একজন উদ্দোক্তার সাথে
আসসালামু আলাইকুম,
👉একজন পিচ্চি উদ্দোক্তার সাথে ঘটে যাওয়া কিছু কথা ।
গতকাল চট্রগ্রাম অক্সিজেন মোড়ে গাড়ির জন্য দাড়িয়েছিলাম, হঠাৎ দেখি এই ছেলেটা সামনে এসে বল্ল ভাইজান মাক্স লাগবে, আমিত অভাক এতটুকু একটা বাচ্চাকে দেখে,
তারপর তার সাথে একটু হাসি দিয়ে কথা শুরু করেলাম যে তুমি কি কর আমি লেখাপড়া করি ত এখন করছ না? জি করি এখন স্কুল বন্ধ তাই একাজটা করছি, আচ্ছা ঠিক আছে, স্কুল খুললে কি আবার পড়ালেখা করবা? জি ভাইজান। স্কুল খুললে সকালে স্কুলে যাব বিকালে এভাবে ছোট কাট কিছু কাজ করব,, ত একাজটা কেন করছ, কারণ আমাদের পরিবারে টাকা পয়সার খুব সংকট,, তাই এগুলো বিক্রি করে কিছু টাকা লাভ হলে সেগুলো গিয়ে মাকে দিব, মা বাজার সদাই করবে,,
একটা মজার ব্যাপার হলো আমি যখন বল্লাম আমাকে ১ পেকেট দাও তখন থেকে খুব সুন্দর ভাষায় কথা বলতেছে,আমার সাথে কথা বলতেছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে, তার মানি সে বুঝাতে চাইছে কাস্টমারের সাথে খুব সুন্দর করে কথা বলতে হয়, সেই কথাটা তার মাথায় এসে গেছে।
তারপর আমি বল্লাম আচ্ছা এক পেকেট মাক্সের দাম কত বল্ল ১০ টাকা আচ্ছা আমাকে দাও এক পেকেট, নেওয়ার পর ছেলেটা খুব খুশি হইছে, আমার দিকে তাকিয়ে ভেট করে একটা হাসি দিল, তার মানি আমি তার থেকে নিলাম দেখে সে খুশিটা হইছে,, আমার কাছে মাক্স আছে তারপর ও তাকে একটু খুশি এবং সাপোর্ট করার জন্য নিলাম। তার হাসিটা খুব মায়াবি
👉কেন আপনি একজন উদ্দোক্তাকে সাপোর্ট করবেন?
আমরা প্রায় দেখি বিভিন্ন মার্কেট শপিং মলে অনেক সাজানো গুছানো দোকান রয়েছে চাইলে ওখান থেকে আমরা নিতে পারি, তারপর ও কেন এই ছোট ছোট উদ্দোক্তাদের থেকে আপনি কিছু কিনবেন,, কারণ আপনার প্রয়োজন যখন একজন উদ্দোক্তার থেকে মিঠাবেন,, তখন তাদের প্রফিট কম হোক বা বেশ হোক মনে একটা প্রশান্তি কাজ করে,, এতে দুটুই জিনিস হবে একে অপরের সাথে ভাল বন্ধুত্ব এবং আন্তরিকতা সৃষ্টি হবে,,
👉একজন উদ্দোক্তার মাথায় কত ধরনের চিন্তা থাকে?
একজন উদ্দোক্তা চিন্তা করে যে কাস্টামার আমাকে একটা অর্ডার কনফার্ম করল তখন থেকে সে চিন্তা করে আমার কাস্টামারকে অনেক বাধা বিপত্ত্বি উপেক্ষা করে হলেও যতটুকু সম্ভব ভাল সার্ভিস দিব,, তারপর ও যদি কোন ভুল হয়ে যায় সেটা কখনো একজন উদ্দোক্তা ইচ্ছা করে করেনা অজান্তে হয়ে যায়,তখন আপনার দায়িত্ত্বটা হচ্ছে আপনি একটু সুন্দর করে কথা বলে ভুলটা মিমাংশা করতে পারেন।
👉উদ্দোক্তা জীবন বড় চেলেঞ্জের,
কেউ সখ করে উদ্দোক্তা হয়, কেউ বাধ্য হয়ে বড় একটা স্বপ্ন নিয়ে উদ্দোক্তা হওয়ার পথ বেচে নেয়,, কারণ সে চিন্তা করে আমার অনেক দায়িত্ত্ব রয়েছে সে দায়িত্ত্ব আমাকেই পূরণ করতে হবে,,
যেমন,,কারো কারো পরিবারের আর্থিক অবস্তা একটু অসচ্ছল হলে তাদের ত চিন্তা আরো বেশি,,,,পরিবারের খাবার, ছেলে মেয়েদের লেখাপড়া খরচ,,মা বাবার ঔষধ খরচ, এই সব কিছু মিলিয়ে উদ্দোক্তা জীবন বড় একটা চেলেঞ্জের ব্যাপার,, সব কিছু চিন্তা করেই একজন উদ্দোক্তা দিনরাত নিরলস পরিশ্রম করে যাই,, এই ছেলেটাকে দেখে অনেক কিছু শিখলাম জীবনে যতই ঝড় আসুক না কেন নিজেকে নিজের জায়গায় নিজের লক্ষ্যের প্রতি অটল থাকতে হবে।
তাই আসুন আমরা সবাই প্রতিটা ছোট ছোট উদ্দোক্তাদের সাপোর্ট করি এবং তাদেরকে ভালবেসে তাদের পাশে দাড়াই।
অনেক কিছু লিখে ফেললাম কোন ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,,,আল্লাহ হাফেজ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
এই পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সকলের জন্য শুভ কামনা রইলো আমার জন্য দোয়া করবেন,,,
🌹ধন্যবাদান্তে,
🌹মুঃনেওয়াজ উদ্দিন
🌹ব্যাচঃ১১, রেজিঃ২৯৯৪৮
🌹 চট্রগ্রাম ফটিকছড়ি