See More Post

আমি পেশায় ও নেশায় একজন বিউটি এক্সপার্ট

হাটবার ❣️হাটবার❣️হাটবার❣️

আজকে ৭৩ তম হাট

কিন্তু আমি ভূলে গিয়েছি😭😭😭

আসসালামু আলাাইকুম

সকল প্রশংসা আল্লহর, আল্লাহর কাছে শুকরিয়া এখন ও সুস্হ রেখেছেন এবং এই ভালো মানুষের প্ল্যাটফর্মের সন্ধান দিয়েছেন।

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় মেন্টর ও অভিভাবক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। স্যারের অবদানে পেয়েছি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন। স্যারের প্রতি দিনের  সেশন  চর্চার মাধ্যমে পাখি নতুন নতুন অনুপ্রেরণা ও দিকনির্দেশনা।যেটা আমাকে নতুন করে সফল হতে একটু একটু করে সাহায্য করছে।

আমি পেশায় ও নেশায় একজন বিউটি এক্সপার্ট করোনা কালিন সময় বিজনেসের ক্ষতি এখন ও কাটিয়ে উঠতে পারি নাই খুুব ভেঙ্গে পড়ে ছিলাম কিন্তু এই ফ্লাটফর্মে এসে আমি আমার ভীতরে প্রতিভা কে আরো বেশী উন্মোচন করতে সক্ষম হয়েছি।

হাটে আসতে একটু লেট হয়ে গিয়েছে আমার একটু ভূলো মন আর কি?

 তারপর ও এসে পড়েছি -----

আপনাদের জন্য হোমমেইড হারবাল মরিঙ্গা সাবান নিয়ে আজ আমি আমার পার্লারের ক্লাইন্টদের সমস্যা নিয়ে কথা বলব এবং সত্যি ঘটণা।

আমার বড় ছেলে ক্লাস সেভেন এ পড়ে তো ছেলের নতুন বয়স্ক স্যার প্রাইভেট পড়াই তবে স্যারের সাথে আমার তেমন কথা হয় না কারণ আমি মাঝে অনেক দিন অসুস্হ ছিলাম। আজ স্যারকে নাস্তা দিতে গেলে স্যার বলছে আপনি কি সুস্হ হয়েছেন আমি বললাম আলহামদুলিল্লাহ স্যার।

আমি বললাম স্যার সামনে পরিক্ষা আপনি একটু আমার ছেলের ভালো করে টেক কেয়ারিং করবেন কারণ আমি প্রথমত- স্ত্রী, দ্বিতীয়ত -মা,তৃতীয়ত-আমি একজন উদ্যোক্তা।

আমাকে সংসারের সব কাজ করে আমার প্রতিষ্ঠানে সময় দেওয়া লাগে।যে কারণে আমি ওকে পড়ানোর সময় পাইনা। মাঝে ছেলে বলে উঠল আমার আম্মু সাবান ও তেল তৈরি করে।

স্যার তো অবাক  বলেন কি ভাবী।আমি বললাম হ্যা স্যার আপনি আমার প্রতিষ্ঠান একটু ঘুরে যেতে পারেন কারণ কোন ক্লাইন্ট নাই আর প্রতিষ্ঠান আমার বাড়ীতে।স্যার রুমে ঢুকে অবাক বলে ভাবী আপনার তো অনেক প্রতিভা আপনি কবিতাও লিখেন মাশাআল্লাহ আজ আপনার সাথে নতুন করে পরিচয় হল। তবে আমার এক ছাত্রী মুখে অনেক ব্রণ অনেক ডাক্তার দেখিয়েছে কোন পরিবর্তন হয়নি আপনি কি ওর মুখের ব্রণ সারাতে পারবেন আমি বললাম ইনশাআল্লাহ পারব আপনি ওকে পাঠিয়ে দিয়েন। যথা রিতি ছাত্রী ও ওনার বোন এসে হাজির দুই তিন পর বলল স্যার পাঠিয়েছেন।আমি বললাম বোরকা খুলেন আমি মুখের স্কিন টা দেখি। দেখলাম মেয়েটা মাশাআল্লাহ সুন্দর তবে মুখে অনেক ব্রণ, এ্যালার্জী ও দাগ জিজ্ঞাসা করলাম মুখে কি চুলকায়, বললো হ্যা তবে আমি ফেসিয়াল করব। আমি বললাম অবশ্যই তার আগে আমি বললাম আপনি এই মরিঙ্গা সাবান টি নিয়ে যান আর ব্যবহার করে ৩/৪ দিন পর আসেন আমি এখন বিজি আছি কয়েক দিন।তখন বললো আচ্ছা। সমস্যা আপনার বাড়ীটা অনেক ভীতরে আপু। আমি বললাম ভাল কাজ পেতে হলে কষ্ট করতে হয় তাই না আমাদের যখন কোন অসুখ হয় তখন আমরা ডাক্তার দেখাতে খুলনা চলে যায় আর এত টুকু আসতে পারবেন না।হেসে দিয়ে বললো জ্বী আপু ঠিক বলেছেন তাহলে আজ আসুন নেক্সটে কথা হবে দেখা হবে ইনশআল্লাহ।

