See More Post

আমরা নিজেদেরকে কোন রকম বাঁচিয়ে রাখার পাশাপাশি গরিব দিনমজুরদেরকে সামান্য কিছু সহযোগিতা করি।

বিসমিল্লাহির রহমানির রহিম 


  আসসালামু আলাইকুম,, জানি আমরা সবাই এখন ভালো নেই। সম্প্রতি করোনা ভাইরাসের কারনে সবাই খুবই চিন্তিত। এই মূহুর্তে মহান আল্লাহর রহমত ছাড়া আমাদের কোন উপায় নেই। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামারী থেকে উদ্ধার করেন। আমিন


  ইতিমধ্যে আমাদের সবাইর প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার ঘোষণা দিয়েছেন, এই বিপদের মুহূর্তে এই প্লাটফর্মের সবাই সম্মিলিত ভাবে কিছু গরীব দুঃখী মানুষের জন্য আমরা যেন এগিয়ে আসি। তাই একক ভাবে না করে, আসুন আমরা সবাই মিলেমিশে গরীব দুঃখীদের পাশে দাঁড়াই। 


  আমরা নিজেদেরকে কোন রকম বাঁচিয়ে রাখার পাশাপাশি গরিব দিনমজুরদেরকে সামান্য কিছু সহযোগিতা করি। সবাই মিলে ওদের পাশে একটু থাকি, ওদের জন্য কিছু খাওয়ার ব্যবস্হা করি। 


  একটি কথা ভাবুনতো ? আমি খাবো, আর আমার সামনে গরিব দুঃখী মা বোনেরা, না খেয়ে খুব কষ্ট করবে, আল্লাহ না করুক হয়ত মারাও যেতে পারে। তাহলে আমাদের এই বেঁচে থাকার কি স্বার্থকতা আছে ? 


  আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে প্রিয় এই প্লাটফর্মের মাধ্যমে আমার কোম্পানি নুহা এন্ড ব্রাদার্স এর পক্ষ থেকে ফেনী জেলার ২৫ টি পরিবারের জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় সহ খাওয়ারের ব্যবস্হা করেছি। 


 মহান আল্লাহ যেন আমাদের প্রিয় বাংলাদেশসহ বিশ্বের সকল দেশকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করে। আমিন


স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৩

২৪-০৩-২০২০ 

নাম মোঃ খুরশিদ আলম 

জেলা ফেনী

রেজিষ্ট্রেশন নং ৪২১১

ব্যাচ ৮ম

মেম্বার- নিজের বলার মতো একটা গল্প 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।