❤️গল্পে গল্পে সেল পোস্ট❤️
একটা সময় ছিলো সকাল শুরু হতো পৃথিবীর বুকে মিটমিট আলো ফোঁটার সাথে সাথে।কিন্তু যান্ত্রিকতা আমাদের থেকে সেই মিটমিট করে অদৃশ্য স্থান থেকে দেয়ে আসা সেই আলোয় ভরা স্নিগ্ধ সকাল কেড়ে নিয়েছে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য যখন দেখা মিলে তার মাঝে অন্যতম এই মিটমিটে আলোর প্রভাত।স্রষ্টার আপন হাতে গড়া সৃষ্টি কতটা সুন্দর সেটা দেখার সৌভাগ্য এখন আমাদের খুব কমই হয়।আমাদের সকাল এখন শুরু হয় বেলা ৯/১০টায়।এটাকে আসলে সকাল বলা যায় কি না ঠিক সিউর না।আর তারপর থেকেই হাতে থাকে এক যন্ত্র"মোবাইল ফোন"।আমরা তো সূর্যের আলো দেখার আগে দেখি ফোনের আলো।কি জীবন!!!আহ 🤷♀️
কিন্তু এটাও মেনে নিতে হবে।সময় পালটাই,সাথে মানুষ,তাদের জীবনযাত্রা,তাদের কর্ম সকল কিছু।সময় সব কিছু পাল্টে দিতে পারে।আর আমাদের কে সেই পরিবর্তনে কিছুটা মেনে বাকিটা মানিয়ে নিতে হয়।এটাই জীবন।
এইসব কিছু নিয়ে আক্ষেপ করছিলো আমার ফুপু।উনারা বড় হয়ে মোবাইল দেখেছে হাতে গুনা কয়েকটা।আর স্মার্ট ফোন তো তখন তাদের কল্পনায় ছিলো।আর এখন সেটা সবার হাতে।আমার ফুপুর ধারনা মোবাইল হচ্ছে সকল নষ্টের মূল।তার কাছে সকল প্রভলেম এর একটাই কারন।মোবাইল ফোন।আবার সমাধান ও একটাই।মোবাইল চালানো বন্ধ করে দেও সব ঠিক হয়ে যাবে।মোবাইলের গুরুত্ব তাকে বুঝানো মুশকিল ই নয় কেবল প্রায় অসম্ভব ব্যাপার।ফুপুর ছেলে তো বলেই দিয়েছে তুই আম্মার সাথে কথা বলে নিজের মাথা খারাপ করি না।কিন্তু আমিও আজকে ফুপুকে বুঝাবোই আসলে খারাপের মাঝেও অনেক টা ভালো আছে এই দৃঢ় সংকল্প নিয়ে বসেছি। দেখা যাক কি হয়।
ফুপুকে বলা শুরু করলাম_______
আচ্ছা ফুপু তুমি যখন তোমার তুমার বিয়ের পর তো ফুপাজান জবের জন্য দূরে থাকতো আর তুমি বাড়িতে।তখন কি তোমার ইচ্ছে করতো না যদি একটু কথা বলতে পারতাম,যদি দেখতে পারতাম।তোমার অসুখ হলেও তো জানাতে মন চাইতো, কি চাইতো না?
>>হে ইচ্ছে তো করতোই।কিন্তু সে ছিলো কত দূরে চাইলেও সম্ভব ছিলো না।২মাস পর পর একটা চিঠি দিতো শুধু।আর আমি এখানে কেমন আছি,কি করছি,কোন খবরই তো তার কাছে থাকতো না।তখন খুব ইচ্ছে করতো।
~~আর এখন?এখন তোমরা এক সাথেই থাকো কিন্তু তবুও তুমি এইযে আমাদের বাড়িতে আছ,অনেক দূরে কিন্তু চাইলেই খুঁজ খবর নিতে পারবে কয়েক সেকেন্ডে।দেখতেও পারবে।তোমার বড় মেয়ের সাথে বিদেশে যোগাযোগ করতে পারবে,কিন্তু এখন কি চাইলেই তুমি বিদেশে যেতে পারবে তাকে দেখতেএখন তোমাকে আফসোস করতে হবে না,কষ্ট ও পেতে হবে না।এটা কি করে সম্ভব হয়েছে বলো?স্মার্ট ফোনের মাধ্যমে।
>>হে সেটা জানি, কিন্তু তার মানে এইনা এটা অনেক ভালো কিছু করছে।এটা অনেক সুবিধা হয়েছে কিন্তু এই তোদের মতো পোলাপান সারাদিন ফোন নিয়ে পরে থাকে,তোরা পারলে ফোন গিলে ফেলছ সারাদিন করছ টা কি ফোনে?হে?