৩/৪ দিন পর আমাকে কল করল ফোনের ওপাশ থেকে সালাম দিয়ে বললো আপু আমার মুখের চুলকানি কমে কিছু ব্রণ বসে গিয়েছে। এখন কি ফেসিয়াল করব আমি বললাম এবার অবশ্যই ফেসিয়াল করবেন।পরে দিন ফেসিয়াল করতে এসে একটি ম্যাজিক অয়েল ও নিয়ে গিয়েছে।

স্যার বলেন আমরা পণ্য নয় বিশ্বাস বিক্রি করব।

আর আমার ক্লাইন্ট বিশ্বাস ক্রয় করে নিয়ে গিয়েছেন।

🌿🥒হোমমেইড হারবাল একনে মরিঙ্গা সাবানের উপকারিতাঃ এই সাবান টি মরিঙ্গা পাতা ও নিম পাতা সহ ১৪ টি আয়ুর্বেদীক উপদান দিয়ে তৈরি।

★একটি মরিঙ্গা সাবান ২৫০ টাকা খুচরা মূল্য।

👉এটি স্ক্রিনের ভিতর থেকে ব্রাইট করে।

👉সেনসিটিভ স্কিনের জন্য এটা খুবই উপকারী।

👉এলার্জি, রেশ, চুলকানি কমাতে সাহায্য করে।

👉ব্রণের ভিতরে জীবাণু এবং ব্যাকটেরিয়া নিধন বন্ধে কে মুক্তি দেয়।

👉স্কিন অয়েল ফ্রী রাখতে সাহায্য করে।

👉ডার্ক স্পট দূর করে।

👉স্কিনের সকল ইমপিউরিটি বের করে স্কিনকে হেলদি করে।

👉স্কিন ঝুলে পড়া থেকে রোধ করে।

👉রোদে পোড়া ভাব দূর করে ট্যান রিমুভ করতে সাহায্য করে।

👉বলিরেখা বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

👉শীতে স্কিনের সুরক্ষা দিতে এই হারবাল একনি মরিঙ্গা সোপ অতুলনীয়

👉শুষ্কতা ও রুক্ষতা থেকে রক্ষা করবে হারবাল একনে মরিঙ্গা সোপ।

👉কেমিক্যাল মুক্ত কোন পার্শপ্রতিক্রিয়া নাই। 

🌾🍫হোমমেইড হারবাল হুয়াইটনিং সাবানের উপকারিতাঃ এই সাবান ১০ টি আয়ুবেদিক উপাদান দিয়ে তৈরি।

★ একটি সাবান ৩০০ টাকা খুচরা মূল্য

👉স্কিনের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে।

👉স্কিনের ভীতর থেকে উজ্জ্বলতা বাড়ায়।

👉স্কিন ডিপ ক্লিন করে।

👉স্কিন লং টাইম অয়েল ফ্রি রাখে।

👉স্কিন সফট ও স্মুথিং করে এবং গ্লো দেয়।

👉এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ইউভি থেকে তৈরি স্কিন ড্যামেজ সারিয়ে তুলতে সাহায্য করে।

👉এটি হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক স্পট লাইট করতে সাহায্য করে।

👉এটি আমাদের স্কিনের ক্লোজেন কে বুস্ট করে।

👉এটি স্কিনের ফাইন লাইন এবং রিংকেল দূর করতে খুবই কার্যকরী।

👉একটি ইনস্ট্যান্ট ব্রাইট লুক দেয়।

👉রোদে পোড়া দাগ নির্মূল করে 

👉কেমিক্যাল মুক্ত কোন পার্শপ্রতিক্রিয়া নাই 

🥥হোমমেইড হারবাল ম্যাজিক অয়েলঃ আয়ুর্বেদীক ২৫ টি উপাদান সহ দুটি সিক্রেট উপাদান দিয়ে তৈরি।

★মূল্য ১০০ গ্রাম ২০০ টাকা খুচরা মূল্য।

👉চুলের গোড়া শক্ত মজবুত ও চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।

👉রুক্ষ ও শুষ্ক চুলকে সিল্কি করে।

👉নতুন চুল গজাতে সাহায্য করে।

👉চুলের খুশকি দূর করে।

👉স্ক্যাল্পের রেশ দূর করে।

👉চুল কালো করতে সহায়তা করে।

👉অকালে চুল পাকা রোধ করে। 

👉চুলের পুষ্টি যোগায় দ্রু

বিঃদ্রঃ কোন ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। 

আমার কাছে যা পাবেন-

🥰হোমমেইড হারবাল একনি মরিঙ্গা সাবান

🥰হোমমেইড হারবাল স্কিন হুয়াইটনিং সাবান

🥰হোমমেইড হারবাল হেয়ার ম্যাজিক অয়েল

এই সব কিছু পাইকারী ও খুচরা নিতে যোগাযোগ করুন 

📲📲 01913402257

আমার পেইজ অনুগ্রহে করে লাইক দিয়ে পাশে থাকার বিনীত অনুরোধ রইল👇👇👇

https://www.facebook.com/glow.beauty.care.and.training/


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৬

Date:- ১৭/১১/২০২১ ইং

🙋‍♀️সুারাইয়া সাথী

🎈রক্তের গ্রুপঃ এ পজেটিভ

 🏆 কমিউনিটি ভলান্টিয়ার

👩‍✈️১৩তম ব্যাচ

✍️রেজিস্ট্রেশন ৫৮৪৯৪

🐅টিম টাইগার্স বাগেরহাট

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।