দিয়ে SOD 🌿নাম্বার ০১ তালিকায় বসিয়েছেন। 👇👇
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1339297879874898/
🌷🌿যে সকল ভাই বোনেরা, আমাকে SOD বানানোর জন্য পুরো দিন নিরলস ভাবে সাপোর্ট দিয়েছেন। তাদের কথা না বললে, আমি নিজেকে অপরাধী মনে করবো। তারা হলেন ;
১. মারুফ হোসেন ভাই
২. আশিক রহমান ভাই
৩. মোস্তাফিজুর রহমান ভাই
৪. ফারাজানা খানম জিতু আপু
৫. লুবাবা তুল জান্নাত আপু
৬. মিতালী আক্তার মিতু আপু
৭. মোস্তাফিজুর রহমান মনির ভাই
৮. সাগর ভাই
৯. মেহেদী হাসান ভাই
১০. সুকান্ত ভট্টাচার্য দাদা
১১. আবুল খায়ের ভাই
১২. রিতা আক্তারি আপু
১৩.মুজাহিদ মিনা ভাই
১৪. আসাদ রহমান ভাই
১৫. সাথী আক্তার সাথী এবং
১৬.রাবেয়া মুন্নী আপু সহ আরো দেশ ও প্রবাশের অনেকে।
🤲🤲পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফাউন্ডেশনের হয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে পারি এবং একজন সফল সৎ উদ্দোক্তা হয়ে কিছু মানুষের ভাগ্য উন্নয়নে, কর্ম সংস্থানের ব্যবস্হা করতে পারি এবং বুক ভুলিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি। আমিন।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
💘💘শুভকামনায়💘💘
👇
🦋🦋🦋 আমি 🦋🦋🦋
👇
💎 নাইমুল হাসান সোহেল
💎কান্ট্রি এম্বাসাডর, দুবাই, UAE
💎ওয়েভ টিম ও ই-কমার্স টিম মেম্বার
🇧🇩 ২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার
❤️রেজিষ্টেষণ টিম মেম্বার
💎 ব্যাচ নং-১৩
💎 নিজ জেলা - ফরিদপুর
💎 রেজিষ্টেশন নং-৫২৭৭৩
💎 ব্লাডগ্রুপ -0+
💎 এগ্রো ফোরাম সদস্য
💎 English life time couse. life time member.
💎 এসো কোরআন শিখা ছাত্র
💎 ব্লাড ডোনেশন টিম মেম্বার
💎 বর্তমান অবস্থান - দুবাই, রেমিট্যান্স যোদ্ধা।
❤️আমার পেজটা ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
https://-www.facebook.com/Mitas-111084961571810/Shop
♦️জীবনে ভাল থাকার জন্য অনেক কিছু প্রয়োজন নেই, দরকার একটু খানি❤️এই একটু খানিকে হাসিমুখে জড়িয়ে থাকার নামই জীবন 💜
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।