যা কখনো কাউকে বলা হয়নি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্বরন করছি, আমার প্রিয় প্লাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক, তরুন প্রজন্মের আইডল,
❤️জনাব Iqbal Bahar Zahid স্যার।
যার অক্লান্ত পরিশ্রমের আমরা এতো সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি।
👷যার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ছোট ছোট অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করার সাহস করছি। যেই প্রিয় মানুষটির দেখানো পথ আমরা তরুনরা অনুস্বরন করছি। সেই প্রিয় মানুষটির প্রতি আমার অনেক অনেক ভালেবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
😄সকলের প্রতি সম্মান ও ভালোবাসার রেখে স্বরন করছি, আমাদের প্রিয় প্লাটফর্মের সাথে যুক্ত সম্মানিত ৫ লক্ষ সহযোদ্ধা, ও সহপাঠী যারা আছেন তাদের সবাইকে। যারা শত কর্ম ব্যস্ততার মাঝে থেকে ও কিছু সময় দিয়ে এই প্লাটফর্মের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সকলের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইলো। সবাই যেন ভালো মানুষের পাশাপাশি একজন সফল উদ্যোক্ত হতে পারেন।
😄সন্মানিত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যার, যার অবস্থানে কর্ম ব্যাস্ততার মাঝেও সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
.⭕⭕.....600_তম _দিনের_ স্ট্যাটাস_ অব_ দ্যা_ ডে_ এর_ অনুভূতি।........
__করোনাকালীন পুরো পৃথিবী যখন স্থবির তখন আমি ঘরবন্ধি একজন গৃহিনী। সব সময় চিন্তা করতাম ঘরের কাজ শেষ করে অবসর সময়ে যদি কিছু করা যেত।হতাশার সাগরে নিমজ্জিত আমি কারন স্বামীর বেতন কম।কি ভাবে সংসার চলবে?তখন আমার স্বামী Forhad Chowdhury ইউটিউব লাইভে স্যারের ভিডিও দেখেন---চাকরি করব না, চাকরি দিব। স্যারের কথা গুলো খুব মনযোগ দিয়ে শুনে প্রিয় প্লাটফর্ম এ ১১ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করে ফেললো। কিছু দিন পরে আমাকে ১১ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করে বলে ভালো মানুষ গড়ার এই প্লাটফর্মের,,গ্রুপে জয়েন করে দিয়েছি তোমাকে আর গ্রুপের কার্যক্রম দেখে মুগ্ধ হতে থাকি!!!ভাবতে থাকি এতো এতো ভালো মানুষ এখনও আছে পৃথিবীতে। গ্রুপের একজন সদস্য হতে পেরে আমি উৎফুল্ল, গর্বিত, আনন্দিত,, ৯০ -দিনে ৯০- টা সেশন,ব্যবসায়িক আইডিয়া,ফান্ড তৈরির উপায়,ফান্ড স্টার্ট আপ করা,নেটওয়ার্কিং,সেল বৃদ্ধির উপায়,পরস্পরের সাথে আত্মিক সম্পর্ক তৈরি এত সব শিক্ষা এই কঠিন জগতে আমাকে আর কে দিবে এই 'নিজের বলার মতো একটি গল্প' গ্রুপ ছাড়া?আমি অভিভূত এই গ্রুপটা এখন আমার কাছে শুধু একটা নাম নয় আমার স্বপ্ন, সফলতার পথে আমার দিক নির্দেশক ,আমার প্রাণের গ্রুপ, আমার ভালোবাসা।
__SOD অর্থাৎ স্টাটার্স অব দ্যা ডে। নির্বাচন কমিটির আজ 600 তম দিন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।_ইকবাল হোসাইন ভাইয়া সহ যারা খুবই গুরুত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন।