আলহামদুলিল্লাহ
পঞ্চগড় জেলা টিম কতৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী মিটআপ।
সময় - আজ বিকেল ৩ টা
স্থান- জিরো ক্যাফে হাউজ
আজকের মিটআপ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরী পঞ্চগড় এর সম্মানীত ডি এম জনাব Shah Mohammad Jonayed স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাসিব পঞ্চগড় জেলার সভাপতি জনাব Saif Saifullah স্যার।
ঈদ আড্ডা ও ২০০০ তম দিন উৎযাপন প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এবং জেলা শিল্পকলা একাডেমি বুক করা হয়।
জেলার দায়িত্বশীল জেলা এম্বাসেডর, উপজেলা এম্বাসেডর সহ সম্মানিত আজীবন সদস্য দের উপস্থিতি তে সফল একটা মিটআপ সম্পন্ন হলো।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।