আমার বেলায় ও ঠিক সেটা হয়েছে। আমার স্বপ্ন গুলো ছিল এলোমেলো, যার গন্তব্য ছিল না।যার কারনে আমি ছিটকে পড়েছি
#সময়ের_সাথে_গা_ভাসিয়ে_না_দিয়ে_বরং_সময়ের_সাথে_নিজেকে_ইডিট_করে_নেয়াটা_বুদ্ধিমানের_কাজ
শুভ সন্ধ্যা
যে যেখানে আছেন নিশ্চয় ভালো আছেন,সুস্থ আছেন।
সকলকে আমার পক্ষ থেকে আদাব/ নমস্কার
শত শত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সৃষ্টিকর্তার প্রতি, যাঁর কৃপায় এখনও পর্যন্ত সুস্থ আছি।
কৃতজ্ঞতা জানাই আমাদের সবার প্রিয় মেন্টর শিক্ষক প্রিয়
ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি
স্যারের শিক্ষায় আজ আমি নিজের জীবনের মোড় ঘুরাতে সাহস পেয়েছি।
#৬০০তম_দিনে_SOD_হওয়ার_অনুভূতি_প্রকাশ
প্রত্যকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে,স্বপ্ন বুনতে কার না ভালো লাগে। এ মানুষ গুলোর তালিকায় আমি ও ছিলাম।
প্রতিদিন অহরহ স্বপ্ন দেখতাম,জীবনে লক্ষ ঠিক করতাম।
কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এক না।
কিছু স্বপ্ন আছে বিলাসিতা,আর কিছু স্বপ্ন আছে যা আপনাকে ঘুমাতে দেয় না।
আমার বেলায় ও ঠিক সেটা হয়েছে। আমার স্বপ্ন গুলো ছিল এলোমেলো, যার গন্তব্য ছিল না।যার কারনে আমি ছিটকে পড়েছি😰😰
খুব কাছে গিয়ে ও বারবার থেমে গেছি,থেমি গেছি বললে ভুল হবে আমাকে থামিয়ে দেয়া হয়েছিল।
যার কারনে আমার স্বপ্ন বাস্তবে রুপ নেয়ার আগে, মৃত্যেুর কোলে ঢলে পড়েছে🥶🥶🥶
ছোটবেলা থেকে শিখিয়ে দেয়া হয়েছিল, সবাই কে নিয়ে বাঁচতে শিখো, জীবন সেটা যেটা অন্যের জন্য নিবেদন করা হয়।
কিন্তু এটুকু আর মাথায় ঢুকানো হয়নি যে শুধু নিরলস অন্যের জন্য না ভেবে নিজের পানে ও একটু ছেঁয়ে দেখতে হয়।
না হলে একদিন বেলা শেষে সবাই তোমার স্মৃতিচারণ আর করব না।
স্মৃতিচারণ ঠিক ততোক্ষণই করবে যতক্ষণ তুমি দিতে পারবে।
শুধু আমি না আমার মত এ রকম হাজার হাজার নারী আছে যাঁদের মাথায় শুধু অন্যকে ভালো রাখার চিন্তা।
কিন্তু এ অন্যরা কি আপনার কথা চিন্তা করতেছে।
দিনশেষে আপনি অবহেলিত হচ্ছেন নাতো।
আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে নাতো।দিনশেষে আপনি বড্ড একা হয়ে যাচ্ছেন নাতো।আসলে এসব নিয়ে ভাবার সময় ছিল না।
আর যখন ভাবতে বসেছি,জীবন খাতায় শুধু শূন্য 😭😭
#প্রিয়_প্ল্যাটফর্ম_কে_যেভাবে_খুঁজে_পেলাম
২০১৮ সালে যখন চরম হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার ছোটবেলার বন্ধু, আমার সহপাঠী এ ফাউন্ডেশনের নিবেদিত ভলেন্টিয়ার Md Iqbal Hossain ও আমাকে এ ফাউন্ডেশনের সাথে যুক্ত করিয়ে দেয়।
আর সাথে দেয় স্যারের লেখা বই,যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দাঁড়ানোর জন্য এক চমক।
এ পরিবারের সাথে যুক্ত হবার পর দেখলাম যে শুধু আমি না, আমার মত অনেক নারী আছে যাঁরা আমার মত স্বপ্নহারা,দিশেহারা।