__আমরা অনেকেই আছি একটা পোস্টটা মনোযোগ দিয়ে পড়তে পারিনা বা পুরোটা পড়িনা,না পড়েই ধুমধাম কমেন্ট করে ফেলি। কিন্তু প্রতিদিন হাজারো কষ্টের মাঝে থেকে আমাদের পোষ্ট গুলোকে প্রতি গুরুত্ব দিয়ে পড়ে স্ট্যাটাস দিয়ে ঘোষণা করে আসছেন দীর্ঘ দিন ধরে। এটা শুধু নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর অবদান।মনে হয়না পৃথিবীতে অন্য কোন ক্ষেত্রে এত গুরুত্ব দিয়ে আমাদের মত ক্ষুদ্র লেখকদের লেখা পড়া হয়। আমি মনে করি এরাই আমাদের স্যারের প্রকৃত সৈনিক । আমাদের প্রিয় স্যারের আদর্শে গড়া সৈনিক। আমি গর্ববোধ করি এমন একটি পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হতে পেরে।।হাজার স্যালুট জানাই নির্বাচন কমিটিকে,এবং SOD হওয়ার জন্য বা গ্রুপকে ভালোবেসে নিজের প্রতিভা বিকাশের লক্ষ্যে যারা প্রতিনিয়ত যারা লিখে যাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা--আসলে এ অনুভূতি এক অন্যরকম অনুভূতি। সেটা যারা একবার নির্বাচিত হয়েছেন তারা এই উপলব্ধি করতে পারেন।আমাদের প্রিয় অভিভাবক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে স্যালুট আমাদের জন্য এত সুন্দর একটি আনন্দ ধারা তৈরি করে দিয়েছেন কৃতজ্ঞতা জানাই তার প্রতি !
💞__"️স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচিত হওয়ার অনুভূতি__
আমি ছোটবেলা থেকেই পড়ার থেকে লিখতে বেশি পছন্দ করতাম।সবাইকে যখন দেখতাম গল্পে গল্পে সেল পোস্ট দিচ্ছে আমি পড়তাম খুব ভালো লাগতো। একদিন সাহস করে জানুয়ারি মাসের ১৩ তারিখ প্রথম নিজেও গল্পে গল্পে সেল পোস্ট করলাম।আমি জানতাম আমি আসবো না।রাত ৯ টায় আমাদের চাঁদপুর জেলার সেশন মিট আপে ক্লাস করছিলাম।তাদের থেকে একটু সময় নিয়েছিলাম নামাজের জন্য। কিন্তু হঠাৎ নামাজ পড়ার ভিতর শুনতে পারি সেশনে আমাকে সবাই অভিনন্দন জানাচ্ছে।নামাজ শেষ করে যখন বললাম কি হয়েছে সবাই বললো আগে মিস্টি খাওয়ান আপনি স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হয়েছেন।আমার বিশ্বাস হয় নাই তাই আমি আমার পোস্ট দেখতে গিয়ে দেখি সবাই অভিনন্দন জানাচ্ছে।সেই দিনের আনন্দ হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সেই খুশির মুহূর্ত আপনাদের সবার সামনে আমি উপস্থাপন করতে পারবোনা।আনন্দটা ছিল অনেক না পাওয়ার মাঝে হঠাৎ কিছু পাওয়ার আনন্দ।এরপরে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি প্রতি হাটবারেই গল্পে গল্পে সেল পোস্ট দিতে থাকলাম।আলহামদুলিল্লাহ আমি ১৬ বার গল্পে গল্পে স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হয়েছি।১১যুক্ত হয় আজ এ পর্যন্ত এসে আলহামদুলিল্লাহ।
🙋♀️__️স্ট্যাটাস অব দ্যা ডে আমাকে যা দিয়াছে___
স্ট্যাটাস অব দ্যা ডে আমাকে দিয়েছে অশেষ ভালোবাসা,সম্মাননা,স্বীকৃতি। গ্রুপে লাখ লাখ মানুষের ভীড়ে একটা কোণে আমি পড়ে ছিলাম।সেখান থেকে উঠিয়ে নিয়ে আমাকে দিয়েছে একটা জায়গা, একটা পদবী। আজ আমি এখান থেকে অনেক অনেক বিষয় শিখছি,জানছি যা আমার সফলতার জন্য অপরিহার্য,স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচিত হওয়ায় আমার পার্সোনাল ব্র্যান্ডিং হয়েছে, আমার অনেক না বলা কথা অনেকে জেনেছে,আস্থা ও বিশ্বাসের একটা জায়গা করে নিতে সমর্থ হয়েছি আমি।
