নিজ জেলা গোপালগঞ্জ সদর, এখানেই আমার শৈশব এবং বেড়ে ওঠা, আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা ছয় ভাই ,ছয় বোনের মধ্যে আমি সবার ছোট, আমি সব ভাই বোনের খুব আদরের ছোট ভাই ছিলাম।
আমার বড় চার ভাই এবং চার বোনের বিয়ে আমি দেখিনি, আমি যখন একটু একটু বুঝি তখন থেকে দেখি আমার চার ভাই বিয়ে করে আলাদা বাড়ি করে থাকেন, আমি ও, আমার এক ভাই, মা বাবা ,দুই বোন ও দাদি কে নিয়ে ছিল আমাদের পরিবার, (আমার দাদা আমার জন্মের আগেই মারা গিয়েছেন ),

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ছোটবেলায় দেখেছি আমাদের সংসারে খুব অভাব ছিল, আমার মাকে দেখেছি মানুষের বাড়িতে কাজ করতে, বিনিময় চাউল নিয়ে আসতেন, এবং রান্না করে আমাদের খাওয়াতেন, আমার বাবাকে আমি কোনদিন দেখিনি কোথাও কোন কাজ করতে, কোনদিন একবেলা আটার রুটি খেয়েছি কোনদিন খাইনি এভাবেই চলত আমাদের দিনরাত, আমার বড় বোনের শ্বশুরবাড়ি ছিল আমাদের গ্রামেই, আমার মাঝে মধ্যে খিদা লাগলে বড় বোনের বাড়িতে যেতাম, বড় বোন জিজ্ঞেস করতো ভাত খাইছিস, আমি বলতাম না, তারপর আমাকে ভাত দিত আমি খেয়ে চলে আসতাম, আমি ছোটবেলায় খুব রাগি ছিলাম, আমি যা চাইতাম সেটা মায়ের কাছ থেকে আদায় করে নিতাম। আমার বাবা ছিলেন একজন সৎ লোক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, কোনদিন দেখিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতে, এবং গ্রামের সব মানুষ খুব ভালো জানতেন আমার বাবাকে, লোক মুখে শুনেছি আমার দাদার অনেক সম্পত্তি ছিল, এখনো লোকে বলে এটা তোমার দাদার জমি ছিল ,ওইটা তোমার দাদার বাড়ি ছিল? আমার জন্মের পর আমার দাদাকে আমি দেখিনি, আমাদের গ্রামের একটি বাড়িতে একটি পাকা করা কবর রয়েছে ,আমার বাবার মুখে শুনেছি ওটা আমার দাদার কবর, এবং ওই বাড়িটি ছিল আমার দাদার, ওই বাড়িটি আমার বাবা বিক্রি করে দিয়েছেন? এবং ওই গ্রামেই অন্য জায়গায় গিয়ে বাড়ি করেছে।