কিন্তু এ পরিবারের সাথে যুক্ত হবার পর অনেকে তাদের জীবনের মোড় ঘুরিয়ে ফেলছে, তবে আমি কেন পারব না।
সে ভরসা থেকে শুরু হয় আমার নতুন করে পথ চলা।
এবার একটু একটু করে নিজেকে সময় দিতে শুরু করেছি।নিজেকে ভালোবাসতে শুরু করেছি।
স্বপ্ন গুলো কে রুপ দেয়ার চেষ্টা করতেছি।জানি না কতদূর নিবে বিধাতা, তবে হাঁটতে যখন শুরু করেছি,এর শেষ পর্যন্ত হাঁটবো।
দিনশেষে আমি সত্যি তোর কাছে কৃতজ্ঞ বন্ধু
আমার আর্শীবাদ ও ভালোবাসা তোর জন্য💖💖💖
#এ_পরিবার_থেকে_আমার_পাওয়া
সর্বোপ্রথম শিখেছি স্বপ্ন দেখতে,অন্যকে তো আগে ও ভালোবাসতাম, তবে এখানে আসার পর আরও বেশি করে ভালোবাসতে শিখে গেছি।
পেয়েছি এমন অনেক ভাইবোন যাঁরা কিনা নিজের রক্তের সম্পর্কের না হয়ে ও আমার সকল কাজে সবার আগে এগিয়ে আসে।
কৃতজ্ঞ আমি এ পরিবারের সকলের কাছে।সবার অনুপ্রেরণায় আমি আজ জীবনের অর্থ খুঁজে পেয়েছি।
নিজেকে নিয়ে অনেক দূর পরিকল্পনা সাজাতে সাহস পেয়েছি।হারিয়ে যাওয়া একটা মেয়ে নতুন করে বাঁচতে শিখেছে।আসলে সারাদিন রাত লিখলে ও এ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা দেখানো শেষ হবে না।
#এ_পরিবারের_সকলের_কাছে_আমার_বার্তা
দয়া করে সবার আগে নিজেকে ভালোবাসুন।দিনশেষে কেহ আপনার খবর রাখবে না।আপনাকে আপনার জীবন সাজাতে হবে।অন্যের জন্য করবেন ভালো কথা,কিন্তু সময় থাকতে নিজেকে নিয়ে ও ভাবুন।আপনার জীবন নিয়ে অন্য কাওকে পরিচালনা করতে দিবেন না।
আপনি পড়ে গেলে সবাই দেখে হাসবে,উঠানোর জন্য কেহ এগিয়ে আসবে না।নিজে নিজেকে দাঁড় করাতে হবে।
#মা_বাবার_প্রতি_বার্তা
দয়া করে সন্তানদের মনের কথা শুনবেন।দয়া করে নিজের ইচ্ছে ওদের উপর ছাপিয়ে দিবেন না।
আপনার সন্তানের সার্বিক কল্যাণ কিন্তু আপনি কামনা করবেন। এ কামনা করতে গিয়ে যেন তার জীবনে অভিশাপ না নেবে আসে সেদিকে খেয়াল রাখবেন।
বিশেষ করে কন্যা সন্তান কে সুশিক্ষায় শিক্ষিত করে বিয়ের আগে তার একটা কর্মসৃষ্টির ব্যবস্থা করবেন।
কিংবা তাকে স্বাবলম্বী হতে সাহায্য করুন।
জীবনও যে উপভোগ করার জিনিস সেটা আমি ভুলে গিয়েছিলাম।
জীবনে ও যে নারীরা ঘরে বসেও নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে তা এ পরিবারের থেকে আমি শিখে গেছি।
আমি ও এখন বাঁচার স্বপ্ন দেখি,দেখি আমার জয়কার।
ভালোবাসা ডানামেলে আমি ও উড়তেছি ঐ নীল আকাশে।আমাকে দিনশেষে এখন অনেকে ভালোবাসে।
যেখানে আছেন সবাই,ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
আর আমার জন্য আর্শিবাদ করবেন।
ধন্যবাদন্তে
সুর্বনা রানী দেবী
উপজেলা এম্বাসেডর
ফেনী সদর
৩য়/১৪৯০৫
বর্তমান অবস্থা
চট্টগ্রাম
স্বত্বাধিকারী.. স্বনির্ভর
ভালোবেসে সবাই লাইক দিবেন পেইজে
facebook.com/Shonirvhor