🥰__বারবার স্ট্যাটাস অফ দ্যা ডে হয়েছি।____
প্রথম স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হওয়ার পর থেকে লিখার আগ্রহ অনেক বেড়ে গেছে।ইকবাল হোসাইন ভাইকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়ে ওনার ফ্রেন্ড হলাম যেন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারি স্ট্যাটাস অফ দা ডে এর।যখনি স্ট্যাটাস অফ দা ডে হওয়ার জন্য কোন গল্প লিখতাম বার বার নোটিফিকেশন চেক করে দেখি শুধু অভিনন্দন আর অভিনন্দন।কমিউনিটি ভলেন্টিয়ার হওয়ার পর পরেই আমাকে কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপ ৩ এ যুক্ত করা হলো। সেইখানে ও সবাই অভিনন্দন জানাচ্ছে, চাঁদপুর জেলার কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপে ও আমাকে অভিনন্দন জানানো হচ্ছে।তখন মনে হচ্ছিলো আমি সব পেয়ে গেছি। এ অনুভূতি তারাই বুঝবে যারা প্রথমবার স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত হয়েছেন।
🌺__স্ট্যাটাস অফ দ্যা ডে এর মাধ্যমে যেভাবে আমি আপনি আমরা সবাই শিক্ষাচর্চা টাকে নিজের ভেতর আলোকিত করছে এবং স্ট্যাটাস অব দ্যা ডে হওয়ার জন্য আমরা যে পরিশ্রম করে লেখালেখি করি তার প্রতিটি লেখার পেছনে আমাদের কিছু রিসার্চ থাকে আর সেই রিসার্চে আমাদের দারুন শিক্ষা চর্চা হয় তার এই চর্চার সফলতার দিক তখনই বোঝা যায় যখন তার ফলাফল স্বরূপ আমরা স্ট্যাটাস দ্যা ডে নির্বাচিত হয় তখন আমাদের মনে এক প্রকার শান্তি বর্শিত হয় যে আমার কষ্টের অর্জনে স্বার্থকতা রয়েছে,যখন আমি প্রথমবারের মতো স্ট্যাটাস দ্যা ডে নির্বাচিত হয়ে ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যেন আমার একাডেমিক বিজয়ের মতোই বিজয় যেমনটা সার্টিফিকেট হাতে পেলে দুই হাত উপরে তুলে চিৎকার করে বলতে মন চায় " I am Success"
🍀স্টাটাস_অফ_দ্য_ডে_এর_গুরুত্বঃ
SOD এর গুরুত্ব অপরিসীম। এর ফলে ভালো মানুষ ও লেখক লেখিকাদের প্রতিযোগিতা হয় এখানে। এতে আমরা প্রতিদিন সুন্দর সুন্দর লেখা পাই। যা আমাদের অনুপ্রেরণা ও উৎসাহ দেয়। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে SOD এর লেখা গুলোর প্রভাব রয়েছে।এই প্লাটফর্মে এসে আমি শুধু একটা জিনিস পাইনি আর তা হলো "নেগেটিভিটি"এছাড়া আল্লাহর রহমতে সবটাই পেয়েছি পজিটিভ।
আমি আরো পেয়েছি ৯০ দিনের একটি ফ্রী কোর্স সাথে পেয়েছি ১১টি স্কিলস,,সবকিছুই বিনামূল্যে স্যারের ভালবাসা থেকে।
☘️ ___কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার স্বপ্ন---
আস্তে আস্তে জানতে পারলাম গ্রুপের নিয়ম নীতি সম্বন্ধে। ভাইয়া আপুদের নামের পাশে বিভিন্ন পদবী দেখে আমারও আগ্রহ জাগতো আমাকেও কোনো একটা পদবী পেতে হবে।কমিউনিটি ভলান্টিয়ার হতে হবে আমাকে। খোঁজ করতে লাগলাম,কিভাবে কমিউনিটি ভলান্টিয়ার হওয়া যায়।একদিন দেখলাম স্যারের ৫ টি, সেশন ভিত্তিক কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে তিনজনকে কমিউনিটি ভলান্টিয়ার করা হয়।কুইজে অংশ নিলাম। ভাবলাম এটাতো ভাগ্যের ব্যাপার! দেখি বিকল্প কোনো পথ আছে কিনা দুর্ভাগ্য হলো না,আবার নতুন ভাবনার অনুসন্ধান,কিভাবে কমিউনিটি ভলান্টিয়ার হওয়া যায় কি কি মাধ্যম,শুরু হলো সন্ধান মিশন,প্রতিদিনের লিখতে লাগলাম একটি দুইটি করে পোস্ট,
