ইউনিক দুবাই রাস আল খাইমা টিমের উদ্যোগে বোনবোজন ও অফলাইন মিট আপ সম্পন্ন।
ইউনিক দুবাই টিমের সুপার এক্টিভ কমিউনিটি ভলান্টিয়ার ও মডারেটর আবুল হাশেম খন্দকার ভাইয়ের উদ্যোগে বোনবোজন অফলাইন মিট-আপের আয়োজন।
প্রবাস জীবনে আমার সাথে যারা আছে তাদের সবাইকে একটু আনন্দ দিয়ে খুশিতে মাতিয়ে রাখার চেষ্টা।
সবার কাছে দোয়ার দরখাস্ত এইভাবে সবাইকে সাথে নিয়ে আনন্দের সাথে জেন প্রবাস জীবনের সমাপ্ত করতে পারি।
আমাদের আজকের আয়োজনে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইউনিক দুবাই টিমের কান্ট্রি ও মডারেটর সহ দুবাই এবং রাস আল খাইমা টিমের অনেক আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। , এই আয়োজনে প্রায় ৫০+ জনের একটা টিম যুক্ত ছিলো আলহামদুলিল্লাহ।
আন্তরিক কৃতজ্ঞ ও ভালোবাসা রইল আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব @Iqbal Bahar Zahid স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এত সুন্দর একটা নেটওয়ার্ক তৈরি করার সুযোগ করে দিয়েছেন।
আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল আবুল হাশেম খন্দকার ভাইয়ের প্রতি সংযুক্ত আরব আমিরাত ইউনিক দুবাইয়ের রাস আল খাইমাতে এত সুন্দর একটি আয়োজন করার জন্য।
ইউনিক দুবাই টিমের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের আয়োজনে সাড়া দিয়ে আয়োজনটিকে সাফল্যমন্ডিত করার জন্য।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।