See More Post

চকলেট ফিকশন

#গল্পে গল্পে সেল পোস্ট


 স্বপ্ন দেখুন সাহস করুন লেগে থাকুন....... Iqbal Bahar Zahid স্যার 


আসসালামু আলাইকুম, আমি এই লেগে থাকার সুফল নিয়ে আমার আজকের গল্পটি বলব যা আমার সাথে এই নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে ঘটেছে। 


আমি ১৪ তম ব্যাচ শেষ করার পর নিয়মিত পোস্ট করতে শুরু করি। প্রথম দিকে আমি তেমন রেসপন্স পেতাম না কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভাল রেসপন্স পেতে শুরু করি। 


একদিন আমার পোস্টে মালেয়েশিয়া প্রবাসি একজন ভাই  কমেন্ট করেন,

'আপু চকলেট নিতে চাই, ইনবক্স চেক প্লিজ'


আমি ইনবক্স চেক করলাম, 


ভাইয়া চকলেট এর প্রাইজ আর ভ্যারাইটি জানতে চাইলেন, 


আমি তাকে সব ইনফরমেশন দিলাম। 

তারপর বেশ কিছু দিন কোন খোজ নেই। 


হঠাৎ একদিন নক, আপু চকলেট লাগবে

ওকে, আবারও বেশ কিছু চকলেট রিলেটেড প্রশ্ন কিন্তু অর্ডার কনফার্ম করলেন না।


তার কয়েকদিন পর আবার নক


এবার আমি বললাম ভাইয়া আপনি কাকে দিতে চাচ্চেন আর কেমন বাজেট বললে আমি আপনাকে হেল্প করতে পারি পছন্দ করতে। আপনি মনে হয় কোনটা নিবেন পছন্দ করতে পারছেন না। 


ভাইয়া, জি আপু। আমি আমার পছন্দের একজনকে পাঠাতে চাই। হাজার পনের শ মধ্যে করে পাঠালে হত।


আচ্ছা, আমি তাকে হেল্প করলাম।


উনি আমাকে ফাইনাল্লি একটা চকলেট বক্স দেখালেন আমার পেজ থেকে আর একটা SMS  চকলেট।  

বক্সের চকলেট গুলো হার্ট সেইপের ছোট চকলেট।


আমি, ভাইয়া বক্স এর মত করে দেয়া যাবে। আর SMS গুলোতে চকলেট এ কি লিখতে চাচ্ছেন, 


ভাইয়া, লাভ ইউ লিখে দিয়েন। 


 ওকে ভাইয়া। 


আপু সুন্দর করে হার্ট সেইপ করা যাবে?


আমি বললাম ভাববেন না। আমি চেষ্টা করছি।


আমি খাতায় উনার অর্ডারটি লিখে রাখি। সিরিয়াল ওয়াইজ ৪ দিন পর বানাব।


দুইদিন পর ভাইয়ার নক। আপু আমি আন্তরিক ভাবে দুঃখিত

 অর্ডারটি কেনসেল করছি।


আমি ইটস ওকে লিখে দিলাম। নিশ্চয়ই ঝগড়া হয়েছে তাদের🤣


ঠিক দুইদিন পর আবার নক,

আপু আপনি কিছু মনে করবেন না অর্ডারটি আবার দিতে চাচ্ছি।পরশু দেয়া যাবে?


আমি বললাম ঠিক আছে ভাইয়া। ইউজুয়ালি পেইমেন্ট আমি এডভান্স নেই যেহেতু ঢাকার বাইরে থাকি তাই। আর উনার অনিশ্চয়তা দেখে আরো আগে নেয়া উচিত। কিন্তু নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন বিশ্বাসের জায়গা। এখানে আমারা শুধু পণ্যই বিক্রয় করি না বিক্রয় করি আস্থা, বিশ্বাস।


আমি এডভান্স পেইমেন্ট ছাড়াই চকলেট তৈরি করলাম। একটা বড় হার্ট সেইপের চকলেট যার ভিতরটা বিভিন্ন বাদাম আর ক্যারামেল দিয়ে ভরা। যেন এক টুকরো লাল ভালবাসা হাতের মধ্যে।  সাথে দুটো ছোট হার্ট সেইপ চকলেট আর একটা পুতুল  আমি গিফট দিলাম। দুইটা SMS চকলেট।  


আমি টোটাল বিল উনাকে ইনবক্সে করার প্রায় সাথে সাথে উনি আমাকে পেইমেন্ট করে দিলেন। 


সত্যি এটাই নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।


স্যার সব সময় আমাদের লেগে থাকার কথা বলেন, বলেন নমনীয়তার সাথে কাস্টোমার ডিল করতে। রিপিট কাস্টোমার বাড়াতে। আমি ও স্যারের কথা অনুযায়ী চলার চেষ্টা করি এবং সর্বাত্মক চেষ্টা করি কাস্টোমার সেটিসফিকশনে। 


রিসিভার চকলেট রিসিভ  পর ভাইয়া আমাকে নক দিয়ে অনেক ধন্যবাদ জানান। আপুটা চকলেট অনকে পছন্দ করেছেন। খুব সারপ্রাইজড হয়েছেন। তিনি আবারো নেক্সট মান্থে অর্ডার করতে চান। 


আলহামদুলিল্লাহ।  এভাবে বাড়ছে আমার তথা চকলেট ফিকশন এর  সেল, তৈরি হচ্ছে অনেক অনেক রিপিট কাস্টোমার।

 


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৩

Date:- ২১/১২/২০২১ ইং

 সাহিদা সুমি 

কমিউনিটি ভলান্টিয়ার

স্যোসাল মিডিয়া ফিডব্যাক টিম  

প্রশিক্ষক, বিজনেস চালানোর দক্ষতা বিষয়ক ট্রেনিং 

ওনার অফ Chocolate Fiction 

১৪/৬৫৮৪২

নিজ জেলা ঢাকা(ওয়ারী)

বর্তমান চাঁদপুর

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।