~~ফুপু তুমি বুঝতাছ না কেন।সকল কিছুরই ভালো খারাপ আছে।আমরা সারাদিন ফোন চালাই না।সমস্যা হচ্ছে আমাদের হাতে ফোন ২বার দেখলেই তোমরা সেটা সারাদিন বলো।আর ফোনে কি করি?এখন সকল কিছু ফোনে সম্ভব।এইযে মাস শেষে ভাইয়ার হাতে সকল বিলের এতগুলো কাগজ ধরিয়ে দেও সেগুলোর জন্য কি ভাইয়া এক এক বার এক এক ব্যাংকে দৌড় পারে?যদি এমন করতে হতো কত সময় নষ্ট হতো,কষ্ট হতো বলো।কিন্তু ফোনের মাধ্যমে সহজেই সকল বিল পে করে দিচ্ছে ঘরে বসেই।এই কাজটার জন্য তো ফোন লাগবে তাই না?আনার ধরো তোমার ঢাকা যেতে হবে রাতে ঠিক করলে।এখন টিকেট পাবে কোথায়?এতো রাতে যাবে ট্রেনের টিকিট করতে?কতটা প্যারা বলো।কিন্তু তুমি চাইলেই সহজেই ফোনের মাধ্যমে অনলাইন থেকে টিকিট নিতে পারবে।কোন প্যারা নাই।এগুলো ভালো না??
>>সে সবই ভালো।আর সারাদিন যে নাওয়া খাওয়া বাদ দিয়ে ফোন গিলে খাও সেটা কি??
~~আরে ফুপু কোথায়?আর তোমার ছোট ছেলে যে এইবার ঈদে তোমাকে এত দামী, এতো সুন্দর একটা শাড়ি গিফট করলো সেটা কেম্নে বলো?সেটার খুঁজ তো রাখো না।ছেলে তো করে পড়াশোনা তাও মাত্র ইন্টারে।টাকা পেলো কোথায়?তোমার ছেলে ফোনে অনলাইনে রিসেলার বিজনেস করে।ফোন দিয়ে।ঐখান থেকে টাকা পেয়েছে।বুঝলে?
>>তাই নাকি?কিন্তু আমি জিজ্ঞেস করলাম তখন তো বললো তার জমানো টাকা।
~~সেটা তো তুমি বকবে তাই বলেনি।ভালো ও অনেক কিছু করা যায় বুঝলে।এক মুহূর্তে বিশ্বের সকল খবর নেওয়া যায়,দেশের সকল খবর নেওয়া যায়।সকল কিছু সম্ভব।আর তুমি যে খারাপের কথা বলো সেটাও আছে কিন্তু তাই বলে ভালো না এটা কিন্তু ঠিক না।
>>হয়ছে জ্ঞান দেওয়া বন্ধ কর।তোর ভাই যে ফোনে কি ফেইসবুক না কি সেখানে প্রেম করে বিয়ে করলো সেটার কি??
~~ফুপু প্রেম তো তোমার পাশের বাড়ির মেয়ের সাথেও করতো পারতো, তখন সমস্যা না ফেইসবুকে করলো এটা সমস্যা তোমার? আর ভাবি তো কতো ভালো তুমি ই বলো তাও সমস্যা? তুমি আসলে সমস্যা খুঁজে খুঁজে বের করো।
>>আচ্ছা তুইই সারাদিন কি করছ ফোনে?নিজের টা বল।
~~ফুপু আমি অনলাইনে বিজনেস করি।তোমার ছেলের বউ যে অনলাইন থেকে কেনাকাটা করে,বাসায় এসে দিয়ে যায় এগুলো অনলাইন থেকে আমাদের থেকেই কিনে।বুঝতে পারছি তোমাকে একটা ফোন দিতে বলবো ভাইয়াকে তারপর একটা ফেইসবুক খুলে দিতে বলবো।
>>কিসের বিজনেস তোর?তুই পড়াশোনা রেখে কি করছ এগুলো?