--আবার কেউ জীবনের সমস্ত কষ্ট দুঃখ বুকে ধারণ করেই যুগের পর যুগ পার করে দিচ্ছে। না পারে কাউকে বলতে না পারি সইতে।আমার জীবনেও এমন অনেক গল্প ছিল যা কখনো কাউকে বলা হয়নি বা বলার সুযোগ পাইনি বা বললেও কেউ গুরুত্ব দিয়ে শুনিনি।সেই কথাগুলো ওই এখানে লিখে অসংখ্য বার স্ট্যাটাস অফ দ্যা ডে নির্বাচিত হয়েছি। বাবা-মার কে নিয়ে লিখা আমার পোস্টটি ও স্ট্যাটাস অফ দা ডে নির্বাচিত হয়েছে সেইটা আমার সব পোস্ট এর মধ্যে অন্যতম একটা পোস্ট। যখন করোনা মহামারী দেখা দিল সারাক্ষণ ঘরে বন্দি থাকতাম। ঠিক তখনই খুঁজে পেলাম নিজের বলার মত একটা গল্প, ফাউন্ডেশন , প্রথম দিকে গুরুত্ব দেয়নি। ভেবেছি এত গল্প বলার বা শোনার সময় আমার নেই।কিন্তু আস্তে আস্তে সকলের পোস্ট এবং স্যারের সেশনগুলো দেখে এই ফাউন্ডেশন এর প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ি,,হঠাৎ একদিন রাত্রে অনেক মেসেজ আসতে শুরু করলো।অভিনন্দন প্রিয় আপু।কনগ্রাচুলেশন প্রিয় আপু।আমি আমি কি করলাম সবাই আমাকে অভিনন্দন জানায় কেন,,?
‘__জ্ঞান অর্থ-সম্পদের চেয়ে উত্তম। জ্ঞান অর্জন করতে হলে শিক্ষা চর্চা অপরিহার্য। যে ব্যক্তি যত বেশি শিক্ষাচর্চা করবে সেই ব্যক্তি ততবেশি জ্ঞানী হবেন। শিক্ষা চর্চার মাধ্যমে কিন্তু নিজের জ্ঞান যে ভাবে বিকশিত হচ্ছে তদ্রুপ নিজের ভেতর লুকিয়ে থাকা প্রতিভাকে অন্যের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে জ্ঞান চর্চার মাধ্যমে,,প্রিয় ফাউন্ডেশনে যারা যুক্ত হয়েছি তারা সবাই কোন না কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বেরিয়ে এসেছি বা কেউবা অধ্যায়নরত শিক্ষার্থী হিসেবে এখনো আছেন স্কুল কলেজের মধ্যে তারপরও আমরা সবাই আজকে এই প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হয়েছি শুধুমাত্র শিক্ষা চর্চার জন্যে তাহলে অনেকের প্রশ্ন হতে পারে এখানেই কি শিক্ষা শেখায় যে মানুষ শিক্ষিত হওয়ার পরও শিক্ষার জন্য এখানে এসেছে? চমৎকার একটি উত্তর হচ্ছে আমরা স্বশিক্ষায় শিক্ষিত হতে চাই তার জন্য দরকার একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল ও প্রাকটিক্যাল শিক্ষা ফাউন্ডেশন থেকে আমরা পাচ্ছি যৌথ শিক্ষা সব ধরনের শিক্ষা এখানে আছে শুধু আমাদেরকে চর্চার মাধ্যমে অর্জন করে নিতে হবে তারই একটি অধ্যায় হচ্ছে প্রিয় ফাউন্ডেশন এর "স্টাটাস অফ দ্যা ডে"।
🍁বাস্তববাদী হতে হবে।____
হাসি-খুশি থাকার জন্য আপনাকে অবশ্যই বাস্তববাদীতে রূপান্তরিত হতে হবে। যেটা সত্য সেটাকে সত্য বলে মেনে নিতে হবে। অবাস্তব স্বপ্ন দেখা পরিহার করতে হবে। অবাস্তব স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। বেলা শেষে আপনাকে আমাকে দুঃখের সাগরে ভাসতে হবে। খেয়াল করে দেখবেন যারা সব সময় হাসি-খুশি থাকে তারা বেশ বাস্তববাদী ধনের মানুষ হয়ে থাকে। তাদের মধ্যে সত্যিকে সত্যি বলে মেনে নেয়ার সৎ সাহস থাকে। তাড়াও স্বপ্ন দেখে তবে সেটি বাস্তব স্বপ্ন, কোন দিবা স্বপ্ন নয়। তাই তারা কষ্ট কম পেয়ে থাকে এবং সব সময়ই প্রানবন্ত ময় থাকে!
