ভাবছিলাম আজ ব্যতিক্রম কিছু লিখবো না, কিন্তু না লিখেও পারলাম না, নেশাটা অনেক আগে থেকেই।
**আসসালামু' আলাইকুম
**
**ভাবছিলাম আজ ব্যতিক্রম কিছু লিখবো না, কিন্তু না লিখেও পারলাম না, নেশাটা অনেক আগে থেকেই।
**
ফাউন্ডেশনের একটা মিটিং এ যুক্ত হওয়ার জন্য প্রচুর ইনবক্স, শরীরটা কেমন জানি মেচ মেচ করছিলো, কয়েকটা ইনবক্সের রিপ্লাই দিয়েছিলাম - খুব অসুস্থ। কিন্তু ভয়েস মেসেজ গুলো শুনলে মনে হচ্ছে আমি মেহমান, ফাউন্ডেশনের বাহিরের কোন একজন। আসলে এতো বিনয়ী ভাবে বলছিলেন নিজেই আবেগপ্লুত। দেখুন না কত পরিবর্তন, এ তো শুধু "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এ যুক্ত হয়েই সম্ভব।
না পারতে অসুস্থতা নিয়ে আয়োজনের শেষাংশে যুক্ত হই এবং কয়েক জনের কথা শুনছিলাম। এরপরই আমার নাম ধরে ডাকলেন সাথে অনেক বিশেষণ দিলেন এবং কিছু প্রাপ্তির কথাও মনে করাতে থাকলেন যাই হোক এই যে কথাগুলো বলছিলেন সেগুলো সৌন্দর্য রক্ষার্থে বলছিলেন এবং আরো কিছু বাড়িয়ে বললেন সেটা মন থেকে এসেছে।। নিজেও কিছুটা অবাক!
ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর থেকে অনেকের অনেক চাওয়া থাকে কিন্তু বিশ্বাস করেন, এমন কিছু চাওয়া ছিলো না আমার। নিজের পুরনো বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করবো সেটা নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম। গ্রুপের কার্যক্রম যেহেতু আগে থেকেই ফলো করতাম পেইজের মাধ্যমে, সেহেতু নতুন চাওয়া পাওয়া ছিলো না।। পেইজের মাধ্যমে ফলো করতে করতে গ্রুপে যুক্ত হয়ে গেলাম, সেখানে বিজনেস ডেভলপের সিস্টেম খুজছিলাম, আর নতুন নতুন কিছু আছে কিনা দেখছিলাম। আসলেই ভিন্নধারার যা ছিলো অতীতে কখনোই দেখি নাই। অনেক আয়োজন ছিলো নিজেকে মেলে ধরার এইটা যুক্ত হয়েই জানলাম।। পরিচিত হতে পছন্দ করতাম না আড়ালে থেকে কিছু জানতে চাইতাম।। শুরু থেকেই এই ফাউন্ডেশনে যারা ছিলেন তাদের অনেকেই আমাকে চিনতেন খুবই একান্তে হয়ত তারা আমাকে দেখতেন আমিও তাদেরকে দেখতাম কিন্তু আমি দেখা দিতে চাইতাম না।। তার পরেও লুকিয়ে থাকা কি সম্ভব? কিছুদিনের ভিতরেই এক ভাইয়ের নক পাশাপাশি কত কথা সেই ১৫বছর আগের ইতিহাস।। মনে পড়লেই যেনো হাসিতে টোল পড়ে।। তো বললো ফাউন্ডেশনে কিভাবে কি? পরিচয় আছে নাকি? আমাদের খুব ক্লোজ! আরো কত কথা। **সব এড়িয়ে বললাম - নতুন কিছু করা দরকার। যেখানে থাকবে না কোন বিতর্কিত প্রতিষ্ঠান, থাকবেনা রাজনীতি, থাকবেনা নেগেটিভিটি, থাকবেনা নিয়ন্ত্রিত কি**ছু। স্বপ্নের মতোই পেলাম এই ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ।। ওই ভাইয়ো বলল আমিও একই পথের পথিক।
যদিও তখন ফাউন্ডেশন ছিলো না, নামটা গল্পে লিখলাম।। পরিচিতির অনেকগুলো মাধ্যম শুরুতেই পেয়েছিলাম যা সপ্তম ব্যাচ থেকেই শুরু। ওই যে বললাম পেছনে থাকতে চাই, কয়েকজন প্রিয় ভাইদের নিয়ে ফাউন্ডেশনে শিখেছিলাম, নিজে একা নয় অন্যদের সাথে নিয়েই শিখা। যদিও এই সেশনগুলো আমার জানা ছিলো, অন্যদের বেশি উৎসাহ দিতাম, কিন্তু এত চমৎকার করে গুছিয়ে সিরিয়াল ওয়াইজ এই সেশন গুলো এনালাইসিস এর মাধ্যমে রেডি করা সহজ বিষয় নয়।। যা আমার দ্বারা কখনো সম্ভব ছিলো না। **এই যে ভিন্নতা- এটাই আকর্ষণের জায়গা**।। অন্যদের নিয়ে যখন চলছিলাম তাদের পরিচিত করার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যম তাদের বলতাম। তারাও তাদের মতো এগিয়ে যাচ্ছিলেন। ব্র্যান্ডিং করার অনেকগুলো মাধ্যমের মাঝেও ঠিক তখনই ঘোষণা স্যারের SOD ... দিনের সেরা লেখাগুলোর মাঝে বাছাই করে সেরা লেখাটা সেরা হিসেবে ঘোষণা দেয়া হবে।
👇
নিজের জীবনে ঘটে যাওয়া গল্প, অন্যের গল্প নয়। শিক্ষনীয় গল্প হতে হবে, অন্যদের অনুপ্রেরণা ইত্যাদি।।
