See More Post

ধানমন্ডি জোন আয়োজিত রিক্সা ওয়ালা সিএনজি ওয়ালা দুঃস্থ অসহায় মানুষ এর মাঝে ঠান্ডা পানি স্যালাইন ও পাকা আমের ফ্রেস জুস বিতরন করা হয়।

আসসালামু আলাইকুম 

কেমন আছেন সবাই ???  


বিশ্ব জুড়ে তাপদাহ চলছে 🔥 মাথার উপর সূর্য মনে হয় পানি ও ফুটন্ত গরম তার মধ্যে কারেন্ট মামা যায় আসে। 


আমরা যারা নিম্ন মধ্যবৃত্ত আয়ের মানুষ তারা একটু হলেও আমার পাই কিন্তু মেহনতী খেটে খাওয়া মানুষ গুলোর কি অবস্থা ??  দেখা যায় রিক্সা ওয়ালা মামা যদি ২০ টাকা ভাড়া ৪০ টাকা চায় তাহলে খেপে গিয়ে অনেক কথা বলে দিই। অথচ একবারও ভাবি না পায়ে হেঁটে যেতে গরমের মধ্যে কতোটা কষ্ট হয় তাহলে সেই পা দিয়েই আমাদের কে নিয়ে যায় রিক্সায় করে। ঘাম মুছতে মুছতে ভিজে যায় তার সাথে থাকা গামছা। 


ছোট্ট বেলায় দাদীকে দেখতাম মাটির মটকা করে পানি দিতেন বাহিরে সাথে একটা এ্যালুমিনিয়াম এর মগ। 


রাস্তা দিয়ে যারা যাবে তাদের জন্য পানি পান করেন। অনেক সময় মুড়ি মুরখী দিতেন। কারণ অনেকেই খালি পানি খেতে পারেন না বলে। 


সেই রকম একটা চিন্তা ধারার মানুষ এখন আমার দেখা। 

যিনি অক্লান্ত পরিশ্রম করেন সবার জন্য। প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার। শতাব্দীর সেরা চিন্তা ভাবনা করে এক ধাপ এগিয়ে সব সময়। 


শত শত তরুণ তরুণী আইডল সুপার ম্যান "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ স্যার। যার কথা শুনে হতাশ হয়ে যাওয়া মানুষ ও অনুপ্রেরণা পেয়ে জীবনের গল্প তৈরী করেছেন। 


সেই রকম তার দিক নির্দেশনা অনুযায়ী আজকে সকাল টা অন্য রকম হয়েছে আমার। 


লিজেন্ড ধানমন্ডি জোন সব সময় তার কথা মতো কাজ করেন সবার আগে। 


তাপদাহ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য ট্রাফিক পুলিশ রিক্সা ওয়ালা সিএনজি ওয়ালা দুঃস্থ অসহায় মানুষ এর মাঝে ঠান্ডা পানি স্যালাইন ও পাকা আমের ফ্রেস জুস বিতরন করা হয়েছে। 


এতো ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে ধন্য। 


আপনি আমি সবাই কিন্তু এরকম ছোট ছোট কাজ করে দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত হতে পারি। 


সবচেয়ে যার কথায় অনুপ্রেরণা হয়েছি তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ পাক এর কাছে স্যার এর জন্য। 


আমার উদ্যোক্তা হওয়ার জন্য এরকমই কাজ করে যাচ্ছি। অসহায় বিধবা মা এতিম বাচ্চাদের জন্য। যতটুকু লাভ হয় ততটুকু ই তাদের জন্য ব্যয় হয়। নিজের জন্য কিছু করি না কারণ আমার জন্য আমার হাসবেন্ড যথেষ্ট। 


কাজ করছি সব ধরনের হোম মেইড খাবার নিয়ে। 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।