চর্চায় সফলতার মূল চালিকা শক্তি
চর্চায় সফলতার মূল চালিকা শক্তি
চর্চায় আপনাকে সৌন্দর্যের রশ্নিতে আলোকিত করবে। কারন চর্চায় আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। যারা আমাদের প্রিয় নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়েছেন এবং নিয়মিত ধৈর্য ধরে লেগে থাকার অভ্যাসটা করেছেন প্রত্যেকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ তার কারন, একটাই আপনি সেশন চর্চা নিয়মিত করার মাধ্যমে অন্যকে চর্চা করতে অনুপ্রাণিত করবেন এতে বাংলার অধিকাংশ মানুষ এই ফাউন্ডেশনের শিক্ষায় আলোকিত হবে এবং নিজে চাকরি করবে না চাকরি দিবে তাহলে সোনার বাংলার পরিবর্তন আমাদের হাত ধরেই হবে সেই সাথে সাথে ইতিহাসের সেরা আবিস্কার নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন যা পৃথীবির প্রথম ও একমাত্র ফাউন্ডেশন টানা দীর্ঘ মেয়াদী কর্মশালা করাচ্ছে ও ভালো মানুষের ব্রান্ড হিসাবে নিজেদের পরিচয় ফুটিয়ে তুলবে।
তাহলে নিশ্চিত আমরা গর্ব করে বুকি ফুলিয়ে বলতে পারি আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর শিক্ষার্থী ও স্বেচ্ছা সেবক।
নিজের অভিজ্ঞতা
আমি সি.এম. হাসান নিজের বলার মতো একটা গল্প গ্রুপে যুক্ত আছি তৃতীয় ব্যাচ থেকে যুক্ত হওয়ার পর থেকে গ্রুপে সেশন চর্চা ও সময় দিতাম না কারন অন্য ১০টা ফেসবুক গ্রুপের মতোই একটা গ্রুপ তবে ১ম সম্মেলনের পর আমার কিছু কাছের বন্ধুগণ স্যারের সাথে দেখে জানার ইচ্ছা হলো সত্যিকারে গ্রুপটা কিসের???
তখন তাদের বিশ্লেষনের পর ফলোআপ করতে থাকি করতে করতে ইতিমধ্যে ৬ষ্ঠ ব্যাচের সমাপ্তির পর কাতার টিমের ২য় মিট-আপে যুক্ত হই এবং সকলের ভালোবাসায় সিক্ত হই। আমাদের ২য় মিট-আপে আমি নিউজ কাভারেজ করার জন্যে সাংবাদিকের পরিচয়ে যাই তারপর আমার কিছু পরামর্শ দিলে কান্ট্রি এম্বাসেডর আল আমিন ভাই, সুমন ভাই, কামরুল ভাই ও আব্দুস শাক্কুর ভায়ের কাছে খুব ভালো লাগে পরবর্তীতে ডিউটি শেষ করে শওকত আলী ভায়ের আগমনে মিট-আপেরর রশ্নিটা আরেকটু উজ্জল হয় এবং আমার পরামর্শ শুনে উনারও ভালো লাগে তারপর মিট-আপ শেষে সবাই সবার কর্মস্থলে।
পরের দিন শওকত ভাই আমাকে কল করে আমাদের একজন নারী সদস্য লিপির আপার সাথে দেখা করার কথা বলে তাৎক্ষণিক আমি আমার ম্যাচ (ফুটবল) রেখে শওকত ভায়ের প্রদত্ত লোকেশনে চলে যাই এবং ঐ রাতে ফাউন্ডেশনের ৪ জনের সাথে সাক্ষাৎ করি ও ফাউন্ডেশনের কাতার টিমের প্রথম অগ্রগতির প্রথম ধাপ হিসাবে নিজের সাহসিকতার পরিচয় দেই তারপর থেকে অনবরত চলতে থাকে ফাউন্ডেশনের শিক্ষা চর্চা ও ভালো মানুষ হওয়ার পাশাপাশি ভালো মানুষ তৈরীর প্রশিক্ষনে লেগে থাকা।