**আমিও ভাঙ্গা মোবাইল নিয়ে ব্যাকগ্রাউন্ড ব্র্যান্ডিং নয়, নিজের জীবনের ঘটে যাওয়া দুঃসহ গল্পগুলো লিখার আগ্রহ প্রকাশ করি, মন থেকে। সেই মোতাবেক শুরু করেও দেই, অনেক অনুভূতিতে লিখেছি ৭০/৮০ দিন পার হয়ে যায় আমার লেখা কারো চোখে পড়েনি, কারণ নিজেকে মেলে ধরতে পারিনি, তবে লেগেছিলাম।।
**
**যাই হোক ৭৯/৮৯ তম SOD তে নিজের নামটা ঠাঁই পায়। যদিও তখনো পরিচিতি লাভ করিনি সৌদি আরবের বাইরে তেমন একটা।। অফলাইনে ওই সময়টাতে নিজেকে অনেক শক্ত করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ।। এর মাঝেই আরো অন্যান্য কিছুতেও নিজের নাম চলে আসতো, ঠিক সেই সময় ১০ থেকে ১২ জন ভাইয়া আমার প্রোমোট নিয়ে চিন্তা করে, আমি বাধা দেই। আমি কখনোই সামনে আসতে চাইনি, এটাই আমার নিজস্বতা ধরতে পারেনি স্পেশালিটি।।**
ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ তখন থেকেই করতে থাকি যা থেকে নিজে সবসময় অনুপ্রাণিত হই। সব সময় ব্যতিক্রম ও ইউনিক কাজগুলো করতে পছন্দ করতাম।। এভাবেই চলতে চলতে লিখতে থাকি এবং শেষ মেষ লেখাতে নিজের নামটাও সর্বোচ্চ জায়গায় দেখতে পাই। যদিও তা আমার জানা ছিলো না। "স্ট্যাটাস অফ দা ডে" এর মুল টিম লিডার প্রিয় Discountservice24.com এর প্রতিষ্ঠাতা Md Iqbal Hossain ভাইয়ের তথ্য থেকে জানা। হ্যাঁ আর স্টেটাস অফ দা ডে এর মাধ্যম থেকেই লিখার শিক্ষা পাওয়া! আমিতো লিখতেই জানতাম না।
**আপনি ব্যবসা করছেন সেই ব্যবসার কত রকম মারপ্যাঁচ আছে সেইটা কিন্তু আপনি প্রতিনিয়তঃ টের পান।। ঠিক প্রতিটা কাজেরই এরকম ট্র্যাক রয়েছে। লেখার যে কত রকম ট্র্যাক আছে সেটা লিখতে লিখতেই অনুধাবন করা যায়।। আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধারাবাহিকতা বজায় রেখে গিয়েছিলাম। এর মাঝে স্যার ঘোষণা করলেন সম্মেলনে অ্যাওয়ার্ড দেওয়া হবে, খুশিতো অবশ্যই লাগবে নিজস্ব একটা বড়সড়ো ব্যান্ডিং হবে। বিশ্বাস করেন নিজের প্রাপ্তি নিয়ে কখনোই চিন্তা করতাম না, চিন্তা করতাম অন্যদের মাঝে নিজের প্রাপ্তিটুকু খুজে পাব এটাই ছিলো মুল লক্ষ। সেভাবেই কাজ করে যাওয়া।
**
এই যে এতো মনের শক্তি, আসলে এই আয়োজনটি না থাকলে নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিভা বের করতে পারতাম না, এইখানে আরো অনেক উপায় রয়েছে নিজের প্রতিভা বের করার যা আমি করেছি আলহামদুলিল্লাহ।। এই ফাউন্ডেশনে যুক্ত না হলে বুঝতেই পারতাম না এতসব কিছু।।
>
**এইগুলোই ওই আয়োজনে বলতে বলতে শেষ করলাম, আসলে সকলের অনুরোধেই কথাগুলো বলা লাগলো।
**
এই যে তাদের অনুরোধ ও ভালোবাসা এটাই কি কম প্রাপ্তি? আমার জীবনের সেরা প্রাপ্তি গুলোর অন্যতম। এগুলো নিয়ে অন্য আরেকদিন লিখবো, অন্য গল্পে ইনশাআল্লাহ।
**০৯/০৯/১৯ইং থেকে শুরু হয়ে আজ ঠিকই ৬০০ তম ঘোষণা দিন শেষ হলো SOD এর আয়োজনের। আর সেই সুযোগে কথাগুলো আপনাদের সকলকে লিখে জানান দিলাম।
👇
দেখতে দেখতে এতোটা দিন চলে গেলো সেটার সংক্ষিপ্ত অনুভূতি আজকের এই অগোছালো লিখা। **"
কৃতজ্ঞতা প্রিয় Iqbal Bahar Zahid স্যারকে Nurun Nabi Riyaz ভাইয়ের চমৎকার এই প্রস্তাবিত আয়োজন টি গ্রহণ করে আমাদের সকলকে উপহার দেয়ার জন্য।
এই আয়োজনের পেছনে যারা শ্রম দিচ্ছে Md Iqbal Hossain ভাইয়া সহ সিলেক্টর টিমের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা।।
**সকলকে অনুরোধ করবো নিজের যেকোন প্রতিভা ঘষামাজা করুন মাঝে মাঝে হলেও, প্রাক্টিস টা জরুরী।
**
বিঃদ্রঃ লেখায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভালোবাসা অবিরাম
ধন্যবাদ,
মোঃ ইফতেখার আলম মজুমদার
Core Volunteer
সপ্তম ব্যাচ/১৩৭৮
ব্যবসা চট্টগ্রাম - IMAM Trade Limited
সৌদি আরব প্রবাসী
জেলা ফেনী