প্রাণের সিরাজগঞ্জ জেলা টিমের ঈদ পুনর্মিলনী মিটআপ অত্যন্ত সুন্দর এ প্রাণবন্ত ভাবে সম্পুর্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার জেলার সকল সদস্য এবং দায়িত্বশীল ভাই- বোনদের পক্ষে থেকে আপনাকে জান্নাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা,
ঈদ মোবারক,,
প্রাণের সিরাজগঞ্জ আগের থেকে অনেক বেশি সুসংগঠিত এবং সুশৃঙ্খল। জেলাকে সুন্দরভাবে এগিয়ে নিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন সম্মানিত দায়িত্বশীল গণ।
যে সকল দায়িত্বশীলগণ নিরলস ভাবে পরিশ্রম করে এবং বহু দূর-দূরান্ত থেকে উপস্থিত হয়ে যে সকল ভাই বোন উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন তাদের
সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা।
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সন্মানিত কোর ভলেন্টিয়ার মানিক রাজ ভাই, আনোয়ার ভাই, হুজাইফা ভাই, আমিনা আপু, লতিফ ভাই সহ আরও অনেকের প্রতি।
সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে প্রাণের সিরাজগঞ্জ সেই প্রত্যাশাই ব্যক্ত রাখছি।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।