See More Post

এক ঝাঁক দায়িত্বশীল ও আ‌জীবন গ‌র্বিত মেম্বারদের উপস্থিতিতে সম্পন্ন হলো মতিঝিল জোনের মাসিক অফলাইন মিট আপ।

#মতিঝিল_জোন_বিনিয়ে_একধাপ_এগিয়ে । 


মতিঝিল জোন এর মাসিক ফিজিক্যাল মিটআপ 

অদ‌্য ১৬-০৬-২০২৩ইং রোজ শুক্রবার অত্যন্ত সুন্দর, চমৎকার ও শতভাগ সফল ভা‌বে সম্পূর্ণ  হয়েছে। আলহামদুলিল্লাহ্। 


🌿কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি, 

প্রিয় মেন্টর  প্রিয় শিক্ষক- লাখো তরুণ-তরুণীর আইডল, জীবন্ত কিংবদন্তি জনাব Iqbal Bahar Zahid   স্যারর প্র‌তি। 


♥️এক ঝাঁক দায়িত্বশীল ও আ‌জীবন গ‌র্বিত মেম্বারদের উপস্থিতিতে সম্পন্ন হলো মতিঝিল জোনের  মাসিক অফলাইন মিট আপ। 


🌿 অনুষ্ঠা‌নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিক নির্দেশনা মুলক বক্তব্যে প্রাণবন্ত ক‌রে তু‌লেন সক‌লের প্রিয় ব্যা‌ক্তি, ভালবাসা ও ভালগার প্রিয় লিডার

সম্মানিত কোর-ভলা‌ন্টিয়ার ও মডা‌রেটর

Jahangir Khan  ভাইয়া চমৎকার নির্দেশনা প্রদান করেন যা সবাই মনোযোগ দিয়ে শুনেছেন।


🌹এছাড়াও জোন এম্বাসাডর৷ Farjana Farj আপু ও Jowel Rana  ভাইয়াও সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য ও নির্দেশনা প্রদান করেন। 


👉মিটআপের মূল আলোচ্য বিষয়: 


👉১. নতুন সদস্যদের বরণ। 

👉২. ২০০০ তম প্রোগ্রামে উপস্থিতি নিশ্চিতকরণ। 

👉৩. সেশনে সবার উপস্থিতি নিশ্চিতকরণ। 

👉৪. উদ্যোক্তাদের প্রোমোটিং। 

👉৫. নতুন সদস্য যুক্তকরণ 


ব্যস্ততার কারনে আমাদের জোনের নারী লিডার সম্মানিত জেলা এম্বাসেডর ও মডারেটর Nasima Rupa  আপু যুক্ত থাকতে না পারলেও আমরা মিস করেছি আপুকে।


☘️উপস্থিত ছিলেন

ঢাকা জেলা এম্বাসাডর Shahin Alam   ভাইয়া যার অসাধারণ গঠনমূলক বক্তব্যে আমাদের অনুপ্রানীত করেছে।


মতিঝিল জোন এম্বাসাডর Jowel Rana ভাইয়া চমৎকার উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন। 

মতিঝিল জোন এম্বাসেডর Farjana Farj  আপু আন্তরিক বক্তব্য ও সাপোর্টে আরও প্রানবম্ত হয়ে উঠেছিল। 


এবং সম্মা‌নিত থানা এম্বাসেডর @syeda Tonia  আপু Hijbullah Dinajpuri  ভাইয়া ওনাদের ভলান্টিয়ারিং এ আমরা এতো চমৎকার একটা মিট-আপ উপহার পেয়েছি।


বিশাল এই পরিবারের আমিও একজন সদস্য, ভাবতেই ভালো লাগে আজকে সকল ভাইয়া আপুদের সাথে একত্রিত হয়ে বুঝতে পারলাম কতোটা মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে আছি ।


🌿 সমাপ‌নি বক্তব্য প্রদান ক‌রেন 

ম‌তি‌ঝিল জো‌নের  শ্রদ্ধাভাজন  অনেক সিনিয়র  Md. Ruhul Amin ভাইয়া  ।


🌿 কৃতজ্ঞতা জ্ঞাপন 🌿

শ্র‌দ্ধেয় ভলা‌ন্টিয়ার থানা Sabbir Ahmed ভাইয়া, ক্যাম্পাস এম্বাসেডর 

Shîshîr Ãhmed Sayem  ভাইয়া সহ যারা সর্ব প্রকার সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন। 

শ্রদ্ধাভাজন লিডার বৃন্দ সহ উপ‌স্থিত সক‌ল কে ম‌নের গভীর থে‌কে শ্রদ্ধা ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি। 


তারিখ ১৬-০৬-২০২৩ ইংরেজি 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।