তাই আমরা যদি হাসি-খুশি জীবন যাপন করতে চাই তাহলে আপনাকে আমাকে অবশ্যই বাস্তববাদী হতে হবে।
⭕ভাবনা চিন্তা ধারা ____
সাফল্যের মত, ব্যর্থতাও এক একজনের কাছে এক- এক রকম।কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনও ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা। যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়,সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আমাদের কাজকে যদি আমরা মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আমরা নিজের কাজ নিয়ে সুখী হই তবে আমরা অবশ্যই সফল হব,,চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে"
🍂সবে মিলে করি কাজ___
একা একা তুমি বেশ দ্রুত আগাতে পারবে, কিন্তু বেশিদূর আগাতে পারবে না। আর সবাইকে নিয়ে আগালে হয়তো যাত্রাপথে হোঁচট খেতে হবে একটু বেশি, কিন্তু একজন আরেকজনকে সাহায্য করতে পারব! বিপদের মোকাবিলায়, বন্ধন হবে অনেক দৃঢ়, এগোতে পারবে বহুদূর_তাই সফল মানুষরা সবসময় সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। জ্ঞান যেমন ছড়ালে বাড়ে, কল্যাণের কলেবরও তেমনি প্রতি পদক্ষেপে বেড়েই চলে। মানুষের মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি তার কি কোন তুলনা চলে?আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের এই প্রিয় প্ল্যাটফর্ম কে এগিয়ে নিয়ে যাই বহুদূরে।
👉 #শ্রদ্ধা_ও_কৃতজ্ঞতা
পরিশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় প্ল্যাটফর্ম
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আইডল শিক্ষক মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
যিনি নাহলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেতাম না লেখা হতো না আমার জীবনের স্মৃতিকথা এই প্ল্যাটফর্ম যুক্ত হয়ে আমি শিখেছি অনেক কিছু । প্ল্যাটফর্ম থেকে শুধু উদ্যেক্তা ও ব্যবসায়ীই সৃষ্টি করে না।
প্রতি নিয়ত চর্চা করে ভালোমানুষি পজেটিভ মানুষ হওয়ার । প্ল্যাটফর্ম থেকে একজন মানুষের মনের ভিতরে লুকানো স্মৃতিগুলো বলার মতো, লেখার মতো, পড়ার জন্য, শোনার জন্য, এমন একজন ভালো মানুষ হওয়ার জন্য, প্রতিনিয়ত আমাদের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। তার জন্য
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
আমি স্যারের দীর্ঘায়ু নেক হায়াত ও সুস্থতা কামনা করি।
👩🎓আমি নাসরিন আক্তার প্রিয়া
🇧🇩 জেলা লক্ষিপুর
🏚️ বর্তমানঃ চাঁদপুর
🎈রক্তের গ্রুপঃ ও পজেটিভ
🏆কমিউনিটি ভলান্টিয়ার
🏅টপ টুয়েন্টি ক্লাবের সদস্য
💁♀️ হাট মনিটরিং টিম মেম্বার
🙋♀️সদস্যঃরেজিষ্ট্রেশন টিম মেম্বার
👩✈️১১তম ব্যাচ
✍️রেজিস্ট্রেশন ৩২৯২৫
🛍️পেজ জাহানারা সুলতান ট্রেডার্স