আর বুড়া বয়সে আমার এইসব লাগবে না।তোরাই মর ফোন নিয়ে।
~~আরে ফুপু পড়াশোনা তো করি।সেটার পাশাপাশি বিজনেস।দাঁড়াও দেখাই।
এই দেখো এটাকে বলে পেইজ।আর এটা পেইজের নাম প্রিয়ণিকা-prionika। আর এগুলো আমি বানিয়েছি সব গুলো। দেখে বলো কেমন হয়েছে?
>>এগুলো তো সুন্দর। তুই কি করে বানাইলি?এগুলো তো কিনার মতো দেখা যায়।
~~দেখা তো যাবেই।আমি করেছি না??🤗
ভাবি যে একটা সেট নিলো তুমি দেখোনি?
>>তোর ভাবি বললো তোর থেকে নিছে,তুই বানাছ নাকি তা বলেনি।আসলেই তুই বানাস?
~~আরে হে ফুপু।তোমার বিশ্বাস হচ্ছে না তো?দাঁড়াও একটা জিনিস দেখাই।
তোমার ছেলের বউ কাল আমাকে কল দিয়েছে, তার যে বোনের বিয়ে তোমার ছেলে তার জন্য কালো শাড়ি এনে দিয়েছে বিয়েতে পরবে,সাথে একটা গহনা আনেনি।ভাবি তো হিজাব পরে।লং মালা লাগবে।তার কাছে কালো লং কোন সেট ছিলো না।তখন আমাকে বলেছে বানিয়ে দিতে।এটা বানিয়েছি তার জন্য।দেখো।একটা নাম ও দিয়েছি,🖤কৃষ্ণরেখা🖤
>>হায় আল্লাহ সত্যি তুই বানিয়েছিস?অনেক সুন্দর হয়েছে।এটা তার কাছে পাঠাবি কেমনে?
~~ফুপু অনলাইনে সবাই অর্ডার করে আর কুরিয়ার করে পাঠিয়ে দেই।ভাবি ২দিন এর মাঝেই পেয়ে যাবে।এগুলো কিন্তু মোবাইল দিয়ে করি,হে।।মোবাইল দিয়ে আরো অনেক কিছু শিখছি একটা প্লাটফর্ম থেকে।তুমি জানো না ফুপু দুনিয়ায় এখনো অনেক ভালো মানুষ আছে।আমাদের স্যার অত্যন্ত ভালো মানুষ।আমাদের কে ফ্রিতে কত কিছু যে শেখায় ফুপু।আর গ্রুপের মানুষ গুলো ও অনেক ভালো।তাদের সাথেই যুক্ত থাকি।ভালো দের সাথে থাকলে ভালো হয় তুমি ই তো বলো।মোবাইল সব সময় খারাপ না।
>>হে বুঝলাম।তাহলে তোরা ফোন এ কাজ ও করছ।গেইম,ফালতু সময় নষ্ট করে ফানি ভিডিও না দেখে,ভালো লাগলো।আর সব সময় বকবো না।তবে একটু কম করিছ।ক্ষতি ও অনেক ফোন এর।সাবধানে থাকবি সব সময়।
~~তুমি যে এইটুকু শিকার করেছ এটাই অনেক 🥰।আমরা বড় হয়েছি,বুঝতে পারি ভালো খারাপ মোটামুটি, তুমি এতো চিন্তা করো না তো।আর মোবাইল কম চালাবো,হুম?খুশি?
>>তুই আসলেই পাগল।চল অনেক হয়েছে।এখন যা ফোন দেখ😆
বাহ ফুপু কি ভুল করে বলবো লাস্ট কথাটা?নাকি সত্যি? 🤔🤔
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩৭
Date:- ২৫/০৫/২০২১
আমি হিজাব ইমতিয়াজ সায়মা
ক্যাম্পাস এম্বাসেডর
ব্যাচ-১২
রেজি-৩৮২৮২
জেলা-ময়মনসিংহ
কাজ করছি হাতের তৈরি গহনা নিয়ে
#প্রিয়কে_সাজাই_প্রিয়ণিকা
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।