আমরা স্কুলে একটা খেলা খেলতাম।
আসসালামু আলাইকুম।
#Status_of_the_day_র_৬০০_তম_দিন_উৎযাপন_এ_আমার_প্রথম_বার_status_of_the_day_হওয়ার_অনুভূতি।
❤️আমরা স্কুলে একটা খেলা খেলতাম। প্রিয় রং,প্রিয় খেলা ,প্রিয় পোশাক, প্রিয় নবী, প্রিয় ফল, প্রিয় খাবার,প্রিয় ফুল প্রিয় ফুটবল দল, এরকম অনেক প্রিয় জিনিস বান্ধবীরা যার যার ডায়েরীতে লিখে রাখতাম। উদ্যেশ্য যে ডায়েরী পড়বে বুঝে যাবে পছন্দের কথা। কেউ যেনো উপহার দিলে প্রিয় জিনিস বিবেচনা করে দেয়। শিশু মন তখন জানত না এই খেলা দিয়ে একজন মানুষের মন বোঝা যায়।
❤️ দিনে দিনে এই খেলার মধ্যে আরো অনেক কিছু যোগ হয়েছে।
যেমন ---
প্রিয় প্ল্যাটফর্ম: নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন
প্রিয় মেন্টর: জনাব ইকবাল বাহার জাহিদ স্যার
প্রিয় জোন: গুলশান জোন
প্রিয় বিভাগ: খুলনা বিভাগ
প্রিয় থানা: ক্যান্টনমেন্ট থানা
ভবিষ্যতে আরও নাম যুক্ত হতে থাকবে।
❤️এবার আসি প্রিয় গ্রুপে যোগদান ও প্রথমবার SOD হওয়ার অনুভূতি নিয়ে কিছু কথা---
২০১৯ সালে ডিসেম্বরে সম্মেলনের আগে এক ভাই আমাকে এখানে ৮ম ব্যাচে যুক্ত করেন।
কিন্তু ব্যস্ততার কারণে সম্মেলনে অংশ গ্রহণ করতে পারি নাই।
কিন্তু পর্যবেক্ষণ করতে থাকি ভালো মানুষদের পদ চরনা।
❤️আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর সেশন পড়ে মুগ্ধ হই।
কিন্তু বুঝতে পারছিলাম না আমি কিভাবে লিখব, কি লিখব।
২০২০ February মাস থেকে একটু একটু লেখা শুরু করি ২/১ জন ভাইয়ের লেখা ফলো করে।
ধীরে ধীরে বোঝা শুরু করি এখানে কখন কি নিয়ে লিখব। আমার টার্নিং পয়েন্ট আসে কথা বলার জড়তা কাটানোর ভিডিও শুরু করার পর।
❤️Cm Hasan ভাই, Moshtak Mostak Ahmad Mridha ভাই, Iqbal Hossain ভাই, Iftekhar ভাই, Mohammad Dulal ভাই ইনারা তখন নিয়মিত লেখেন, কথা বলার জড়তা কাটানোর ভিডিও দেন নিয়মিত। আমি শুরু করব ভাবছি এর ই মধ্যে Sabina Yasmin আপু শুরু করেছেন, sayma আপু শুরু করেছেন।
আমিও শুরু করে দিলাম। টানা ৩৫/৩৬ টা করার পরে দেখি আমাকে বেশ মানুষ চিনে,সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমি বিস্ময়ে অভিভূত হয়ে যাই।
এরপর আগ্রহ আরো বেড়ে যায়। স্যারের সেশন নিয়মিত পড়ি, রেকর্ড করি ,৩/৪ বার পরে ok হয়। তারপর পোস্ট করি।
স্ট্যাটাস অফ দা ডে র পোস্টগুলো পড়া শুরু করেদিলাম।
❤️এরই মাঝে ঢাকার মধ্যে জোন ভাগ হয়। নিজ এলাকার সুবাদে গুলশান জোনে Abdul Karim Nizam ভাই আমাকে অন্তর্ভুক্ত করেন।
এলো করোনা মহামারী,সবাই তখন ঘর বন্ধি, শুরু হল অফলাইন মিট আপ। একে একে পরিচিতি বাড়তে লাগলো সবার সাথে। অসাধারণ কিছু মানুষ পেলাম প্রিয় মেন্টোরের এই অসাধারণ প্ল্যাটফর্মে। আঁধারের মাঝে খুঁজে পেলাম আলো।
❤️গুলশান জোনের তদানীন্তন এম্বাসেডর বর্তমানে ঢাকা জেলা এম্বাসেডর Fakharuddin Emel ইমেল ভাইয়ের উৎসাহে আমি লেখা শুরু করলাম স্ট্যাটাস অফ দা ডে হওয়ার জন্য। অনেকগুলো লেখার পরে যেদিন প্রথম বার SOD হয়েছি, দেখলাম জোন এ congratulations এর বন্যা।
পোস্টে ঢুকে দেখি শুধু অভিনন্দন ও congratulations। আপনারাই বলেন এত ভালোবাসা যেখান থেকে পাই তাকে ভালো না বেসে থাকি কি করে? সেদিন আমি আমার বাসার সবাইকে ডেকে ডেকে দেখিয়েছি।
এর পরবর্তীতে আরো ৩ বার SOD হওয়ার সৌভাগ্য আমার হয়েছে।
সত্যিই অসাধারণ অনুভূতি এই অর্জনে,যে একবার হয়েছেন সেই বুঝবেন।
❤️শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যার তার স্বপ্ন সবার মাঝে ছড়িয়ে দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ।
গ্রুপ থেকে পেয়েছি অসাধারণ একজন নেতা,একজন মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে।
পেয়েছি অসংখ্য অসাধারণ মানুষের দেখা।
পেয়েছি সম্মান ও ভালোবাসা, পেয়েছি কিছু অর্জন করার খুশি, শিখছি ব্যবসাকে ধরে রাখার কৌশল, শিখছি কথা বলতে।
❤️ধন্যবাদ স্যার, কৃতজ্ঞ থাকব চিরকাল।
ভালো থাকুন, সুস্থ থাকুন,আমাদের স্বপ্ন দেখাতে সাহায্য করুন সেই দোয়া রইল।
👤 আফসানা আসফিয়া হক
🔔 থানা এম্বাসেডর - ক্যান্টনমেন্ট থানা, ঢাকা
🏷অষ্টম ব্যাচ
🏷রেজি.নং: ৮০৭৯
🔊প্রতিষ্ঠাতা উদ্দোক্তা : https://www.facebook.com/migatona.3000
🔊 https://www.facebook.com/migatona.food/
🔊 প্রপ্রাইটারঃ মিগাটোনা কালেকশন
Migatona.food
🌍 www.migatona.com
🇧🇩 জেলা: খুলনা
🏡 বর্তমান অবস্থানঃ ঢাকা (গুলশান জোন)
📧 mgckomol@gmail.com