আমি সি.এম. হাসান এক সময়ে কাতারে একটা অনুষ্ঠানের বক্তব্য দিতে গিয়ে মাইক হাতে নেওয়ার পর পুরো শরীর জুড়ে ঘাম ঝরছিলো শীতকালের রাতে এবং কন্ঠ থর থর করে কাঁপছিলো সবাই ক্যামনে যে তাকিয়ে ছিলো তখন আমি অনুভব করছি আমার মনে হয় স্টেজে আসাটা চরম ভুল হয়েছে আজ সেই সি.এম. হাসান কাতারে বিভিন্ন পোগ্রামের উপস্থাপক, পোগ্রাম পরিচালক বা একজন উদ্যমী বক্তা হিসাবে দাওয়াত পত্র দেই এই পরিবর্তনের একমাত্র দায়ী তারুন্যের অহংকার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সম্মানীত প্রতিষ্ঠাতা স্যার।
প্রিয় শিক্ষকের এই ঋণ আমার মতো লাখো তরুন কখনও ভুলবে না। এটাই সেশন চর্চার ফলাফল।
এতক্ষনের গল্প বলার মূল কারন আমি সিনিয়রদের সর্বোচ্চ প্রাধান্য দিয়েছিলাম, দিচ্ছি ও দিব। উনাদের প্রাধান্য না দিলে আজকে নিজেকে হারিয়ে ফেলতাম। নিজের নেটওর্য়াকিং, ব্রান্ডিং, এবং নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিভাকে প্রকাশ করতে পারতাম না।
এই ছোট্ট গল্পটা বলার কারন আপনাকে একটা কথা সবাই বলবে এই কাজটাতে রিস্ক আছে, তোকে দিয়ে হবে না মনে হয় কিন্তু শুধু মাত্র নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন বলবে তোকে না বলে সম্মান দেখিয়ে আপনাকে দিয়েই হবে বা আপনি পারবেন আপনাকে হেরে যেতে দিব না আমরা আপনার সাথেই আছি। এইভাবে আপনাকে সমর্থন করবে।
আপনার বা আমার সেল কম হচ্ছে একটা প্রমোটিং পোষ্ট করার কথা বলুন দেখবেন কতজন আপনাকে প্রমোট করে আপনার সেল বৃদ্ধি করতে বিনা টাকায় বিজ্ঞাপন দিবে ৫ লাখ মেম্বারের কাছে এবং এতে করে দেশ বিদেশ ছড়িয়ে যাবে আপনার গল্প।
স্যার একটা কথা আমাদের সব সময় বলে সারদিন মানে ২৪ ঘন্টার ১% গ্রুপকে দেন বদলে যাবে আপনার জীবন এটার বিশ্বাস আমিও করি ২৪ ঘন্টায় ১৪৪০ মিনিট হয় সেখান থেকে সেশন চর্চার জন্যে মাত্র ১৪ মিনিট গ্রুপকে দেন তারপর ফলাফল ৯০ দিন পরে নিজ চোখে উপলদ্ধি করুন।
এই সব কিছুর মূল হচ্ছে সেশন চর্চা। তাহলে স্যারের সেশন চর্চা আমাদের সঠিকভাবে করতে হবে এবং নিজেদের ব্রান্ডিং নিজেদের করতে হবে।
ব্যবসায়িক পেইজ :-
www.facebook.com/trademarkgroup
ধন্যবাদান্তে
সি.এম. হাসান
তৃতীয় ব্যাচ- ১০১
লক্ষ্মীপুর জেলা - কাতার প্রবাসী
কোর ভলান্টিয়ার - মডারেটর
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন
উদ্যোগতা :- ট্রেড মার্ক গ্রুপ